সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছে না বাবর আজমের, তবে ক্রিকেট দুনিয়ায় যার আগমন ঘটেছে রেকর্ড গড়ার জন্য তিনি নিজের অফ ফর্মেও রেকর্ড গড়েন। প্রথম পাকিস্তানি হিসেবে এবার লিস্ট এ ক্রিকেটে ৩০টি সেঞ্চুরি করার কীর্তি যোগ হলো তাঁর অর্জনের খাতায়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন মুহুর্ত তাঁকে স্বস্তি আর আত্মবিশ্বাসের যোগান দিবে সেটা নিশ্চিত।
চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে এই ব্যাটার খেলছেন অ্যালিড ব্যাংক স্টেলিন্সের হয়ে। এনগ্রো ডলফিনসের বিপক্ষে ম্যাচে ১০০ বলে ১০৪ রান করেন তিনি, দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছিলেন। আর ইনিংসটি খেলার পথে সাতটি চারের সঙ্গে তিনটি বিশাল ছক্কা মেরেছেন।
এরপরই বিবৃতি প্রকাশ করে নতুন রেকর্ডের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁরা লিখেছে, ‘অভিনন্দন, লিস্ট এ ক্রিকেটে নিজের ৩০তম শতক হাঁকিয়েছেন বাবর আজম। ৩০ বা এর বেশি শতক হাঁকানোর তালিকায় প্রথম পাকিস্তানি ক্রিকেটার তিনি।’
এক্ষেত্রে তাঁর পরেই আছেন খুররাম শেহজাদ, ২৭ বার তিন অঙ্কের ঘরে প্রবেশ করেছেন তিনি। এছাড়া তিন নম্বরে আছেন কিংবদন্তি সাঈদ আনোয়ার। খুররামের চেয়ে একটি শতক কম রয়েছে তাঁর ঝুলিতে।
বাবর অবশ্য এতটুকুতেই তুষ্ট হননি, দ্রুততম ব্যাটার হিসেবেই মর্যাদার এই ক্লাবে প্রবেশ করেছেন। ৩০তম শতকের দেখা পেতে তাঁর লেগেছে মাত্র ১৮০ ইনিংস, এর আগে ক্লাবের দ্রুততম সদস্যপদ পাওয়ার কীর্তি ছিল বিরাট কোহলির দখলে। ১৯৯ ইনিংস লেগেছিল তাঁর।
যা হোক, পাক তারকার জন্য এই সেঞ্চুরির গুরুত্ব কেবল রেকর্ডে সীমাবদ্ধ নয়। টেস্ট ক্রিকেটে সবশেষ কবে হাফ-সেঞ্চুরি করেছেন সেটা তিনি ভুলেই গিয়েছেন, গত দুই বিশ্বকাপে পারফরম্যান্সও ভাল হয়নি। আপাতত চ্যাম্পিয়ন্স কাপের দুর্দান্ত ইনিংস তাঁকে ঘুরে দাঁড়ানোর ভরসা জোগাচ্ছে।