রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেক ম্যাচটা মোটেও সুখকর ছিল না মুস্তাফিজুর রহমানের জন্য। তবে নিজের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই বল হাতে ঘুরে দাঁড়িয়েছেন কাটার মাস্টার। দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে দূর্দান্ত বোলিং করেছেন বাঁ-হাতি এই পেসার। সেই সাথে রাজস্থানের হয়ে শিকার করেছেন নিজের প্রথম উইকেট। প্রথম ম্যাচের সাদামাটা মুস্তাফিজ ঘুরে দাঁড়িয়ে নিজের স্বভাবসুলভ বোলিংটাই করেছেন দিল্লীর বিপক্ষে।
টসে জিতে প্রথমে বোলিংয়ে নামে মুস্তাফিজের রাজস্থান। প্রথম ম্যাচে বল হাতে বেশ খরুচে থাকলেও এ ম্যাচে একাদশে সুযোগ পান ফিজ। দলীয় সপ্তম ওভারের সময় ব্যক্তিগত প্রথম ওভার করতে আসেন ফিজ। নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই মার্কাস স্টোয়েনিসকে স্লোয়ারে বোকা বানিয়ে রাজস্থানের জার্সিতে নিজের প্রথম শিকার বানান তিনি। প্রথম ওভার থেকে ৫ ডট বল দিয়ে ১ রানের বিনিময়ে এক উইকেট শিকার করেন ফিজ।
এরপর দলীয় ১২ তম ওভারে নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে আসেন মুস্তাফিজ। এই ওভারে কিছুটা লাইন সটকে গিয়েছিলেন তিনি। প্রথম বলেই রিয়ান পরাগের দূর্দান্ত ফিল্ডিংয়ের কারণে ছক্কা হজম করেননি তিনি! তবে ওভারের শেষ বলে রিশভ পান্তের কাছে বাউন্ডারির মারে ওই ওভারে খরচ করেন ৮ রান। এরপর দলীয় ১৭ তম ওভারে বল করতে আসেন ফিজ। নিজের করা ৩য় ওভারের প্রথম বলেই ক্রিস ওকস চার মারেন! তবে ওভারের বাকি বল গুলো ভালো করায় সেই ওভার থেকে আসে ৮ টি রান।
নিজের করা প্রথম তিন ওভারে দেন ১৭ রান! ইনিংসের ১৯ আর নিজের স্পেলের শেষ ওভার করতে এসে প্রথম বলেই চার মারেন টম কারান। কিন্তু পরের বলেই ফিজের ইয়োর্কার লেন্থের বলে বোল্ড হয়ে ফেরত যান টম। টম কারানকে নিজের ২য় শিকার বানান তিনি। এরপর ৩য় বলে রবিচন্দ্রন অশ্বিন নেমেই চার মারেন! শেষ ওভারে ১২ রান দেন তিনি! শেষ পর্যন্ত ৪ ওভার শেষে ২৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ।
এর আগে রাজস্থান রয়েলসের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে বিনা উইকেটে ৪৫ রান দেন মুস্তাফিজ। সেই ম্যাচে ৪ রানে হার নিয়ে মাঠ ছাড়ে তার দল। আগের ম্যাচে খেই হারানো মুস্তাফিজকে আজকের ম্যাচে অনেকটাই আগের রুপে দেখা গেছে। কয়েকটি বল বাদে প্রায় বলগুলোতেই খেলতে ব্যাটসম্যানদের ব্যাপক সমস্যা হয়েছে।
প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে নিলামে ১ কোটি রুপি ভিত্তিমূল্যতে মুস্তাফিজকে দলে ভেড়ায় রাজস্থান রয়েলস। এর আগে দুই আসর সানরাইজার্স হায়দ্রাবাদ ও এক আসর মুম্বাইর হয়ে খেলেছিলেন এই পেসার। প্রথম আসরেই মুস্তাফিজ আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পান। যদিও, এর পরের আর কোনো আসরেই প্রথম আসরের মুস্তাফিজকে খুঁজে পাওয়া যায়নি।