ব্যাটিং কিংবা বোলিং – কোনো বিভাগেই বাংলাদেশের সামনে দাঁড়াতে পারল না যুক্তরাষ্ট্রের মেয়েরা। জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৭০ রানের বিরাট ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই নিয়ে এই আসরে টানা দ্বিতীয় ম্যাচ জিতল নিগার সুলতানা জ্যোতির দল।
ম্যাচের আলেচিত মুখ শারমিন আক্তার সুপ্তা। ওয়ানডে ফরম্যাটে প্রথম বাংলাদেশি নারী হিসেবে সেঞ্চুরিয়ান হতে পারতেন ডান হাতি এই ব্যাটার। পারেননি আইসিসির নীতিমালার কারণে। ম্যাচটা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, পেয়েছে লিস্ট ‘এ’ স্বীকৃতি। চলমান এই টুর্নামেন্টের কোনো ম্যাচেরই আন্তর্জাতিক স্বীকৃতি নেই।
আমেরিকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মারকুটে ছিল সুপ্তার ব্যাট। নিজের ক্যারিয়ারের ২৬ তম ম্যাচ খেলতে নেমে ১১৮ তম ডেলিভারিতে নয়টি চারের সৌজন্যে সেঞ্চুরি করেন ডান হাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত ১১ টি চারের সৌজন্যে ১৪১ বলে খেলে ১৩০ রান করে অপরাজিত থাকেন তিনি।
তাঁর এই দানবীয় ইনিংসের সুবাদে তিনশ’র ওপর রান তুলল বাংলাদেশের মেয়েরা। ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২২ রান করে তাঁরা। ফারজানা হক ৬২ বলে ৬৭ ও মুরশিদা খাতুন ৫৬ বলে ৪৭ রান করেন।
জবাব দিতে নেমে মাত্র ৫২ রানে অলআউট হয় আমেরিকান মেয়েরা। দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র দু’জন। তাঁরা হলেন অধিনায়ক সিন্ধু শ্রীহাসা ও টারা নোরিস। দু’জনে যথাক্রমে ১৫ ও ১৬ রান করেন। বাকি আট জন ব্যাটসম্যান মিলে যোগ করেন ১৮ রান। অতিরিক্ত খাত থেকে আসে তিন রান।
ব্যাটিংয়ের পর বল হাতেও সফল একটা দিন কাটায় মেয়েরা। দু’টি করে উইকেট নেন সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। মাত্র ৩০ ওভার তিন বল খেলেই থেমে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড নারী দল। থাই মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারালেও দ্বিতীয় ম্যাচে হেরেছে পাকিস্তানের বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ হল জিম্বাবুয়ে। এই জিম্বাবুয়েকে ক’দিন আগেই তাঁদের মাঠে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা। হারারেতে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর, সোমবার। দু’টো গ্রুপ থেকে তিনটি করে শীর্ষ দল নিয়ে আয়োজিত হবে সুপার সিক্স। টানা দুই জয়ে বাংলাদেশের সুপার সিক্সে ওঠা এখন অনেকটাই চূড়ান্ত। বিশ্বকাপের এই বাছাইপর্বের আসরের পর্দা উঠবে আগামী পাঁচ ডিসেম্বর।