ছক্কাশূন্য টি-টোয়েন্টি জীবন

এই ফরম্যাটটিকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে দ্রুত রান তোলার জন্য ব্যাটসম্যানদের নানারকম সব শট। ছয়ের এই খেলায় এমন পরিচিত কয়েকজন ক্রিকেটার আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে কখনো ছয় মারেননি।

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হলো টি-টোয়েন্টি ক্রিকেট। ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ব্যাটসম্যানদের চার-ছক্কার জোয়ারে ভেসে যেতে চায় কোটি ক্রিকেটেপ্রেমী। এছাড়া দ্রুত টি-টোয়েন্টি খেলাটি শেষ হয়ে যাওয়ায় মানুষের আগ্রহও বেশি।

তবে এই ফরম্যাটটিকে সবচেয়ে আকর্ষনীয় করে তুলেছে দ্রুত রান তোলার জন্য ব্যাটসম্যানদের নানারকম সব শট। ছয়ের এই খেলায় এমন পরিচিত কয়েকজন ক্রিকেটার আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে কখনো ছয় মারেননি।

  • আম্বাতি রাইডু (ভারত)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশ সফল ব্যাটসম্যান আম্বাতি রাইডু। তবে ভারতের হয়ে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি এই ব্যাটসম্যান। ভারতের হয়ে ৬ টি টি-টোয়েন্টি ম্যাচে ৫ ইনিংসে ব্যাট করেছেন রাইডু। সবমিলিইয়ে তাঁর রান সংখ্যা ৪২। তবে এরমধ্যে একটিও ছয় মারেননি তিনি।

  • অ্যান্ড্রু স্ট্রাউস (ইংল্যান্ড)

তাঁর সময়ে ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র ৪ টি। সেখানে ১৮.২৫ গড়ে তিনি করেছেন ৭৩ রান। তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি ৯ টি চার মেরেছেন তবে একটি ছয় মারেননি এই ব্যাটসম্যান।

  • মাইকেল ভন (ইংল্যান্ড)

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কেরও টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো ছয় নেই। দেশটির হয়ে মাত্র দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান। দুই ম্যাচে ২৬ রান করলেও একবারো বল সীমানের ওপারে ফেলতে পারেননি।

  • ইমাম উল হক (পাকিস্তান)

পাকিস্তানের এই ব্যাটসম্যান দেশটির হয়ে নিয়মিত ওয়ানডে ক্রিকেট খেলেন। ৪৩ ওয়ানডে ম্যাচে ১৬ টি ছয় মেরেছেন এই ক্রিকেটার। তবে বাঁহাতি এই ব্যাটসম্যান দেশটির হয়ে মাত্র ২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সেখানে দুইটি চার থাকলেও একটিও ছয় নেই।

  • স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন ফ্লেমিং। দেশটির হয়ে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি। ৫ ম্যাচে তিনি করেছিলেন ১১০ রান। সেখানে ২০ টি চার থাকলেও নেই কোনো ছয়ের মার।

  • মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা)

মারভান আতাপাত্তু শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে দেশটির হয়ে বড় বড় কিছু ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার হয়ে ৯০ টি টেস্ট ও ২৬৮ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই তিনি। তবে টি-টোয়েন্টি খেলেছিলেন মাত্র একটি। সেখানেও তাঁর ঝুলিতে কোনো ছয় নেই।

  • ড্যানিয়াল ক্রিশ্চিয়ান (অস্ট্রেলিয়া)

এই তালিকায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়ালকে দেখাটা বেশ অবাকই করে। সিডনির এই ক্রিকেটার মূলত ফিনিশার হিসেবে খেললেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ছয়ের দেখা পাননি তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ইতোমধ্যেই খেলে ফেলেছেন ১৬ টি টি-টোয়েন্টি ম্যাচ। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর রান মাত্র ২৭।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...