অ্যান্টনি মনেপ্রাণে ‘রেড ডেভিল’

লিগে স্পার্টা রটারডামের সাথে ১-০ গোলে জেতা ম্যাচে আয়াক্সের মূল একাদশ বা বেঞ্চ ছিলেন না অ্যান্থনি কারণ তিনি আর আয়ক্সের হয়ে খেলতে চান না তাই ট্রান্সফার বিড বাতিল করাতে তিনি মোটেও খুশি নন।

আয়াক্সের ব্রাজিলিয়ান স্টাইকার অ্যান্টনিকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই তরুণ উদীয়মান স্টাইকারের জন্য করা সর্বশেষ ৭৬.৩ মিলিয়ন পাউন্ডের বিড ডাচ ক্লাবটি বাতিল করে দিলেও দলবদলের বাজার বন্ধ হয়ে যাওয়ার আগেই চুক্তিটি সম্পন্ন করার ব্যাপারে তাঁরা আশাবাদী কারণ অ্যান্থনি নিজেও যে ওল্ড ট্রাফোর্ডে যেতে চান।

লিগে স্পার্টা রটারডামের সাথে ১-০ গোলে জেতা ম্যাচে আয়াক্সের মূল একাদশ বা বেঞ্চ কোথাও ছিলেন না অ্যান্টনি কারণ তিনি আর আয়ক্সের হয়ে খেলতে চান না তাই ট্রান্সফার বিড বাতিল করাতে তিনি মোটেও খুশি নন।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্রাজিলিয়ান ফুটবলার বলেন, ‘এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে আমার এজেন্ট অ্যামস্টারড্যামে এসে আয়াক্সের সাথে যোগাযোগ করে এবং তাদের অবগত করে যে আমি ক্লাব ছাড়তে চাই, আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। তাদেরকে এটাও অবগত করা হয় যে অনেক ক্লাবই আমার ব্যাপারে আগ্রহী এবং তাঁরা ভাল ট্রান্সফার ফির বিনিময়ে আমাকে দলে ভেড়াবে। দলবদলের বাজার চালু হওয়ার পর আয়াক্স যখন আমাকে নতুন চুক্তির প্রস্তাব দেয় তখন আমি তাঁদের সাফ জানিয়ে দেই যে আমি ক্লাব ছেড়ে যেতে চাই।’

ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বশেষ বিড বাতিল করে দেওয়া সম্পর্কে অ্যান্টনি বলেন, ‘আজকে ক্লাবের সাথে এক মিটিংয়ে আমি আবারো আমার ক্লাব ছাড়ার কথা জানাই এবং এবার আমার জন্য তাদের কাছে খুব ভাল প্রস্তাব এসেছে। কিন্তু তারা এই স্বল্প সময়ে আমার বদলি হিসেবে কাউকে দলে ভেড়ানো সম্ভব না এই যুক্তি দেখিয়ে প্রস্তাব বাতিল করে দেয়।’

সর্বশেষ এই তারকা ফুটবলার আয়াক্সের কাছে আবারো নিজের আকুতি জানিয়েছেন, তিনি বলে,ন ‘আমি তো আয়াক্সকে আমায় বিনামূল্যে ছেড়ে দিতে বলছি না, আমি শুধু তাদেরকে অনুরোধ করছি তারা যেন ডাচ লিগের ইতিহাসে কোন খেলোয়াড়ের জন্য করা সর্বোচ্চ বিডটা বাতিল না করে আমাকে সেই দামে বিক্রি করে দেয়।’

খেলোয়াড়ের চাপ এবং ইউনাইটেডের দাম হাকানো কোন কিছুই টলাতে পারছে না ডাচ এই ক্লাবটিকে, তাদের সাফ কথা অ্যান্টনিকে তারা বিক্রি করবেন না। তবে অ্যান্থনির এই সর্বশেষ সাক্ষাৎকার তাদের নিজ অবস্থান থেকে কতোটা টলাতে পারে সেটাই এখন দেখার বিষয় সেই সাথে ইউনাইটেড যদি টাকার পরিমাণটা বাড়িয়ে দেয় তবে তাঁরা কতক্ষণ না করে থাকতে পারবে?

তবে আয়াক্স কোচ আলফ্রেড শ্রউডার এখনো অ্যান্টনিকে দলে ধরে রাখার ব্যাপারে আশাবাদী, স্পার্টা রটারডামের সাথে দল জেতার পর তিনি এই ব্যাপারে কথা বলেন এবং তাকে দলে ভেড়াতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে খোঁচা দিতেও পিছপা হননি। তিনি বলেন ‘ব্যাপারটা কঠিন হলেও আমি আশাবাদী, সে আয়াক্সের খেলোয়াড় তাই তার ব্যাপারে অনেকেই আগ্রহী হবে এটা স্বাভাবিক। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলা একটা দল এবং আমার মনে হয় না ম্যানচেস্টার ইউনাইটেড এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলছে।’

রেড ডেভিলরা যদি তাদের বিডে অর্থের পরিমাণটা বাড়িয়ে দেয় তবে আয়াক্স আবারও না করে দেবে কিনা এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই ব্যাপারে আমি বলতে পারব না, ক্লাব এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে তবে আমি এইটুকু বলতে পারি যে আর্থিকভাবে আমরা বেশ শক্তিশালী। এখন সবাই খেলোয়াড়দের পিছনে যেভাবে টাকা ছড়াচ্ছে তা বিস্ময়কর। আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের গুরুত্বপূর্ণ ৫-৬ জন খেলোয়াড়কে বিক্রি করে দেওয়া হয়েছে তাই আর কোন খেলোয়াড়কে বিক্রি করার পক্ষপাতি আমি নই।’

বাজারের জোর গুজব চুক্তির সব ধারা মিলিয়ে প্রায় ৮৪ মিলিয়ন পাউন্ড খরচ করলে ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়াতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড। চুক্তিটি ঠিকঠাক সম্পন্ন হলে অ্যান্থনি হবেন ম্যানচেস্টার ইউনাইটেডর ইতিহাসের দ্বিতীয় দামি খেলোয়াড়। সবচেয়ে দামি খেলোয়াড়ের জায়গাটা ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে যোগ দেওয়া পল পগবার দখলে যিনি এই মৌসুমেই ক্লাবটি ছেড়ে জুভেন্টাসে পাড়ি দিয়েছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...