Social Media

Light
Dark

দীর্ঘমেয়াদী অধিনায়কত্বে অনীহা কেন পাকিস্তানের?

বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে আগ থেকেই সংশয় ছিল অনেক; তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সেটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্বে বাদ পড়েছে পাকিস্তান, আর এই ব্যর্থতার জের ধরে কেউ বলছেন তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কথা, কেউ আবার তাঁর উপর ভরসা করতে চান আরো একবার।

তবে সাবেক ক্রিকেটার সাকলাইন মুশতাক সরাসরি কোন সিদ্ধান্তে আসতে নারাজ। এর চেয়ে বরং বুঝে শুনে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তিনি৷ সেই সাথে দীর্ঘমেয়াদে যেন পাকিস্তান ক্রিকেটের ভাল হয় এমন সিদ্ধান্ত নেয়ার কথাও মনে করিয়ে দেন।

এই কিংবদন্তি বলেন, ‘অনেক লোক বলাবলি করছে তাঁর (বাবর) অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত। কিন্তু এরা সবাই বাইরের মানুষ, কি ঘটছে সেটা তাঁরা বাইরে থেকে শুনছে বা দেখছে। তাই তাঁদের কথা ভাবা উচিত হবে না। যারা ভিতর থেকে দেখছেন দলের অবস্থা, তাঁদেরই আসলে সিদ্ধান্ত নিতে হবে কোন ক্রিকেটার দলকে কার্যকরভাবে নেতৃত্ব দিতে পারবেন।’

তিনি আরো যোগ করেন, ‘যখন কাউকে অধিনায়ক করা হয়, তখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে? কি কি বিষয় বিবেচনা করা হয় তখন? আমার তো মনে হয় না কোন ভিশন আছে ম্যানেজম্যান্টের; আমাদের চিন্তা আগামীকালকে ঘিরে, তাই আগামীকালের জন্য একজনকে অধিনায়ক করে দিই।’

শর্ট টার্ম অধিনায়কত্বের উদাহরণ দিয়ে এই স্পিনার বলেন, ‘শাহীনকে বিশ্বকাপের পর নিয়োগ দেয়া হয়েছিল, কিন্তু দুই সিরিজ পর সে বাদ। এখন আবার বাবরকে সরিয়ে দেয়ার কথা চলছে। সামনে নতুন কেউ আসবে তাঁকে এভাবে একটা টুর্নামেন্ট পর বাদ দেয়া হবে।’

সবশেষে এই তারকা বলেন, ‘আমাদের নেতা তৈরির কোন সংস্কৃতি নেই, বয়সভিত্তিক পর্যায় থেকে কাউকে পরিচর্যা করা হয় না। তাঁদের সাথে কথা বলতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে তাহলেই সত্যিকারের নেতার আবির্ভাব ঘটলে। আর না হলে আমরা কখনোই উপরের সারির দল হতে পারব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link