সাকিবের ছুটি মঞ্জুর

সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে পৃথিবীর মুখ দেখবে সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন গুঞ্জন উঠেছিলো ঐ সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আগামী মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে ঐ সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছিলেন এই অলরাউন্ডার। আজ সেই ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে পৃথিবীর মুখ দেখবে সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন গুঞ্জন উঠেছিলো ঐ সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব। অবশেষ সেই গুঞ্জনই সত্য প্রমাণিত হলো।

সাকিবের ছুটির বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘আজকে আলাপ আলোচনার পর সাকিবের ছুটি মঞ্জুর করা হয়েছে। আশা করছি ওকে (সাকিব) আমরা পরের সিরিজে পাবো।”

চলতি ওয়েস্ট সিরিজে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে ওয়ানডেতে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। তবে শেষ ওয়ানডে কুঁচকিতে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। পুনর্বাসন প্রক্রিয়ার ভিতর থেকে চোট কাটিয়ে সিরিজের প্রথম টেস্টেই মাঠে নেমেছিলেন সাকিব। কিন্তু শতভাগ ফিট ছিলেন না তিনি; অস্বস্তি নিয়েই ব্যাট হাতে খেলেন ৬৮ রানের ইনিংস। পরবর্তীতে বোলিং করার সময় আবার চোট পান সাকিব।

প্রাথমিক ভাবে দেখে পুরোনো চোট মনে হলেও স্ক্যান করার পর জানা যায় নতুন করে চোট পেয়েছেন এই অলরাউন্ডার; তাঁর বাম উরুর একটি আলাদা অংশে স্ট্রেইন ধরা পড়ে। পরবর্তীতে আর প্রথম টেস্টে মাঠে নামা হয়নি সাকিবের। চোটের কারণে সাকিব খেলতে পারছেন না দ্বিতীয় টেস্টেও।

নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর করোনা ইস্যুতে স্থগিত হওয়া টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এখনো এই সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত হয়নি। আগামী জুনে এশিয়া কাপও অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। তাই বলা চলে লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে যাচ্ছেন এই অলরাউন্ডার।

উল্লেখ্য, আগামী মাসের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর কুইন্সটাউনে পাঁচ দিনের ট্রেনিং ক্যাম্প করবে বাংলাদেশ। ২০ মার্চ থেকে শুরু হবে সিরিজ।

ওয়ানডে সিরিজের সূচি:

২০ মার্চ : ১ম ওয়ানডে – ডানেডিন

২৩ মার্চ : ২য় ওয়ানডে – ক্রাইস্টচার্চ

২৬ মার্চ : ৩য় ওয়ানডে – ওয়েলিংটন

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

২৮ মার্চ : ১ম টি-টোয়েন্টি – নেপিয়ার

৩০ মার্চ : ২য় টি-টোয়েন্টি – অকল্যান্ড

০১ এপ্রিল : ৩য় টি-টোয়েন্টি – হ্যামিল্টন

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...