হাসারাঙ্গার বিপক্ষে সাফল্যের রহস্য জানেন মুশফিক?

ওয়ানিন্দু হাসারাঙ্গাকে কিভাবে খেলতে হবে এমন প্রশ্ন যদি কোন ব্যাটারের মনে আসে তাহলে তাঁকে মুশফিকুর রহিমের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন শ্রীনিবাস চন্দ্রশেখর। লঙ্কান লেগ স্পিনারের বিপক্ষে ব্যাটিং করা বিশ্বের অনেক সেরা ব্যাটারের জন্যও চ্যালেঞ্জিং, কিন্তু মুশফিক অনায়াসে তাঁর বিপক্ষে রান করে যান। এই ব্যাপারটি ফুটিয়ে তুলতেই ফেসবুকে মজার একটি পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক কম্পিউটার অ্যানালিস্ট।

নিজের ফেসবুক একাউন্টে তিনি লিখেন, ‘হাউ টু প্লে হাসারাঙ্গা? – কন্টাক্ট মুশফিক’। পোস্ট করার সাথে সাথেই ছড়িয়ে পড়ে এটি, প্রায় সবাই বিনা তর্কে হাসারাঙ্গার বিরুদ্ধে মুশির কাল্পনিক জয়ের স্বীকৃতি দেন।

শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই টাইগার উইকেট কিপারের ব্যাট চওড়া হয়ে ওঠে। ক্যারিয়ার জুড়ে লঙ্কানদের সাথে স্মরণীয় সব ইনিংস খেলেছেন তিনি। টেস্ট, ওয়ানডে টি-টোয়েন্টি তিন সংস্করণেই তাঁর প্রিয় প্রতিপক্ষ এই দল। ব্যতিক্রম হয়নি চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে, অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন এই তারকা।

তবে হাসারাঙ্গা বারবার চেষ্টা করেছেন তাঁকে পরাস্ত করার, ওভারের পর ওভার করে গিয়েছেন তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, উল্টো ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত সমান তালে শাসন করেছেন মুশি। সেজন্যই হতশ্রী বোলিং ফিগার নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে তাঁকে।

শুধু তাই নয়, এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটেও লঙ্কান অলরাউন্ডারের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেছেন মিস্টার ডিপেন্ডেবল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য এক হাফসেঞ্চুরি করেছিলেন, সেদিনও হাসারাঙ্গার উপর ঝড় বইয়ে দিয়েছিলেন তিনি।

পঞ্চাশ ওভারের সংস্করণে ওয়ানিন্দু হাসারাঙ্গার তৃতীয় সর্বোচ্চ বোলিং গড় বাংলাদেশের সাথে, প্রতি ম্যাচে গড় এক উইকেটও পাননি। এছাড়া টি-টোয়েন্টিতে তিন ম্যাচ খেলে চার উইকেট পেলেও প্রতি ওভারে খরচ করেছেন নয় রানের বেশি।

লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গে তুলনামূলক বাজে পারফরম্যান্সের মূল রহস্য মুশফিকুর রহিম ছাড়া আর কিছুই নয় – চলমান ওয়ানডে সিরিজের বাকি অংশেও তাঁর বিরুদ্ধে হাসবে মুশির ব্যাট এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link