বেলজিয়াম-মাল্টা ও ভুতুড়ে এক টি-টোয়েন্টি

একবার ভাবুন তো, কোন দল প্রথমে ব্যাট করতে নেমে অলআউট হয়ে একটা লক্ষ্য ছুড়ে দেওয়ার পর বিপক্ষে দল রান তাড়া করতে নেমে অলআউট হয়ে গিয়েও জয় পেল। আরো সহজ ভাবে বললে কোন ম্যাচে দুই দলই অলআউট হয়েছে, কিন্তু জয় পেয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল। এটা কি কোন ভাবে সম্ভব?

ক্রিকেটেকে বল হয় গৌরবময় অনিশ্চিয়তার খেলা। ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছু ঘটে বলেই ক্রিকেট এতো সুন্দর। ক্রিকেটের অনেক ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখলে চমকে উঠবে যে কেউই। এর ভিতর কিছু ম্যাচে এমনই ব্যাতিক্রমী ঘটনা ঘটেছে যা কল্পনাকেও হার মানায়। এমনই একটা ম্যাচের গল্প হয়তো অনেকেরই অজানা। সেই ম্যাচ নিয়েই আজকের আয়োজন।

ধরুন, একটা ম্যাচে কোন দল প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট কিছু রান করে অলআউট হয়ে গেল। রান তাড়া করতে নেমে বিপক্ষ দলও লক্ষ্যে পৌছার আগেই অলআউট হয়ে ম্যাচ হেরে গেলো। ভাবছেন এটা আবার বলার কি আছে। এরকম ঘটনা তো ক্রিকেটে নিয়মিতই ঘটে। হ্যা, এমন ঘটনা নিয়মিতই ঘটে।

কিন্তু একবার ভাবুন তো, কোন দল প্রথমে ব্যাট করতে নেমে অলআউট হয়ে একটা লক্ষ্য ছুড়ে দেওয়ার পর বিপক্ষে দল রান তাড়া করতে নেমে অলআউট হয়ে গিয়েও জয় পেল। আরো সহজ ভাবে বললে কোন ম্যাচে দুই দলই অলআউট হয়েছে, কিন্তু জয় পেয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল। এটা কি কোন ভাবে সম্ভব?

মাল্টা দল

হ্যা, সম্ভব – ক্রিকেটে এমন ঘটনাও ঘটেছে। এখন প্রশ্ন আসতে পারে কি ভাবে এটা সম্ভব হলো? রান তাড়া করতে নেমে যদি বিপক্ষ দলও অলআউট হয়ে জয় পায় তবে জয়ের ব্যবধানটাই বা কি হবে? বা অলআউট হয়ে জয়টাই পেলো বা কেমনে?

সব প্রশ্নের উত্তর পেতে ফিরে যেতে হবে মাত্র এক মাস পিছনে। ঘটনাটা ঘটেছে চলতি বছরের জুলাই মাসের দশ তারিখে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল আইসিসির দুই সহযোগী সদস্য বেলজিয়াম ও মাল্টা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বেলজিয়াম ১৯.৩ ওভারে ১২৮ রান করে অলআউট হয়ে যায়।

১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাল্টাও ইনিংসের চার বল বাকি থাকতে ১২৫ রানে অলআউট হয়ে যায়। বেলজিয়াম যখন ৪ রানের জয় উৎযাপনের প্রস্তুতি নিচ্ছে তখনই ঘটে অবিশ্বাস্য এই ঘটনাটি। বেলজিয়ামের এক ক্রিকেটার ম্যাচ আনুষ্ঠানিক ভাবে শেষ হওয়ার আগেই অসৌজন্যমূলক আচারণ করে বসে। যা আইসিসির কোড অব কন্ট্রাক্টের বিরোধী।

বেলজিয়াম দল, সেই ম্যাচ হারলেও পাঁচ ম্যাচের সিরিজে তাঁরাই বিজয়ী হয়।

যে আচারণের শাস্তি স্বরূপ মাল্টাকে অতিরিক্ত রান হিসাবে ৫ রান পেলান্টি দেয় মাঠের দুই আম্পায়ার। পেলান্টিতে অতিরিক্ত ৫ রান পেয়ে ১২৫ রানে অলআউট হওয়া মাল্টার রান হয়ে যায় ১৩০। যার ফলে সিরিজের চতুর্থ ম্যাচে পেলান্টিতে জয় লাভ করে মাল্টা। প্রতিপক্ষকে দ্বিতীয় ইনিংসে অলআউট করেও হেরে যায় বেলজিয়াম।

  • সেই ম্যাচের সংক্ষিপ্ত স্কোরবোর্ড

বেলজিয়াম: ১২৮/১০ (ওভার: ১৯.৩; মিথা- ৪০, ট্যারাকেল- ১২, উসমানি- ১, বুরহান- ১, বাট- ৫, সিরাজ- ১৪, সাকলাইন- ১, খালেদী- ৩১*) (বিলাল- ৪-০-২৩-২, আব্বাস- ৪-০-২৩-৪, ভরুণ- ৩.৩-০-২২-২, আশোক- ৩-০-২২-১)

মাল্টা: ১৩০/১০ (ওভার: ১৯.২; জিসান- ৪, সামিইল- ৩৪, বিকরাম- ১৬, নিরাজ- ২৪, শার্মা- ১১, বিলাল- ১৯, হেনরিচ- ৫, আব্বাস- ১, আশোক- ১) (সৈয়দ- ৪-০-২১-৩, মিথা- ৩-০-২২-২, জ্যাকহিল- ৩.২-০-২০-২, সিরাজ- ৩-০-১৫-১, বুরহান- ২-০-১৪-১)

ফলাফল: মাল্টা পেনাল্টি রানে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...