আর্জেন্টিনার যত হিসাব নিকাশ

প্রথমেই গ্রুপ-সি এর বর্তমান পয়েন্ট টেবিলে চোখ বুলানো যাক। গ্রুপের শীর্ষে অবস্থান করছে পোল্যান্ড, এক জয় এবং এক ড্র নিয়ে তাঁদের পয়েন্ট চার। দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা। ঝুলিতে এক জয় এবং এক হার নিয়ে পয়েন্ট তিন। তিন নম্বরে থাকা সৌদি আরবের পয়েন্টও তিন; রয়েছে একটি জয় ও একটি হার। আর গ্রুপের সবার শেষে অবস্থান করছে মেক্সিকো। একটি ম্যাচে ড্র এবং একটিতে হার মিলিয়ে তাঁদের পয়েন্ট এক।

সব মিলিয়ে গ্রুপ-সি এর সমীকরণ এখন অবধি বেশ জটিল অবস্থানে। এখন অবধি কোন দলই নক আউট পর্ব নিশ্চিত করতে পারেনি এই গ্রুপ থেকে। শেষ দুইটি ম্যাচের আগ অবধি কার্যত কোন ভবিষ্যদ্বানী করাও সম্ভব না। ম্যাচ দুটিও শুরু হবে ঠিক রাত একটায়, কাতারের ভিন্ন ভিন্ন দুইটি স্টেডিয়ামে। এই দুইটি ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে, কোন দুইটি দল নক আউট পর্বে পা রাখবে আর কোন দুইটি দল বিশ্ব-আসর হতে বিদায় নিবে।

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচটির কথাই ধরা যাক। নক আউট নিশ্চিত করতে আর্জেন্টিনাকে যে করেই হোক আজ তিনটি পয়েন্ট সংগ্রহ করতেই হবে, তাই আলবিসেলেস্তাদের সামনে জয়ের কোন বিকল্প নেই। ওদিকে পোল্যান্ড আর্জেন্টিনার তুলনায় কিছুটা ভালো অবস্থানে আছে। ম্যাচ না জিতে ড্র করলেও কগজে কলমে নক আউটের টিকিট কাটার সম্ভাবনা প্রবল লেওয়ানডস্কির দলটির। অবশ্য এই ম্যাচটি যে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের হবে তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে লিওনেল মেসি অন্যদিকে পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি। অর্থাৎ মুখোমুখি বর্তমান সময়ের দুই বিশ্বসেরা স্ট্রাইকার।

আর যদি আর্জেন্টিনা পোল্যান্ডের বিপক্ষে জয় পায়, তবে আর্জেন্টিনার পয়েন্ট হবে ছয়, আর যদি ড্র করে তবে পয়েন্ট দাঁড়াবে চারে। ওদিকে পোল্যান্ড যদি জয় পায় তাঁদের পয়েন্ট হবে সাত, মানে নিশ্চিত নক আউট। আর ড্র করলে তাঁদের পয়েন্ট হবে পাঁচ। তখনও তাঁদের নক আউটে পা রাখার জোর সম্ভাবনা রয়েছে। কিন্তু আর্জেন্টিনা হারলে দলটির বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ। পোল্যান্ডও যে জয়ের জন্য সবটুকু উজাড় করে দিবে, একথাও নিশ্চিত। কারণ ১৯৮৬’র পর কোন বিশ্বকাপের নক আউট পর্বে খেলা হয়নি পোল্যান্ডের।

এদিকে মেক্সিকো বনাম সৌদি আরবের ম্যাচটির কথা ধরা যাক। সৌদি আরব যদি জিতে যায় তবে সৌদির পয়েন্টও হবে ছয়। আর ড্র করলে সৌদির পয়েন্ট দাঁড়াবে চার, মেক্সিকোর দুই। অর্থাৎ সেক্ষেত্রে মেক্সিকো নিশ্চিত বাদ। কিন্তু যদি মেক্সিকো জিতে যায় তবে তাঁদের পয়েন্ট হবে চার, অর্থাৎ নক আউটের দৌড়ে দলটির স্বপ্ন তখনও বেঁচে থাকবে। অবশ্য তখন দলটির ভাগ্য নির্ভর করবে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ফলের উপর।

সমীরণগুলো বড্ড জটিল। আর্জেন্টিনা-পোল্যান্ডের ম্যাচে যদি আর্জেন্টিনা জয় পায় এবং মেক্সিকো-সৌদি আরবের ম্যাচে যদি সৌদি জিতে যায় তবে আর্জেন্টিনা ও সৌদি আরব দুটো দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন ফিফার নিয়মানুযায়ী দুইটি দলের পয়েন্ট সমান হলে, গোল ব্যবধান বিবেচনায় আনা হবে। সেই নিয়মে এখন অবধি আর্জেন্টিনাই এগিয়ে থাকবে, যদি না সৌদি আরব মেক্সিকোকে তিন থেকে চার গোলের ব্যবধানে হারাতে পারে।

আর যদি মনে করি আর্জেন্টিনা পোল্যান্ডের সাথে ড্র করলো, তখন পোল্যান্ড নিশ্চিত পরের রাউন্ডে গেলেও আর্জেন্টাইনদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচটির দিকে। সেই ম্যাচে সৌদি আরব জয় পেলে আর্জেন্টিনার যাত্রা এখানেই শেষ। আর যদি মেক্সিকো জিতে যায় তখন মেক্সিকোর আর আর্জেন্টিনার পয়েন্ট হবে সমান চার। তখন দুই দলের মধ্যকার গোল ব্যবধান বিবেচনা করেই নক আউটের অঙ্ক মেলাতে হবে। যদিও মেক্সিকোর চেয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনা তিন গোলে এগিয়ে আছে।

আর যদি মেক্সিকো ও সৌদির ম্যাচটি ড্র হয় এবং আর্জেন্টিনাও পোল্যান্ডের সাথে ড্র করে তবে পোল্যান্ডের পাশাপাশি গোল ব্যবধানের হিসেবে নক আউটের টিকিট কাটবে আলবিসেলেস্তারা। আর সেক্ষেত্রে বাদ পড়বে মেক্সিকো ও সৌদি। শেষমেশ কোন সমীকরণে অঙ্ক মিলবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচ দুইটি মাঠে গড়ানো অবধি। ততক্ষণ না হয় আমরা ভক্ত সমর্থকরা একটু অঙ্ক মেলাতেই থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link