Social Media

Light
Dark

নেপালের মাঠে নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মিরাজ-রাহুলদের ম্যাজিক্যাল পারফরম্যান্স শুধু শিরোপা এনে দেয়নি টাইগারদের, স্বপ্ন দেখার সাহসও দিয়েছে। আগামী দিনে এরাই তো খেলবে জাতীয় দলের হয়ে, এমন পারফরম্যান্স আর সাফল্যের ক্ষুধা ধরে রাখলে ফুটবলের মরা নদীতে জোয়ার আসা সময়ের ব্যাপার মাত্র।

শিরোপা জেতা মানেই অতুলনীয় আনন্দে ভাসা, সেটা হোক জাতীয় দলের কিংবা বয়সভিত্তিক পর্যায়েরই। দেশের চলমান পরিস্থিতিতে সমর্থকদের মুখে হাসি ফোটানোর কঠিন কাজটাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল, নেপালকে হারিয়ে উঁচিয়ে ধরেছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ট্রফি।

মিনিট দু’য়েক পরেই বিরতির বাঁশি বেজে উঠবে, ঠিক সে সময় কয়েকজনকে ফাঁকি দিয়ে বল নিয়ে ঢুকতেই ফাউলের শিকার হন মিরাজুল ইসলাম। ডি-বক্সের সামনেই ফ্রি কিক, দর্শক তো বটেই তাঁর স্মৃতিতেও বোধহয় ইউরোপীয় তারকাদের ছবি ভেসে উঠেছিল। এরপর সেই স্মৃতিই বাস্তবে ফিরে আসলো যেন, কি অনায়াসে তিনি শটটা ঠেলে দিলেন গোলপোস্টের দিকে। বুম! গোল; ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের শুরুতে যুবারা অবশ্য খানিকটা রয়েসয়েই খেলেছিল, রক্ষণ সামলে নেপালের কৌশল আঁচ করে নিতে চেয়েছিল বোধহয়। সময় গড়াতেই ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন আক্রমণ ভাগের ফুটবলাররা; প্রথমার্ধের শেষদিকে নেপালকে পুরোপুরি কোনঠাসা করে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা, বারবার পরীক্ষা নেয় প্রতিপক্ষের রক্ষণের। আর সেটারই ফলস্বরূপ মিরাজুলের দুর্ধর্ষ এই গোল।

বিরতির পর এই তরুণই আবার এগিয়ে দেন দলকে, সতীর্থের বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে নেপালের স্বপ্ন পুরোপুরি ভেঙে দেন তিনি। ২-০ গোলে এগিয়ে শিরোপা স্বপ্নে তখন বিভোর বাংলাদেশ।

তবে এখানেই থেমে থাকেননি, আরো একবার নিজের নিপুণতা দেখিয়ে ডি-বক্সে হানা দেন মিরাজ। যদিও এবার নিজে চেষ্টা না করে রাহুলের দিকে বাড়িয়ে দেন বল, বাঁকানো শটে এরপর গোলরক্ষককে পরাস্ত করতে কোন ভুল হয়নি নাম্বার সেভেনের। ম্যাচের অন্তিম মুহূর্তে তিনি আবারো ফাটল ধরান রক্ষণে, দুর্দান্ত এক ক্রসে গোল করান পিয়াস আহমেদ নোভাকে দিয়ে। মাঝে যদিও এক গোল দিয়েছে নেপাল, তবে লাভের লাভ হয়নি কিছুই।

মিরাজ-রাহুলদের ম্যাজিক্যাল পারফরম্যান্স শুধু শিরোপা এনে দেয়নি টাইগারদের, স্বপ্ন দেখার সাহসও দিয়েছে। আগামী দিনে এরাই তো খেলবে জাতীয় দলের হয়ে, এমন পারফরম্যান্স আর সাফল্যের ক্ষুধা ধরে রাখলে ফুটবলের মরা নদীতে জোয়ার আসা সময়ের ব্যাপার মাত্র।

Share via
Copy link