সফেদ জার্সিতে পাকিস্তানের ত্রাণকর্তা

নিঃসন্দেহে এক চমৎকার ব্যাটার সালমান আঘা। দলের মিডল অর্ডার যখন বিপত্তিতে তখনই দাঁড়িয়ে যান তিনি। নিঃসন্দেহে পাকিস্তান টেস্ট ক্রিকেট পটের এক নিরব ত্রান কর্তা ত্রিশ বছর বয়েসী এ অলরাউন্ডার।

লাল বলে সময়টা ভাল ঠেকছে না পাকিস্তান ক্রিকেট দলের। এমন সময়েও ব্যাট হাতে হাপিয়ে পড়েননি অলরাউন্ডার সালমান আলি আঘা। দলকে দিয়ে চলছেন একের পর এক দেয়ালরূপী সব ইনিংস।

২০২২-২৪ নাগাদ টেস্ট খেলছেন তিনি। এখন পর্যন্ত দেশ বিদেশ মিলিয়ে খেলে ফেলেছেন  ১৬ টেস্ট। যার মাঝে দেশের মাটিতে খেলেছেন ৯ ম্যাচ আর দেশের বাইরে ৭ ম্যাচ।

সফেদ জার্সিতে ব্যাট হাতে ১৬ ইনিংসে করেছেন ১১৯০ রান। যেখানে তার গড় ৪৭ এরও বেশি। ক্যারিয়ার সেরা অপরাজিত ১৩২।

পরিসংখ্যান দেখে বুঝি চোখ ধাঁধিয়ে গেছে। ছোট্ট করে মনে করিয়ে দেই ঘরোয়া ও আন্তর্জাতিক টেস্ট মিলিয়ে ডান হাতি এই ব্যাটার বেশির ভাগ রান তুলেছেন সাত ও আট নম্বরে নেমে। যেখানে তার গড় যথাক্রমে ৪৮.২২ ও ১১৭.৫০।

চলতি ইংল্যান্ড সিরিজেও সেই ঝলক দেখিয়ে গিয়েছেন। প্রথম টেস্টে দল হেরে গেলেও এক শতক ও এক অর্ধশতকে জ্বল জ্বল করছে তার নাম। পরের টেস্টেও দ্বিতীয় ইনিংসে মূল্যবান ৬৩ রান করেছেন তিনি।

এর বাইরেও ইংলিশদের বিরুদ্ধে ৫ ম্যাচে তার গড় ৫৫.৬২। তাছাড়া শ্রীলঙ্কার সাথে তাঁর গড় ষাটেরও বেশি। তাদের বিরুদ্ধেই করেছেন ক্যারিয়ার সেরা ১৩২।

অজি ভূমিতেও থেমে নেই তিনি। তাদের মাটিতেই ছ’ইনিংসে তার আছে দুই অর্ধশতক।

গত সিরিজে বাংলাদেশের সাথে হেরে গেলেও নির্ভরতার সাক্ষর রেখেছিলেন আঘা। সিরিজের ২য় টেস্টে প্রথম ইনিংসে অর্ধশতক পান তিনি। পরের ইনিংসে দল পড়ে বিপর্যয়ে।

এমন সময়ে প্রাচীর রূপে দাড়িয়ে পড়েন তিনি। দলের ১৭২ রানে করেন অপরাজিত ৪৭ রান।

আপাত দৃষ্টিতে আঘার এমন অনেক ইনিংসই সংখ্যায়ে ছোটো হলেও পরিস্থিতি সাপেক্ষে সেগুলোই দেয়ালের মতো। ফলে নব্য পাকিস্তান ব্যাটিংয়ের এক অন্যতম প্রহরীও বলা চলে তাকে।

নিঃসন্দেহে এক চমৎকার ব্যাটার সালমান আঘা। দলের মিডল অর্ডার যখন বিপত্তিতে তখনই দাঁড়িয়ে যান তিনি। নিঃসন্দেহে পাকিস্তান টেস্ট ক্রিকেট পটের এক নিরব ত্রান কর্তা ত্রিশ বছর বয়েসী এ অলরাউন্ডার।

Share via
Copy link