তাহলে কি বার্সেলোনায় ফেরা চূড়ান্ত মেসির!

আল হিলাল, ইন্টার মিয়ামির মত ক্লাব আলোচনায় থাকলেও মেসির পরবর্তী গন্তব্য হিসেবে মেসির বন্ধু ও সাবেক সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো দেখছেন ন্যু ক্যাম্পকেই। মেসির সবচেয়ে কাছের এই বন্ধু মেসিকে আবারো কাতালান জার্সিতেই দেখতে চান। এমনকি মেসির বার্সেলোনায় ফেরার প্রবল সম্ভাবনা আছে বলেও মনে করেন সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

মৌসুম যত শেষের দিকে যাচ্ছে ততই প্রবল হচ্ছে লিওনেল মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন। দলবদলের আর মাত্র দুই মাস বাকি থাকলেও এখনো পিএসজি চুক্তি নবায়ন করেনি মেসির সাথে। তাই মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়া এখন অনেকটাই নিশ্চিত। তবে মেসির পিএসজি অধ্যায় শেষ হওয়া যতটা না আলোচনায় তার চাইতেও বেশি আলোচনায় মেসির পরবর্তী গন্তব্য।

আল হিলাল, ইন্টার মিয়ামির মত ক্লাব আলোচনায় থাকলেও মেসির পরবর্তী গন্তব্য হিসেবে মেসির বন্ধু ও সাবেক সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো দেখছেন ন্যু ক্যাম্পকেই। মেসির সবচেয়ে কাছের এই বন্ধু মেসিকে আবারো কাতালান জার্সিতেই দেখতে চান। এমনকি মেসির বার্সেলোনায় ফেরার প্রবল সম্ভাবনা আছে বলেও মনে করেন সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

দুই যুগেরও বেশি সময়ের সম্পর্কের ইতি টেনে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। দুই বছরের প্রাথমিক চুক্তি শেষ হচ্ছে এই মৌসুম শেষেই। চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষই বেশ কয়েকবার আলোচনায় বসলেও আলোচনা ফলপ্রসু হয়নি একবারও। তাই মেসির প্যারিস ছাড়াটা এখন অনেকটাই সময়ের ব্যাপার।

পিএসজি ছেড়ে কোথায় যাবেন মেসি এমন প্রশ্নে বারবারই এসেছে সৌদি আরবের আল হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির নাম। মেসিকে বিশাল অঙ্কের টাকার প্রস্তাবও দিয়ে রেখেছে ক্লাবগুলো। তবে এখনই ইউরোপীয় ফুটবল ছাড়তে চান না মেসি। এদিকে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সাথে মেসি দ্বন্দ্বটা অনেকটাই প্রকাশ্য এখন।

মেসির বাবা ও ভাই জানিয়েছেন লাপোর্তা বার্সা সভাপতি থাকাকালীন ন্যু ক্যাম্পে ফিরবেন না মেসি। তাই অ্যাগুয়েরোও মনে করেন মেসিকে বার্সায় ফেরাতে উদ্যোগ নিতে হবে লাপোর্তাকেই। জেরার্ড পিকের কিংস লিগের টুইচ সেশনে আগুয়েরো বললেন, ‘আমার মনে হয়, লিও মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা ৫০ শতাংশ। লিওর বার্সায় অবসর নেওয়া উচিত বলে মনে করি আমি। বার্সেলোনা তাঁর বাড়ি, ওখানেই  তাঁর ক্যারিয়ার শেষ করা উচিত। যদি প্রেসিডেন্ট লাপোর্তা পদক্ষেপ নেন, মেসির বার্সায় ফেরা সন্নিকটে মনে হয়।’

আর্জেন্টিনা জাতীয় দলে দীর্ঘদিন একসাথে খেলা মেসি ও অ্যাগুয়েরোর বন্ধুত্বের কথা জানা সবারই। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সবচেয়ে কাছের বন্ধু মেসির সাথে একই ক্লাবে খেলতে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন অ্যাগুয়েরো। তবে সেই বছরই বার্সেলোনার সাথে সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেন মেসি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...