প্রথমবার শ্যুটিং গ্র্যাঁ প্রিতে বাংলাদেশ

প্রীতি ম্যাচ খেলতে গত জানুয়ারি মাসেই ইন্দোনেশিয়া যাবার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু দলের ৬ জন ফুটবলারের করোনা ভ্যাকসিন না নেওয়ার কারণে অনেকটা বাধ্য হয়ে সফর বাতিল করতে হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দল পাঠাতে ব্যর্থ হলেও শ্যুটিং স্পোর্টস ফেডারেশন ঠিকই দল পাঠাচ্ছে ইন্দোনেশিয়ায়।

প্রীতি ম্যাচ খেলতে গত জানুয়ারি মাসেই ইন্দোনেশিয়া যাবার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু দলের ৬ জন ফুটবলারের করোনা ভ্যাকসিন না নেওয়ার কারণে অনেকটা বাধ্য হয়ে সফর বাতিল করতে হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দল পাঠাতে ব্যর্থ হলেও শ্যুটিং স্পোর্টস ফেডারেশন ঠিকই দল পাঠাচ্ছে ইন্দোনেশিয়ায়।

করোনা টিকা নেওয়ার সকল শর্ত পূরণ করে তবেই দল পাঠাচ্ছে শ্যুটিং ফেডারেশন। প্রথমবারের মতো আগামী ৮-১৩ ফেব্রুয়ারি শুটিং গ্র্যাঁ প্রিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। চুড়ান্ত দলে থাকা ১২ জনের সবারই দুই ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া হয়েছে। পাশাপাশি ৪ জন কোচ ও ৩ জন কর্মকর্তাও এই শর্ত পূরণ করেছেন।

দেশসেরা শুটার আবদুল্লাহ হেল বাকি বিয়ে করার কারণে এবার বাছাই প্রতিযোগিতায় অংশ নেননি। সে কারণে তাকে চুড়ান্ত দলেও রাখা হয়নি। পুরুষ দলে মোহাম্মদ ইউসুফ আলী, রাব্বি হাসান মুন্না, শোভন চৌধুরীর পাশাপাশি নারীদের দলে সৈয়দা আতকিয়া হাসান দিশা, নাফিসা তাবাসসুম ও সাজিয়া হক রয়েছেন। এবার কোচ হিসেবে প্রথমবারের মতো যুক্ত হয়ে দলের সঙ্গে যাচ্ছেন শারমিন আক্তার রত্না।

এদিকে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে ব্যস্ত থাকলেও জাতীয় এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ স্থগিত করেছে ফেডারেশন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গেল ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার। রাইফেল কোচ হিসেবে ইরানের মোহাম্মদ জায়ের রেজাইকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে ২০২৪ সালের অলিম্পিক গেমস পর্যন্ত তার সাথে চুক্তি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সেনাইয়ান অনুষ্ঠিত হবে আইএসএসএফ গ্র্যাঁ প্রি রাইফেল ও পিস্তল শ্যুটিং প্রতিযোগিতা। এছাড়া মনিকা আহমেদ, শাকিল আহমেদ, আবদুর রাজ্জাক, পিয়াস হোসেন, আনজিলা আমজাদ, তুরিন দেওয়ান ও নিলুফা ইয়াসমিন অংশ নেবেন। প্রতিযোগিতা শুরুর একদিন আগে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দল রওয়ানা হবে। ইন্দোনেশিয়ান শুটিং ফেডারেশনের আমন্ত্রণে এই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

দেশসেরা শুটার হিসেবে এই আসরে খেলার সুযোগ পাচ্ছেন না আব্দুল্লাহ হেল বাকি। নতুন ইরানী কোচ হিসেবে জায়ের রেজাইয়ের জন্য তাই কিছুটা হলেও হতাশার খবর এটি। রাইফেল ও পিস্তল মিলে মোট ১২ জন শ্যুটার টোকিও অলিম্পিক গেমসের পর প্রথম আন্তর্জাতিক আসরে খেলার অপেক্ষা এখন। তবে কিছুদিন পূর্বে বিয়ের পিঁড়িতে বসা বাকি’র সেই দলের সঙ্গী হওয়া হচ্ছে না। মূলত এই টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হওয়া বাছাইয়ে অংশ নেননি তিনি।

