শতাব্দীর সেরা অজি একাদশ

অস্ট্রেলিয়া দল হিসেবে যেমন সফল তেমনি এই দেশটা থেকে ক্রিকেট বিশ্ব পেয়েছে অসংখ্য তারকাকে। যাদের কেউ কেউ নিজেদের কিংবদন্তিতে পরিণত করেছেন। ২০০০ সাল থেকে এখন পর্যন্তও অস্ট্রেলিয়ার হয়ে দারুণ সব ক্রিকেটাররা খেলেছেন। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে খেলা ক্রিকেটারদের নিয়ে একটা একাদশ তৈরি করেছে খেলা৭১।

একবিংশ শতাব্দীতে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। যার তিনটিই জয় করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে ক্রিকেট বিশ্বে এই দলটার রাজত্ব ঠিক কতটা তা বোঝার বাকি থাকেনা। এছাড়া শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটাও তাঁরাই জিতেছে। এবার টেস্ট ক্রিকেটেও এই শতাব্দীর অন্যতম সফল দল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল হিসেবে যেমন সফল তেমনি এই দেশটা থেকে ক্রিকেট বিশ্ব পেয়েছে অসংখ্য তারকাকে। যাদের কেউ কেউ নিজেদের কিংবদন্তিতে পরিণত করেছেন। ২০০০ সাল থেকে এখন পর্যন্তও অস্ট্রেলিয়ার হয়ে দারুণ সব ক্রিকেটাররা খেলেছেন। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে খেলা ক্রিকেটারদের নিয়ে একটা একাদশ তৈরি করেছে খেলা৭১।

  • ম্যাথু হেইডেন

১৯৯৩ সাল থেকে ২০০৯ সাল অবধি অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। টেস্ট ও ওয়ানডেতে দেশটির ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ওপেনারদের একজন তিনি। আমাদের একাদশেরও ওপেনার হিসেবে তিনিই থাকবেন। অজিদের হয়ে ১০৩ টি টেস্ট ম্যাচ খেলা হেইডেন প্রায় ৫০ গড়ে করেছেন ৮৬২৫ রান। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৩৮০ রানের ইনিংসও আছে তাঁর ঝুলিতে। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও আছে ৬ হাজারের বেশি রান।

  • ডেভিড ওয়ার্নার  

গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল ব্যাটসম্যানটার নাম ডেভিড ওয়ার্নার। মাঝে একবছর ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পরেও গত এক দশকে বিশ্বক্রিকেটেরই অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। অজিদের এই অধিনায়ক এখন পর্যন্ত ৯৪ টেস্ট খেলে ৪৬.৯৮ গড়ে করেছেন ৭৭৫৩ রান। এছাড়া ১২৮ ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৫৪৫৫ রান। ফলে ম্যাথু হেইডেনের সাথে আমাদের একাদশের ওপেনিং এর দায়িত্ব থাকবেন ডেভিড ওয়ার্নারও।

  • রিকি পন্টিং

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি এক ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবেও দেশটির সফলতম। অধিনায়ক হিসেবে জিতেছেন দুটি ওয়ানডে বিশ্বকাপ। ফলে আমাদের একাদশের নেতৃত্বেও থাকবেন কিংবদন্তি এই ক্রিকেটার। এছাড়া ব্যাট হাতে তিনি নামবেন তিন নম্বরে। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই করেছেন ১৩ হাজারেরও বেশি রান।

  • স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়ার হয়ে ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান। এরপর ধীরে ধীরে বিশ্বক্রিকেটেরই সেরাদের একজন হয়ে উঠেবেন। এই সময়ে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে কার্যকর ব্যাটসম্যানদের একজন তিনি। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই বিশ্বের সেরাদের একজন। ক্যারিয়ারের সেরা সময়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয়েছিল। তবে ফিরে এসেও স্টিভ স্মিথ রাজত্বটা করে যাচ্ছেন।

