করোনার ধাক্কা সামলে আবারও ঘুরে দাড়াতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল। এবারও নাম থাকছে বঙ্গবন্ধু বিপিএল। টি-টোয়েন্টি এই আসরের অষ্টম আসরের আদ্যোপান্ত জানা গেল এবার। নাম এক থাকলেও নিয়ম কানুনে কিছু পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার বিপিএলে আগের মত চার জন করে বিদেশি মাঠে নামানোর অনুমতি থাকছে না। এবার দলগুলো সাত জন করে বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে। এর ভেতর থেকে সর্বোচ্চ তিন জনকে একাদশে রাখতে পারবে তারা।
আজ এই তথ্য নিশ্চিত করে বিসিবির প্রধাণ নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে। সময়ের প্রয়োজনেই এটা করা হয়েছে। এবার দলগুলো সাত জন করে বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে। আর মাঠে সর্বোচ্চ তিন জনকে নামাতে পারবে।’
বিসিবির তথ্য মতে আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। ইতিমধ্যে বিপিএলের নতুন ৬টি দলের জন্য আগ্রহপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি।
এবারও বিপিএল হবে সাত দলের। এর মধ্যে আগের একটি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। ফলে সাতটি নতুন দল নেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আরও তিনটি দলের কাছ থেকে মৌখিক সাড়া পেয়েছে বিসিবি। ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, ঢাকা ডায়নামাইটস; এই চারটি দল একরকম নিশ্চিত বলা যায়।
দলগুলোর জন্য সর্বোচ্চ খরচের একটা সীমা বেঁধে দিয়েছে বিসিবি। এবার দলগুলো সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা খরচ করতে পারবে। বাড়ানো হয়েছে ফ্রাঞ্চাইজি ফিও।
এবার বিপিএলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভালো বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে। কারণ, এই একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ। সে ক্ষেত্রে পাকিস্তান ও শ্রীলঙ্কার যে খেলোয়াড়রা বিপিএলে বিদেশি কোটা পূরণ করতেন, তাদেরকে পাওয়া মুশকিল হবে।
এটা জেনেবুঝেই বিপিএলকে নির্ধারিত সময়ে আয়োজন করতে চায় বিসিবি। তাদের একটা লক্ষ্য হলো বিপিএলটা প্রতি বছর একই সময় আয়োজন করে যাওয়া।