হঠাৎ টেস্ট স্কোয়াডে দুই পেসার!

টেস্ট শুরু হতে আর অর্ধেক দিনও বাকি নেই। এর মধ্যেই বাংলাদেশ দলের স্কোয়াডে দুই পেসারকে যোগ করা হল। তাঁরা হলেন খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম। এর মধ্যে খালেদ আহমেদ আগে টেস্ট খেললেও শহীদুল খেলেননি। শহিদুলের মাত্রই টি-টোয়েন্টি অভিষেকে, পাকিস্তানের বিপক্ষেই সর্বশেষ টি-টোয়েন্টিতে দলে ছিলেন তিনি।

টেস্ট শুরু হতে আর অর্ধেক দিনও বাকি নেই। এর মধ্যেই বাংলাদেশ দলের স্কোয়াডে দুই পেসারকে যোগ করা হল। তাঁরা হলেন খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম। এর মধ্যে খালেদ আহমেদ আগে টেস্ট খেললেও শহীদুল খেলেননি। শহিদুলের মাত্রই টি-টোয়েন্টি অভিষেকে, পাকিস্তানের বিপক্ষেই সর্বশেষ টি-টোয়েন্টিতে দলে ছিলেন তিনি।

যদিও, দু’জনই দলের সাথে চট্টগ্রামেই আছেন। নিয়মিত অনুশীলনেও ছিলেন। কিন্তু, হঠাৎ করে আনুষ্ঠানিক ভাবে তাঁদের দলে রাখা কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, দলের কিছু ইনজুরি জনিত ‍দুশ্চিন্তাতেই ‘ব্যাক-আপ’ হিসেবে এই দু’জনকে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের পেসারদের নিয়ে কিছু ইনজুরি জনিত দুশ্চিন্তা আছে। তাসকিন (আহমেদ) ও শরিফুল (ইসলাম) ইনজুরির কারণে টেস্ট দলেই নেই। তাই এটা কাটাতে দু’জন পেসারকে ডাকা হয়েছে। খালেদ (আহমেদ) ও শহিদুল (ইসলাম) – দু’জনই ফিট ও খেলতে প্রস্তুত।’

এদিকে, পাকিস্তান প্রথম দিন ১২ সদস্যের দল ঘোষণা করেছে। খেলবেন না তরুণ পেসার নাসিম শাহ। গেল ফেব্রুয়ারিতে এই নাসিম শাহই রাওয়ালপিন্ডি টেস্টে হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। এরপরও পেস বোলিং বিভাগ অবশ্য তারপরও মজবুত পাকিস্তানের। আছেন শাহীন শাহ আফ্রিদি কিংবা হাসান আলীরা। সাথে আছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফও।

প্রথম টেস্টে দেখা যাবে না ২০ সদস্যের টেস্ট দলে থাকা বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, কামরান ‍গুলাম, সউদ শাকিল ও জাহিদ মাহমুদ। আরো বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তিনি মূলত ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবেই দলে ছিলেন।

কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ম্যাচ শুরু হবে সকাল দশটায়। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে চার ডিসেম্বর থেকে। অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

  • চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ হোসেন ও শহিদুল ইসলাম।
  • চট্টগ্রাম টেস্টে ১২ সদস্যের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...