চেন্নাই সুপার কিংস বেশ একটা মাস্টারপ্ল্যান সাজিয়েছে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে চারিদিকে নানা ধরণের গুঞ্জন ছড়িয়েছে। নানামুখী বদল আসতে চলেছে আইপিএলের ২০২৫ আসরে। সেই বদলের মাঝে বেশ ধূর্ততার পরিচয় দিয়েছে চেন্নাই ফ্রাঞ্চাইজি।
মহেন্দ্র সিং ধোনি, ভারতের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বলিষ্ঠ চরিত্র। তার হাত ধরেই সফলতার পথে এগিয়েছে ভারত। শুধু কি তাই? চেন্নাই সুপার কিংসের সফলতার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ বারের চ্যাম্পিয়ন অধিনায়ক তিনি।
তাইতো তাকে একেবারেই ছেড়ে দিতে চাইছেন না চেন্নাই ফ্রাঞ্চাইজি। বরং ভিন্ন কায়দায় তাকে দলে অন্তর্ভুক্ত করতে চাইছে। সেজন্য ধোনিকে অনুরোধ করা হয়েছে আগামী মৌসুমে ‘আনক্যাপড’ খেলোয়াড় হিসেবে নিজেকে নিবন্ধিত করতে। তাতে করে আর্থিকভাবে লাভবান হবে ফ্রাঞ্চাইজিটি, পাশাপাশি চাপ কমবে ধোনির উপর থেকে।
কেন চেন্নাইয়ের এই পদক্ষেপকে মাস্টারপ্ল্যান বলা হচ্ছে, তা খণ্ডন করা প্রয়োজন নিশ্চয়ই। প্রথমত নিয়মানুসারে ধোনির বেতন এখন ১২ কোটি রুপি। যেহেতু তিনি জাতীয় দলে খেলা খেলোয়াড় হিসেবে নিবন্ধিত রয়েছেন। তাই স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক বেশি। যদি তিনি ‘আনক্যাপড’ অর্থাৎ অভিষেক ঘটেনি এমন খেলোয়াড় হিসেবে নিবন্ধন করেন, তাহলে ধোনির সর্বোচ্চ পারিশ্রমিক হবে ৪ কোটি রুপি।
কেননা অনভিষিক্ত খেলোয়াড়দের সর্বনিম্ন পারিশ্রমিক ২০ লাখ রুপি এবং সর্বোচ্চ পারিশ্রমিকও নির্ধারিত। তাইতো ধোনি যদি অনভিষিক্ত খেলোয়াড় হিসেবে নিবন্ধন করেন, তবে চেন্নাই ৮ কোটি রুপি কাজে লাগাতে পারবে পরবর্তী মেগা নিলামে। যদিও প্রশ্ন আসতে পারে ধোনি কিভাবে ‘আনক্যাপড’ খেলোয়াড় হবেন?
ধোনি সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৯ সালে। সময়ের হিসেবে আগামী আইপিএলের আগে তিনি পাঁচ বছরের বেশি সময় ধরে জাতীয় দলের জন্য বিবেচিত হন না, এমন একটা সমীকরণ দাঁড়াবে। ২০০৮ সাল থেকে ২০২১ সাল অবধি আইপিএলের নিয়ম ছিল, পাঁচ বছরের অধিক সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়রা, ‘আনক্যাপড’ খেলোয়াড় হিসেবে অংশ নিতে পারবে আইপিএলে।
সেই নিয়ম ২০২২ সালে বাতিল করা হয়। যেহেতু আইপিএলের ভবিষ্যত নিয়ে নানামুখী আলাপ আলোচনা হচ্ছে, সেহেতু অনেক ফ্রাঞ্চাইজি চাইছে সেই নিয়মকে ফিরিয়ে নিয়ে আসতে। তাতে করে বেশ কিছু সাবেক খেলোয়াড় আবারও আইপিএল খেলতে পারবেন। বিশাল অংকের পারিশ্রমিক দিতে হবে বলে সেসব খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছিলেন।
তাছাড়া এই নিয়ম পুনর্বহাল হলে আখেরে লাভটা ধোনিরও। তার পারিশ্রমিক যত কম হবে, তার উপর প্রত্যাশার চাপ কম থাকবে। তাছাড়া বয়সটা তার যে হয়েছে। প্রায় ৪৪ বছর বয়সে আইপিএলের আগামী মৌসুম খেলতে নামবেন ধোনি। পাশাপাশি শোনা যাচ্ছে আইপিএলের পরবর্তী মৌসুমগুলো হতে পারে আরও বেশি দীর্ঘায়িত।
সে পরিস্থিতি বিবেচনায় ধোনিকে লড়াই করতে হবে তার ফিটনেসের সাথে। মাঝেমধ্যে তার বিশ্রামের প্রয়োজন হবে। তবে পারিশ্রমিক যদি আকাশচুম্বী হয়, তবে ফ্রাঞ্চাইজিটিকে বাধ্য হয়েই নিয়মিত খেলাতে হতে পারে ধোনিকে। তাতে করে বিরূপ প্রভাব পড়তে পারে দলের সার্বিক পারফরমেন্সে।
এছাড়াও ধোনির বিশ্রামের সুযোগ অন্য একজন খেলোয়াড় হয়ত নিজের সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগ পাবে। সে যদি হয় তরুণ খেলোয়াড়, তবে তা নিশ্চিতরূপেই ভারতের ক্রিকেটকে ইতিবাচকভাবে সহয়তা করবে। ঠিক এ কারণেই চেন্নাইয়ের ধোনিকে করা অনুরোধকে বলা হচ্ছে ‘মাস্টারপ্ল্যান’।