শুভ কাজ করার জন্য সে সময়টাতেই ছুটিতে ছিলেন দুটি কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জেতা এই শ্যুটার। যদিও সপ্তাহখানেক ছুটি কাটিয়ে তিনি আবার ক্যাম্পে ফিরেছেন। নতুন কোচ হিসেবে শুটারদের নিয়ে কাজ শুরু করার পরই রাইফেলের নানা ত্রুটি, সংকট আর ভালো মানের জ্যাকেটের অভাবগুলো সামনে নিয়ে এসেছেন। ফেডারেশন তাঁকে অতি অল্প সময়ের মধ্যে এসকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।

এবারের দলটিতে চমক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইউসুফ আলী। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেই প্রথম আলোচনায় আসা এই শুটার এরই মধ্যে স্কোরের দারুণ উন্নতি করেছেন। জায়ের রেজাই প্রথমবার সুযোগ পেয়েই ইউসুফকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য তৈরি করে নিয়েছেন। মেয়েদের ইভেন্টে সর্বশেষ যুব শুটিংয়ে স্বর্ন জেতা সাজেদা আক্তার। কোচ হিসেবেও তাকে নিয়ে তাই স্বপ্নটা বাড়ছে বাংলাদেশের।

আব্দুল্লাহ হেল বাকি আন্তর্জাতিক ৪র্থ ইসলামিক সলিডারিটি গেমস ও ১১তম সাউথ এশিয়ান গেমসে ২টি স্বর্ণ পদকসহ ১১টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ পদক জিতেছেন। জাতীয় বিভিন্ন প্রতিযোগিতায় ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জয় করেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ’বি’ স্পোর্টস ডিগ্রি লাভ করেন। ২০১৬ সালে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরি জীবন শুরু করেন। চাকরির পাশাপাশি সমানতালে চালিয়ে যান শ্যুটিং। ২০০৮ সাল থেকে ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে প্রতিযোগিতায় নিয়মিতভাবে অংশ নিচ্ছেন।

২০২০ সাল পর্যন্ত দীর্ঘ সময়ে জাতীয় পর্যায়ে ১৫টি প্রতিযোগিতার ২৩টি ইভেন্টে অংশগ্রহণ করেন। যার মধ্যে ৪টিতে প্রথম এবং একটিতে দ্বিতীয় স্থান লাভ করার পাশাপাশি নয়টি স্বর্ণ, সাতটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক। একই সঙ্গে আর্ন্তজাতিক বিভিন্ন পর্যায়ে ১৩ টি আসরে ২০ টি ইভেন্টে অংশগ্রহণ করে দুটি স্বর্ণ, ১১ টি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক জয় করেন। ২০১৬ সালে প্রথমবার ব্রাজিলের রিও অলিম্পিক গেমসে বাংলাদেশ দলের হয়ে অংশগ্রহণ করেন বাকি।

  • বাংলাদেশ দল: রাব্বি হাসান মুন্না, মোহাম্মদ ইউসুফ আলী, শোভন চৌধুরী, সৈয়দা আতকিয়া দিশা, মনিকা আহমেদ, নাফিসা তাবাসসুম, শাকিল আহমেদ, আবদুর রাজ্জাক, পিয়াস হোসেন, আনজিলা আমজাদ, তুরিন দেওয়ান ও নিলুফা ইয়াসমিন।
  • কোচ: কিম ইল ইয়োং, জায়ের রেজাই, গোলাম শফিউদ্দিন খান ও শারমিন আক্তার রত্না।
  • কর্মকর্তা: মোহাম্মদ আলী সোহেল ও লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...