কিউই কন্ডিশনে এশিয়ার বাজিমাৎ

২০১৫ সালের পর এশিয়ার কোনো দলের মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ তিন দলীয় স্কোরই বাংলাদেশের দখলে। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় না পেলেও দলীয় সংগ্রহের দিক থেকে তালিকার সেরা তিনটি অবস্থানই ধরে রেখেছে বাংলাদেশ।

২০১৫ সালের পর এশিয়ার কোনো দলের মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ তিন দলীয় স্কোরই বাংলাদেশের দখলে। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় না পেলেও দলীয় সংগ্রহের দিক থেকে তালিকার সেরা তিনটি অবস্থানই ধরে রেখেছে বাংলাদেশ।

  • বাংলাদেশ – ৫৯৫/৮ (ডিক্লে) (ওয়েলিংটন)

২০১৭ সালে ওয়েলিংটনে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের দেড়শোতে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অবশ্য দ্বিতীয় ইনিংসের ভরাডুবিতে ওই ম্যাচে ৭ উইকেটে হারে সফরকারীরা। গেলো ৬ বছরে নিউজিল্যান্ডের মাটিতে এটিই সর্বোচ্চ দলীয় রান।

  • বাংলাদেশ – ৪৫৮ (মাউন্ট মঙ্গানুই)

চলতি বছর ২০২২ সালে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বে ওভালে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক ও লিটন দাসের ফিফটিতে ৪৫৮ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। এটি গেলো ৬ বছরে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নেয় সফরকারী বাংলাদেশ।

  • বাংলাদেশ – ৪২৯ (হ্যামিল্টন)

২০১৯ সালে হ্যামিল্টনে দুই টেস্টে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৭১৫ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ গুড়িয়ে যায় মাত্র ২৩৪ রানে। ফলোঅনে পড়ার পর পুনরায় ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪২৯ রান করে সফরকারীরা। তবে শেষ পর্যন্ত ইনিংস ও ৫২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তামিম-রিয়াদরা।

  • শ্রীলঙ্কা – ৩৫৬ (ওয়েলিংটন)

২০১৫ সালে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২২১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে বাকিদের ব্যাটিং ব্যর্থতার পরেও কুমার সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরি ও দীনেশ চান্দিমালের ফিফটিতে ৩৫৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। অবশ্য পালটা জবাবে নিউজিল্যান্ড ৫২৪ রান করলে মাত্র ১৯৬ রানেই গুড়িয়ে যায় সফরকারীরা। ১৯৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।

  • পাকিস্তান – ২৯৭ (ক্রাইস্টচার্চ)

গেলো বছর ২০২১ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৯৭ রান করে সফরকারী পাকিস্তান। জবাবে নিউজিল্যান্ড ৬৫৯ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৮৬ রানে গুড়িয়ে গেলে এক ইনিংস ও ১৭৬ রানের বিশাল জয় পায় ব্ল্যাকক্যাপসরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...