বিরাটের জায়গা নেবেন কে?

ভারতীয় ক্রিকেটের পাইপলাইন নি:সন্দেহে সবচেয়ে সমৃদ্ধ। আর সেই পাইপলাইনের ভীর ঠেলে সেরা পাঁচ জনকে নিয়ে থাকছে আজকের আলোচনা। বিরাট কোহলির ফেলে যাওয়া তিন নম্বর পজিশনের জন্য যারা হতে পারেন যোগ্য উত্তরসূরি।

সব শুরুর একটা শেষ থাকে। সব নক্ষত্রদের একদিন মরে যেতে হয়। তেমনই এক ধাবমান সত্যের পথে হাঁটছে ভারতের ক্রিকেট। গেল প্রায় একটা দশক ধরে নম্বর তিন পজিশনটা নিজের দখলে রেখেছিলেন বিরাট কোহলি। তাঁকে যদি কিংবদন্তি বলা হয়, তা নিশ্চয়ই বাড়াবাড়ি নয়।

এই কিংবদন্তি ব্যাটারের সময় প্রায় শেষের দিকে। উজ্জ্বল একটা ক্যারিয়ারের ইতি তাঁকে টেনে নিতেই হবে। সেটাই তো নিয়ম। তবে সাদা বলের ক্রিকেটে তাঁর অনুপস্থিতি নিশ্চয়ই খানিকটা বিপাকে ফেলবে ভারতকে। ভারত নিশ্চয়ই এই বাস্তবতার একটা সমাধান খুঁজে রেখেছে। সে সমাধানের সংখ্যাও বেশ বড়।

কেননা ভারতীয় ক্রিকেটের পাইপলাইন নিঃসন্দেহে সবচেয়ে সমৃদ্ধ। আর সেই পাইপলাইনের ভীর ঠেলে সেরা পাঁচ জনকে নিয়ে থাকছে আজকের আলোচনা। বিরাট কোহলির ফেলে যাওয়া তিন নম্বর পজিশনের জন্য যারা হতে পারেন যোগ্য উত্তরসূরি।

  • শ্রেয়াস আইয়ার

 

সবার প্রথমেই শ্রেয়াস আইয়ারের নামটি আসবে মাথায়। কেননা তিনি স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশ স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন।

তাছাড়া একটা লম্বা সময় ধরে তাঁর পেছনে সময় ব্যয় করেছে বিসিসিআই। অ্যাঙ্কোরিং রোল-প্লে করবার পাশাপাশি তিনি সময়মত হাত খুলে খেলতে বেশ পটু। তাইতো তিনি থাকছেন তিন নম্বরের প্রথম পছন্দে।

  • রাহুল ত্রিপাঠি

রাহুল ত্রিপাঠি একটু ভিন্ন ধাঁচের ব্যাটার। হুট করেই নিজের খেলার ধরণ পরিবর্তন করতে পারেন। সুইপ, রিভার্স সুইপে তিনি ভরকে দিতে পারেন প্রতিপক্ষ বোলারকে।

এমন একজন খেলোয়াড়কে নিশ্চয়ই ভারত দেখতে চাইবে নিজেদের তিন নম্বর পজিশনে। যদিও খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই রাহুল ত্রিপাঠি। তবুও এই তরুণ ক্রিকেটারকে বিবেচনায় হয়ত রাখবে নির্বাচকরা।

  • সুরিয়াকুমার যাদব

ভারতের টি-টোয়েন্টি দলের হয়ে ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন সুরিয়াকুমার যাদব। তাঁর ব্যাটিং আগ্রাসন ও বিস্ময়কর ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। তিনি হতে পারেন কোহলির যোগ্য উত্তরসূরি।

তবে, মারমুখি এই ব্যাটার ওয়ানডে ক্রিকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবুও আরেকটু সুযোগ পেলে নিজের সামর্থ্যের একটা সামগ্রিক চিত্র উপস্থাপন করতে পারতেন সুরিয়া।

  • ঈশান কিষাণ

যদিও ঈশান কিষাণ ওপেনিং পজিশনেই অধিকাংশ সময় ব্যাট করে থাকেন, তবুও তিনি হয়ত নিতে পারেন বিরাট কোহলির রেখে যাওয়া স্থান। আগ্রাসী ব্যাটার হিসেবে তিনি বেশ কার্যকর একজন খেলোয়াড়।

তাছাড়া ওয়ানডে ক্রিকেটের দ্বিশতক করবার মত কীর্তিও গড়ে ফেলেছেন কিষাণ। তাঁর টেম্পারমেন্ট ও সম্ভাবনা রয়েছে টপ অর্ডারের একজন সেনানী হবার। সুতরাং চিরায়ত ধারণা থেকে একটুখানি ভিন্ন চিন্তা করতেই পারেন বাঁ-হাতি এই ব্যাটার।

  • ঋষাভ পান্ত

বক্সের বাইরের চিন্তা করলে ঋষাভ পান্ত হতে পারেন বিরাটের উত্তরসূরি। যদিও ক্যারিয়ারে তিনি অধিকাংশ সময়ই খেলেছেন মিডল অর্ডারে। তবুও টপ অর্ডারে ব্যাট করবার সামর্থ্য তাঁর মধ্যে বিদ্যমান।

নির্ভীক এক ক্রিকেটার হিসেবে তাঁর বেশ সুখ্যাতি রয়েছে। যদিও তাঁর ক্রিকেটে ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। তবে তিনি ফিরলে চমক হিসেবে তাঁকে নিশ্চয়ই তিন নম্বরে বাজিয়ে দেখতে চাইবে ভারতের টিম ম্যানেজমেন্ট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...