জো ‘শচীন’ রুট!

টেস্ট ক্রিকেটে এই মুহুর্তে জো রুটের হাফ সেঞ্চুরির সংখ্যা ৪৯ টি। এখনও খেলে যাচ্ছেন, এমন কারো জো রুটের চাইতে বেশি হাফ সেঞ্চুরি নেই। এটা খুব বেশি আলোচনার ব্যাপার না, আলোচনার ব্যাপার হল আর মাত্র ২০ টা হাফ সেঞ্চুরি করলেই তিনি ক্রিকেটের ঈশ্বর মানা হয় যাকে সেই শচীন টেন্ডুলকারের হাফ টেস্টে রেকর্ড গড়া ৬৮ হাফ সেঞ্চুরি পেরিয়ে যাবেন!

খুব ভাল ব্যাপার, কেউ যদি শচীন টেন্ডুলকারের রেকর্ড ছুঁতে পারে তাঁকে তো  ক্রিকেটের কিংবদন্তি বলা উচিত । জো রুটকে সেটা বলা যাবে কিনা এটা অবশ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা, কিন্তু ইংলিশ ব্যাটিংয়ে যে তিনি কিংবদন্তিদের কাতারে চলে যাচ্ছেন এটা কিন্তু অনেকটা নি:সন্দেহ। আজকের এই লেখাটাতে আমরা দেখার চেষ্টা করব, কেন জো রুট টেস্টে শচীন টেন্ডুলকারের হাফ সেঞ্চুরির রেকর্ড বেশ আরামেই পেরিয়ে যেতে পারবেন?

  • শচীন টেন্ডুলকার ও জো রুট 

ক্যারিয়ার-সামারিতে শচীন টেন্ডুলকার টেস্টে ৩২৯ ইনিংসে করেছেন ১৫,৯২১ রান। গড় ৫৩.৭৮, ৫১ সেঞ্চুরির বিপরীতে আছে ৬৮ টি হাফ সেঞ্চুরি। জো রুট অবশ্য ইনিংস খেলেছেন শচীনে থেকে অনেক কম, ১৮৫ টি। এই ১৮১ ইনিংসেই তিনি করেছেন ৮৫৪৬ রান,গড় ৪৯.৯৭। ২০ সেঞ্চুরির বিপরীতে হাফ সেঞ্চুরি করেছেন ৪৯ টি।

আরো পড়ুন

এই পরিসংখ্যান থেকে একটা ব্যাপার দেখা যায়, সেঞ্চুরিতে পিছিয়ে থাকলেও হাফ সেঞ্চুরিতে জো রুট শচীন থেকে বেশ সিদ্ধহস্ত। টেন্ডুলকারের যেখানে একটা হাফ সেঞ্চুরি করতে ৪.৮৪ ইনিংস লেগেছে, জো রুটের সেখানে লেগেছে ৩.৭৭!

  • ৯৯ টেস্ট পর

৯৯ টেস্ট তো জো রুট আগেই খেলে ফেলেছেন। আমরা এখন দেখব, ৯৯ টেস্ট পর শচীন আর জো রুট কে কোথায় ছিলেন। ৯৯ টেস্ট পর শচীন টেন্ডুলকার করেছিলেন ৮৩৫১ রান, গড় ৫৭.৯৯। ৩০ সেঞ্চুরির বিপরীতে করেছিলেন ৩৩ হাফ সেঞ্চুরি। অন্যদিকে জো রুট ৯৯ টেস্ট পর করেছিলেন ৮২৪৯ রান, গড় ৪৯.৩৯। ১৯ সেঞ্চুরির বিপরীতে করেছিলেন ৪৯ হাফ সেঞ্চুরি।

৯৯ টেস্ট পর শচীন জো রুট থেকে অন্য সব ক্ষেত্রেই কিন্তু এগিয়ে ছিলেন, কিন্তু হাফ সেঞ্চুরি? সেখানে কিন্তু জো রুটই এগিয়ে!

  • ৩০ বছর ২৭ দিন পর

জো রুটের টেস্ট ক্রিকেটে হাফ সেঞ্চুরি ৪৯ টি। এই ৪৯ তম হাফ সেঞ্চুরি তিনি পেয়েছিলেন ৩০ বছর ২৭ দিন বয়সে। এই ৩০ বছর ২৭ দিন বয়সে শচীন আর জো রুট কে কোথায় ছিলেন?

এ বয়সে শচীন খেলে ফেলেছিলেন ১০৫ টেস্ট ম্যাচ, ৫৭.৫৮ গড়ে করেছিলেন ৮৮১১ রান। ৩১ সেঞ্চুরির বিপরীতে করেছিলেন ৩৫ হাফ সেঞ্চুরি। অন্যদিকে জো রুট এ বয়সে ম্যাচ খেলেছিলেন ৯৯ টি, ৪৯.৩৯ গড়ে করেছিলেন ৮২৪৯ রান। ১৯ সেঞ্চুরির বিপরীতে করেছিলেন ৪৯ হাফ সেঞ্চুরি।

স্পষ্টই, জো রুট এ বয়স অব্দি ম্যাচ খেলেছিলেন শচীনের কম। তিনি শচীনের থেকে অন্য সব পরিসংখ্যানে পিছিয়েও ছিলেন। কিন্তু হাফ সেঞ্চুরিতে শচীনকে কিন্তু জো রুট ঠিকই ছাড়িয়ে গেছিলেন।

  • শেষ কথা

জো রুট নিজের ক্যারিয়ারের দারুণ সময় কাটাচ্ছেন। ইংল্যান্ডের অধিনায়কত্ব তো পেয়েছেনই, ব্যাটিংয়েও দিন দিন ক্যারিশমা দেখিয়ে চলেছেন। ইংলিশ ব্যাটসম্যানদের বধ্যভূমি সাব-কন্টিনেন্টেও নিজের দাপট সমানে দেখাচ্ছেন তিনি।

অন্যদিকে শচীন টেন্ডুলকার এই খেলাটিরই জীবন্ত কিংবদন্তি। জো রুট শচীনের পর্যায়ে যাবেন কিনা সেটা অবশ্য আমরা বলতে পারিনা, কিন্তু শচীনের রেকর্ড গড়া হাফ সেঞ্চুরির সংখ্যা যে জো রুট ছাড়িয়ে যাবেন এটুকু কিন্তু বেশ বোঝা যাচ্ছে। আর শুধু কি তাই, ক্যারিয়ারের বাকি দিনগুলিতেও যদি নিজের এই অমানবীয় পারফরম্যান্স জো রুট জারি রাখতে পারেন, তাহলে শচীনের আর কোন কোন রেকর্ড হুমকির মুখে পড়বে কে জানে!

লেখক পরিচিতি

আদ্যোপান্ত স্টোরিটেলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link