পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দশ উইকেটের বড় ব্যবধানে হারে ভারত। তবে আলোচনার কেন্দ্রে ঋষাভ পান্তের হাসান আলীর পর পর দুই বলে এক হাতে ছক্কা হাকানো! পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারার ম্যাচে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন পান্ত। আর সেই ইনিংস খেলার পর পেসার হাসান আলীর এক ওভারে পর পর দুই বলেই এক হাতে ছক্কা হাঁকান তিনি।
এক হাতে ছক্কা হাঁকানো নিয়ে পান্ত বলেন, ‘আমি মনে করি আমি নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছিলাম যখন আমি দুই ছক্কা মারি। এটা হয়ে যায় যখন আমি পিচে বল ঠিকভাবে আয়ত্তে পাইনা। আমি মনে করি এই শটটা সামনে অনেকেই খেলা শুরু করবে।’
ঋষাভ পান্তের এক হাতেই সহজে ছক্কা মারার কারণও নিশ্চয়ই আছে। আর সেটাই বিশ্লেষণ করেন তাঁর সাথে দীর্ঘদিন ধরে কাজ করা দেবেন্দ্র শর্মা।
- শক্তিশালী বাহু
সাবেক দিল্লীর উইকেটরক্ষক দেবেন্দ্র শর্মা যিনি সনেট ক্লাবে কোচ তারক সিনহা সহ ঋষভের সাথে অনেকদিন কাজ করেছেন। তিনি জানান এই শট মারার আত্মবিশ্বাস ঋষাভ পান্ত পান তার শক্তিশালী বাহুর কারণে।
দেবেন্দ্র বলেন, ‘ও সবসময়ই যথেষ্ট শক্তিশালী ছিল। ১২ বছর বয়সেই সে অনেক শক্তিশালী ছিল। তাই তাঁর জন্য বল বাউন্ডারির বাইরে পাঠানোটা বেশ সহজ হয় অন্যদের তুলনায়।’
এই শট এতোটাই সুনিপুণ যে দেখলেই মনে হবে সে এটা ছোটবেলা থেকেই খেলছে। কিন্তু দেবেন্দ্র জানান সে কখনোই বয়সভিত্তিক দলে এমন শট খেলেনি।
- টপ হ্যান্ডে খেলা
টপ হ্যান্ডে ব্যাট নিয়ন্ত্রণ করতে পারলে শট খেলাটা খুব সহজ হয়ে যায়। ঋষভ পান্তের ব্যাটিং পাওয়ারটা টপ হ্যান্ড থেকে আসায় এক হাতে শট খেলাটাও বেশ সহজ হয়ে যায় বলে মনে করেন দেবেন্দ্র।
দেবেন্দ্র বলেন, ‘ঋষাভ টপ হ্যান্ডেড ব্যাটার। যদিও তাঁর ব্যাটিং দেখলে মনে হয় সে বটম হ্যান্ডেড প্লেয়ার কিন্তু আসরে টপ হ্যান্ড থেকেই তাঁর পাওয়ারটা আসে। এজন্যই তাঁর শট গুলো একদম সলিড। এবং সে যদি ভালো ফর্মে থাকে তাহলে টপ হ্যান্ডের শক্তি তাকে সাহায্য করে বল জোরে মারতে।’
- দৃঢ় ডিফেন্সিভ টেকনিক
একটা মিথ আছে যে অ্যাটাকিং ব্যাটাররা ডিফেন্সিভ ট্যাকনিকের দূর্বলতায় ভোগে। দেবেন্দ্র মনে করেন, ‘আপনার টেকনিক অবশ্যই ভালো হতে হবে লম্বা সময় ব্যাট করা এবং ছক্কা হাঁকানোর জন্য। ঋষাভ পান্ত যখন প্রথম সনেটে এসেছিলো, তাঁর মধ্যে ন্যাচারালি বল হিট করার প্রতিভাটা ছিলো। সে প্রায় সব বলই মারতে পারতো। এরপর আমরা তাকে বোঝলাম যে ডিফেন্সিভ টেকনিক তোমাকে লম্বা সময় ব্যাট করতে সাহায্য করবে। এরপর সে এটার উপর অনেকতাই মনযোগ দেয়। বলের লাইনে খেলাটা খুব জরুরি, বিশেষকরে ওই এক হাতে ছক্কার জন্য। বলের লাইন লেন্থও বুঝতে হবে এবং স্টাম্প গার্ড রেখেই সোজা ব্যাটে খেলতে হবে।’
- চাপমুক্ত ও ব্যাটে স্যুইং
দেবেন্দ্রর মতে ঋষাভ এক হাতে সেই শট কখনোই খেলতে পারতো না যদি সে চাপের মধ্যে থাকতো। সে চিন্তামুক্ত ছিলো বিধায় ব্যাট স্যুইংটা ঠিকভাবে হয়েছে।
দেবেন্দ্রর ভাষায়, ‘কয়েক বছর আগেও সে যখন স্ট্রাগল করছিলো আমরা তাকে বলেছিলাম যে বল জোরে এবং দূরে মারতে পারলে দেখবে ব্যাট স্যুইং হবে ঠিকঠাক। গত বছর তার খেলায় ব্যাট স্যুইং এবং ব্যাকলিফট ঠিকঠাক দেখেছি। এক হাতে ছক্কা মারতে হলেও আপনাকে সঠিক ব্যাক লিফট ও ব্যাট স্যুইং প্রয়োজন।’