বিপর্যয়ের পরও দিনটা ভারতের

কানপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ ভালো অবস্থানেই আছে স্বাগতিক ভারত। বিপর্যয় কাটিয়ে শ্রেয়াস আইয়ার ও জাদেজার জোড়া ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম দিনশেষে স্বাগিতকদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান।

কানপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ ভালো অবস্থানেই আছে স্বাগতিক ভারত। বিপর্যয় কাটিয়ে শ্রেয়াস আইয়ার ও জাদেজার জোড়া ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম দিনশেষে স্বাগিতকদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক আজিঙ্কা রাহানে। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিটা অবশ্য খুব বেশি দীর্ঘায়িত হয়নি। দলীয় ২১ রানেই কাইল জেমিসনের বলে ফিরেন মায়াঙ্ক আগারওয়াল। ব্যক্তিগত ১৩ রানে ফিরেন তিনি। শুরুর ধাক্কা সামাল দেন শুভমান গিল ও চেতেশ্বর পুজারা।

দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে গড়েন ৬১ রান। একপ্রান্তে অসাধারণ ব্যাট করে গিল তুলে নেন ব্যক্তিগত ফিফটি। এরপর দলীয় ৮২ রানে জেমিসনের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫২ রানে আউট হন গিল। এরপর খুব বেশি সময় থিতু হতে পারেননি পুজারাও। দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ২৬ রানে টিম সাউদির শিকার হয়ে আউট হজ পুজারা।

১০৬ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে স্বাগতিকরা। অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গী হন অভিষিক্ত শ্রেয়াস আইয়ার। চতুর্থ উইকেটে দু’জনে ৩৯ রান যোগ করতেই জেমিসনের তৃতীয় শিকার হয়ে কাটা পড়েন রাহানে। বোল্ড হয়ে ফেরার আগে ব্যক্তিগত ৩৫ রান করেন ভারতীয় এই অধিনায়ক। ১৪৫ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম দিনেই ব্যাকফুটে ভারত।

চা-বিরতি পর্যন্ত বাকি সময়টা বিপদ ছাড়াই পার করে আইয়ার ও রবীন্দ্র জাদেজা। ১৫৪ রানে ৪ উইকেট নিয়ে চা-বিরতির পর ব্যাটিংয়ে নামে ভারত। একপ্রান্তে অভিষিক্ত আইয়ারের দৃঢ়তা আর জাদেজার যোগ্য সমর্থনে বিপর্যয় কাটিয়ে এগোতে থাকে ভারত। একপ্রান্তে অসাধারণ ব্যাটিংয়ে অভিষেকেই হাফ সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস আইয়ার।

সেই সাথে দুই ব্যাটার গড়েন ১১৩ রানের অপরাজিত জুটি। এরপর দু’জনের অনবদ্য ব্যাটিংয়ে দিনের বাকিটা পথ ভারত পাড়ি দেয় কোনো বিপদ ছাড়াই। একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে দিনের শেষভাগে জাদেজাও দেখা পান ফিফটির। আইয়ার ও জাদেজার ব্যাটিং নৈপুণ্যে প্রথম টেস্টের প্রথম দিনশেষে ৪ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে ভারত।

শ্রেয়াস আইয়ার ৭৫ ও জাদেজা অপরাজিত আছেন ৫০ রানে। পঞ্চম উইকেটে দু’জনে মিলে করেছেন ১১৩ রান! নিউজিল্যান্ডের পক্ষে  সফল ছিলেন পেসাররা। কাইল জেমিসন তিনটি ও টিম সাউদি শিকার করেছেন এক উইকেট।

  • সংক্ষিপ্ত স্কোর

টস: ভারত

ভারত – ২৫৮/৪ (৮৪ ওভার); আইয়ার ৭৫* (১৩৬) , জাদেজা ৫০* (১০০), গিল ৫২ (৯৩); জেমিসন ১৫.২-৬-৪৭-৩, সাউদি ১৬.৪-৩-৪৩-১।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...