  • মাইকেল ক্লার্ক

অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের আরেক কিংবদন্তির নাম মাইকেল ক্লার্ক। ২০০৩ সাল থেকে শুরু হওয়া ক্রিকেট ক্যারিয়ারটা চলেছিল ২০১৫ সাল পর্যন্ত। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটসম্যানও তিনি। ১১৫ টেস্ট ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৮৬৪৩ রান। এছাড়া ২৪৫ ওয়ানডে ম্যাচেও করেছেন প্রায় ৮ হাজার রান।

  • শেন ওয়াটসন

শেন ওয়াটসন উপরের পাঁচজনের মত হয়তো সংখ্যার দিক থেকে ব্যাট হাতে এতটা সমৃদ্ধ নন। তবে ব্যাটিং অর্ডারে তাঁর কার্যকারিতে নিয়ে কারো মনেই নূন্যতম কোন সন্দেহ নেই। আমাদের ব্যাটিং লাইন আপেও ছয় নাম্বারে থাকবেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার হয়ে ১৯০ ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৫৭৫৭ রান। ব্যাটিং করেছেন ৯০ এর বেশি স্ট্রাইকরেটে। এছাড়া বল হাতেও তাঁর ঝুলিতে আছে ১৬৮ উইকেট।

  • অ্যাডাম গিল্ক্রিস্ট

আমাদের একাদশের উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে থাকছেন অ্যাডাম গিল্ক্রিস্ট। ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই ছিলেন দারুণ সফল। তাঁর মারকাটারি ব্যাটিং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ যোগ করতো নতুন মাত্রা। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৯৯৬ থেকে ২০০৮ সাল অবধি। ওয়ানডে ক্রিকেটে ৯৬ স্ট্রাইকরেটে ব্যাটিং করে করেছেন প্রায় ১০ হাজার রান। এছাড়া টেস্টে ৪৭.৬০ গড়ে আছে ৫৫৭০ রান।

  • মিশেল জনসন

অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া অন্যতম সফল পেসারদের একজন মিশেল জনসন। তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছেন। দেশটির হয়ে খেলেছেন ৭৩ টি টেস্ট, ১৫৩ টি ওয়ানডে ও ৩০ টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৩১৩ টি উইকেট। এছাড়া ১৫৩ ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ২৩৯ উইকেট। ৩০ টি-টোয়েন্টি ম্যাচেও মাত্র ২০ গড়ে আছে ৩৮ উইকেট।

  • শেন ওয়ার্ন

লেগ স্পিন শিল্পটার শুরু এবং শেষ ছিলেন তিনি। নিঃসন্দেহে ক্রিকেট ইতিহাসের সফলতম লেগ স্পিনার ছিলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৯৯২ সাল থেকে ২০০৭ সাল অবধি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই স্পিনার দেশটির হয়ে খেলেছেন ১৪৫ টি টেস্ট ও ১৯৪ টি ওয়ানডে ম্যাচ। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৭০৮ টি উইকেট।

  • ব্রেট লি

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসারদের একজন ব্রেট লি। টেস্ট ক্রিকেটে বিশেষ করে দেশের মাঠে দারুণ সফল ছিলেন এই বোলার। অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ টেস্ট খেলা এই পেসারের ঝুলিতে আছে মোট ৩১০ টি উইকেট। ১০ বার পাঁচ উইকেট নেয়ার কীর্তি আছে টেস্ট ক্রিকেটে। এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেটও নিয়েছিলেন।

  • গ্লেন ম্যাকগ্রা

শেন ওয়ার্নের স্পিনের সাথে গ্লেন ম্যাকগ্রার পেস। ক্রিকেট ইতিহাসে এরচেয়ে ভয়ংকর বোলিং আক্রমণ বোধহয় খুব কমই এসেছে। চিকন দেহের জন্য বন্ধুরা কবুতর বললেও ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল পেসার। টেস্ট ক্রিকেটে যার ঝুলিতে আছে ৫৬৩ উইকেট। এছাড়া ওয়ানডে ফরম্যাটেও নিয়েছেন ৩৮১ উইকেট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...