Social Media

Light
Dark

ইমার্জিং দলের দায়িত্বে চম্পকা

কিছু দিন আগেই বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন টবি র‍্যাডফোর্ড। দায়িত্ব নিলেও অসুস্থতার জন্য প্রথম সিরিজে বাংলাদেশে আসতে পারছেন না তিনি। তাঁর পরিবর্তে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে কোচের দায়িত্ব পালন করবেন চম্পাকা রমানায়েকে।

ads

গত বছরের অক্টোবরে সাইমন হেলমটের স্থলাভিষিক্ত হন র‍্যাডফোর্ড। কিন্তু করোনার কারণে এই সময় এইচপি, এ দল ও ইমার্জিং দলের কোন  আন্তর্জাতিক ম্যাচ ছিল না। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে যাত্রা শুরু হওয়ার কথা ছিলো তাঁর। কিন্তু প্রথম পরীক্ষাতেই বাঁধার মুখে পড়তে হলো র‍্যাডফোর্ডকে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এইচপি দলের ব্যবস্থাপক জামাল বাবু জানিয়েছেন সিরিজ চলাকালীন আসবেন না র‍্যাডফোর্ড। তাঁর পরিবর্তে দায়িত্ব পালন করতে দলের সাথে যোগ দিয়েছেন চম্পাকা রমানায়েকে।

ads

তিনি বলেন, ‘টবি অসুস্থ আছেন এবং আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলাকালীন তিনি বাংলাদেশে আসতে পারবেন না। চম্পাকা রমানায়েকে ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন এবং এই সিরিজে টবির পরিবর্তে তিনিই দায়িত্ব পালন করবেন।’

চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশের এসে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। এরপর ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র চারদিনের ম্যাচ।

একই মাঠে ৫, ৭ ও ৯ মার্চ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ খেলার পর ঢাকায় আসবে দুই দল। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ সিরিজের শেষ দুই ওয়ানডে খেলার পর একই মাঠে ১৭ ও ১৮ মার্চ  দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

দুই দলের স্কোয়াড:

বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, শামিম পাটোয়ারি, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ শাহিদ আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও আকবর আলী।

আয়ারল্যান্ড উলভস: মার্ক এডায়ার, কার্টিস ক্যামফার, পিটার চেজ, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, জনাথন গার্থ, শেন গেটকেট, গ্রাহাম হিউম, জেরেমি লওলর, জশ লিটল, জেমস ম্যাককলাম, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link