ব্রাজিলকে আনচেলত্তির চূড়ান্ত ‘না’

চলতি ইউরোপীয় মৌসুম শেষেই আনচেলত্তির ব্রাজিলে যোগ দেবার পাঁকা কথা হয়ে গেছে, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছিল। তবে এবার সব গুঞ্জনের ইতি টানলেন আনচেলত্তি নিজেই। জানালেন, সামনের মৌসুমেও রিয়াল মাদ্রিদেই থাকছেন এই ইতিলিয়ান কোচ।

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে ছয় মাস হতে চলল। এই ছয় মাস ধরেই প্রধান কোচ ছাড়াই চলছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ধারণা করা হচ্ছে, কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করেই এখনো প্রধান কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল।

চলতি ইউরোপীয় মৌসুম শেষেই আনচেলত্তির ব্রাজিলে যোগ দেবার পাঁকা কথা হয়ে গেছে, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছিল। তবে এবার সব গুঞ্জনের ইতি টানলেন আনচেলত্তি নিজেই। জানালেন, সামনের মৌসুমেও রিয়াল মাদ্রিদেই থাকছেন এই ইতিলিয়ান কোচ।

চলতি মৌসুমটা বেশ বাজে ভাবেই শেষ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য। লা লিগার শিরোপা হাতছাড়া হবার পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। আনচেলত্তির দলের তাই এই মৌসুমের একমাত্র অর্জন কোপা দেল রের শিরোপা।

২০২৪ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ আনচেলত্তি। তবে গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হবার পর আনচেলত্তির বরখাস্ত হবার গুঞ্জন বেশ প্রবল হয়। ব্যর্থ এক মৌসুম কাটানোর পর চুক্তির এক বছর বাকি থাকতেই তাই আনচেলত্তির রিয়াল ছাড়ার খবর ভাসতে থাকে বাতাসে। সাথে ব্রাজিলের কোচ হবার পূর্বের গুঞ্জন তো ছিলই।

তবে এবার সব গুঞ্জনের ইতি টেনেছেন আনচেলত্তি নিজেই। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, সামনের মৌসুমেও রিয়ালের কোচ থাকা নিয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাথে পাঁকা কথা হয়েছে তাঁর।

আনচেলত্তি বলেন, ‘পেরেজ ও আমি গতকাল কথা বলেছি। আমরা বসেছিলাম এবং তিনি আমার প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। আমরা সিটির বিপক্ষে বুধবার হয়ে যাওয়া ম্যাচটা নিয়ে কথা বলেছি, পরের মৌসুম নিয়েও কথা বলেছি। গত দুই মৌসুম নিয়ে কথা বলেছি। আমরা আরও ভালো করার একই রকম তাড়না নিয়ে এগিয়ে যাব।’

এরপর পেরেজ তাকে আগামী মৌসুমে রিয়ালে থাকার নিশ্চয়তা দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ।’

এদিকে কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায় মাথায় নিয়ে ব্রাজিলের কোচ তিতে পদত্যাগ করার পর থেকেই নতুন কোচের খোঁজে আছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হবার তালিকায় নাম ছিল জিনেদিন জিদান, লুইস এনরিকে আর পেপ গার্দিওলার নামও। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন আনচেলত্তি।

এমনকি ব্রাজিলের কোচ হবার গুঞ্জনে বেশ রোমাঞ্চিত অনুভব করছেন বলেও মন্তব্য করেছিলেন এই কোচ। তবে এবার অনেকটা আনুষ্ঠানিক ভাবেই ব্রাজিলের কোচ হবার গুঞ্জনের শেষ করলেন আনচেলত্তি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...