কেমন হবে যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হয় মেলবোর্ন স্টারসের কিংবা পেশওয়ার জালমির বিপক্ষে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্স – ভেবেই নিশ্চয়ই রোমাঞ্চিত হচ্ছেন আপনি। ভিন্ন ভিন্ন দেশের সেরা ফ্রাঞ্চাইজিগুলো একে অপরের সঙ্গে ক্রিকেটীয় দ্বৈরথে মেতে উঠবে এমন স্বপ্ন অবশ্য বাস্তব হওয়ার কাছে চলে এসেছে; ইতোমধ্যে এই ব্যাপারে আলোচনায় বসেছে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
অবশ্য বছর দশেক আগে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ছিল, যেখানে কয়েকটি দেশের ফ্রাঞ্চাইজি অংশ নিতো। এক দশক পরে সেই টুর্নামেন্টকে আবার পুনর্জীবিত করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
তবে অনন্যধর্মী এই লিগ আবারও শুরু করার কথা প্রথম ক্রিকেট ভিক্টোরিয়ার সিইও নিক কামিন্সের মাথায় এসেছিল। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি সময়ের আগে শুরু হয়েছিল, সে সময় টি-টোয়েন্টি জনপ্রিয় ছিল না। কিন্তু এখন এটি আয়োজন করার আদর্শ সময়। আমার জানা মতে, এই নিয়ে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড গুরুত্বপূর্ণ আলোচনা করেছে।’
খুব সম্ভবত নারীদের ক্রিকেট দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ ফিরবে। উইমেন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল), দ্য হান্ড্রেড এবং উইমেন্স বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলা দলগুলোকে ঘিরে আপাতত পরিকল্পনা সাজানো হয়েছে। যদিও ফাঁকা সূচি পাওয়া এখন আয়োজকদের জন্য মূল চ্যালেঞ্জ; এই চ্যালেঞ্জ উতরে যেতে পারলেই দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হবে বিশ্ব ক্রিকেটাঙ্গন।
বিশেষ করে তরুণ ও কিশোর ক্রিকেটপ্রেমীদের জন্য উপভোগ্য একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। এর আগে ২০১৪ সালে সবশেষ এটি মাঠে গড়িয়েছিল, সেবার শিরোপা গিয়েছিল চেন্নাই সুপার কিংসের ঘরে।
রাত জেগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দেখে এমন মানুষ ভারতীয় উপমহাদেশের ঘরে ঘরে পাওয়া যাবে না। এক দেশের ক্লাবের সঙ্গে আরেক দেশের ক্লাবের দ্বন্দ্ব তাঁদের বিমোহিত করে রেখেছে দিনের পর দিন। তাই তো ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটভক্তদের কাছে আরাধ্য বস্তু হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, আরাধ্য বস্তু হাতের মুঠোয় পেতে কতটা সময় অপেক্ষা করতে হয়।