বর্তমান সময়ে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট সম্ভবত টি-টোয়েন্টি। কেবল ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্যের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সংক্ষিপ্ততম সংস্করণের খেলাটি নিখাঁদ বিনোদনের মাধ্যম। দারুণ প্রতিদ্বন্দ্বিতা, স্বল্প সময়ের ব্যয়, ব্যাটে চার- ছক্কার ফুলঝুরি, বলে বলে উত্তেজনা সব মিলিয়ে ক্রিকেটের এই সংস্করণটি বিশ্বক্রিকেটে অন্যরকম দর্শকপ্রিয়তা রয়েছে। ২০০৭ সাল থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হয়। আপনি প্রকৃত ক্রিকেটপ্রেমী হলে, টি-টোয়েন্টি ক্রিকেট আপনাকে টানবেনা, তা হতেই পারেনা।
টি- টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের লক্ষ্যই থাকে মাত্র বিশ ওভার সময়ের মধ্যে দ্রুত রান করে যাওয়া। তাই প্রতিটি বলকেই পেটানোর প্রচেষ্টা থাকে। তাই এই ফরম্যাট মানেই চার- ছক্কার সমারোহ। বিশ্বক্রিকেট দারুণ কিছু টি- টোয়েন্টি স্পেশালিষ্ট পেয়েছে। কিছু ব্যাটার তো ছেলেখেলার মতো করেই রান সংগ্রহ করে থাকেন। সাম্প্রতিক আইসিসির র্যাংকিংয়ে (১ জানুয়ারি ২০২১ থেকে এখন অবধি) সেরা পাঁচ টি- টোয়েন্টি ব্যাটারের সাথে পরিচিত হওয়া যাক।
- মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
মোহাম্মদ রিজওয়ানকে মানা হয় এখনকার বিশ্ব সেরা টি-টোয়েন্টি ব্যাটার। পাকিস্তানের এই রান মেশিন নিজেকে টি-টোয়েন্টি স্পেশালিষ্টে পরিণত করেছেন। ২০২১ সালের পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন রিজওয়ান। এই সময়ে মোহাম্মদ রিজওয়ান তাঁর ঝুলিতে যোগ করেছেন ২০২৪ রান। তাঁর স্ট্রাইক রেটটা ১৩০ ছুঁই ছুঁই।
মাঠ নামলেই রান করাটাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন এই ওপেনার। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এই ব্যাটারের সেঞ্চুরি রয়েছে একটি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ২১ টি। এই ফরম্যাটে ২০২ টি চার এবং ৬৬ টি ছক্কা মেরেছেন এই ক্রিকেটার। রিজওয়ান নিজেকে এমন এক উচ্চতায় নিয়েছেন, যার আশেপাশেও কেউ নেই।
- বাবর আজম (পাকিস্তান)
সেরা টি- টোয়েন্টি ব্যাটারের তালিকায় দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে পাকিস্তানেরই বাবর আজম। পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক তিনি। এই ওপেনার ২০২১ সালের পহেলা জানুয়ারি হতে এখন অবধি তাঁর ঝুলিতে যোগ করেছেন ১৩৮০ টি রান।
তাছাড়া পুরো ক্যারিয়ারে ৮৯ টি- টোয়েন্টি খেলে সেঞ্চুরি করেছেন দুইটি ম্যাচে এবং হাফ সেঞ্চুরি করেছেন ২৮ টি ম্যাচে। মোট ৩২৭ টি চার ও ৫০ টি ছক্কা মেরেছেন তিনি।
- সুরিয়াকুমার যাদব ( ভারত)
এই তালিকার তৃতীয় সেরা ব্যাটার ভারতের সুরিয়াকুমার যাদব। সত্যিই যেন ভারতের হয়ে সূর্যের মত জ্বলছেন তিনি। ২০২১ সালের পহেলা জানুয়ারি হতে এখন অব্দি করেছেন ১০৪৫ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের ব্যাটিং অর্ডারে ৪ নম্বর জায়গাটা বলতে গেলে নিজের করেই নিয়েছেন।
২০২২ সালের এই এক বছরেই সুরিয়াকুমার যাদব চারটি হাফ সেঞ্চুরি আর এক সেঞ্চুরিতে করেছেন ৬৮২ রান। এই রান করার ক্ষেত্রে ৩৭.৮৮ গড়ের পাশাপাশি তাঁর স্ট্রাইক রেটটিও ছিল দুর্দান্ত, ১৮২.৮৪।
- নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
২০২১ এর শুরু থেকে এই ক্রিকেটার নিজের ঝুলিতে যোগ্য করেছেন ১০৪১ রান। সুরিয়াকুমার যাদব থেকে তা মাত্র চার রান পিছিয়ে আছেন তিনি। আইসিসির তালিকায় তাই পুরান চার নম্বর সেরা ব্যাটার।
উইন্ডিজ ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় ভরসা এই উইকেটরক্ষক-ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর দিকেই সাফল্যের জন্য তাকিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ দল।
- রোহিত শর্মা (ভারত)
২০২১ এর শুরু থেকে এখন পর্যন্ত ভারতের অধিনায়ক এই ফরম্যাটে ৯৬৪ টি রান করেছেন। কেবল টি- টোয়েন্টি ফরম্যাটেই রোহিতের ঝুলিতে কয়টি সেঞ্চুরি আছে জানেন? চারটি!
এই ফরম্যাটের অভিজ্ঞ ব্যাটার তিনি। ৩৫ বছর বয়সেও বাইশ গজে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন, রানের খাতাটা দীর্ঘ থেকে দীর্ঘতর করেই যাচ্ছেন।