Social Media

Light
Dark

তারপরও সন্তুষ্ট রাহি

প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের কেবল ৫ উইকেট তুলে নেওয়া গেছে। খুব ভালো অবস্থায় আছে বাংলাদেশ, তা দাবি করা যাবে না। তবে প্রথম দিনে আলো ছড়ানো আবু জায়েদ রাহি বলছেন, তিনি অবস্থা নিয়ে সন্তুষ্ট।

সিরিজের দ্বিতীয় টেস্টে বোনারের হাফসেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশি স্পিনারদের ভালো ভাবেই সামাল দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।

কিন্তু দিনের মাঝপথে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো সফরকারীরা। বোনার-ব্ল্যাকউডের ব্যাটে বিপর্যয় কাটিয়ে ওঠার পর শেষ বিকালে বোনার-সিলভার অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহ গড়ার পথ সুগম করেছে ওয়েস্ট ইন্ডিজ।

তবে ম্যাচ শেষে বাংলাদেশের পেসার আবু জায়েদ চৌধুরি রাহি জানিয়েছেন দলের পারফরমেন্স নিয়ে সে সন্তুষ্ট। রাহি মনে করেন প্রথম দিন শেষে সমান অবস্থানে আছে দুই দলই। টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানের আগেই আটকাতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, ‘অবশ্যই আমি সন্তুষ্ট। আপনি যদি স্কোরকার্ড দেখেন, ৯০ ওভারে ২২৩ করেছে এই উইকেটে, আমার কাছে মনে হয় যে এখন ফিফটি ফিফটি, দুই টিমের জন্যই। অবশ্যই আমাদের টেস্ট জেতা প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যে আমাদের ২৭০ থেকে ৩০০ এর মধ্যে আউট করা উচিত। ইনশাআল্লাহ, যদি ভালো বোলিং করতে পারি তবে পারবো।’

বাংলাদেশি বোলারদের সামলে লড়াই চালিয়ে ৭৪ রানে অপরাজিত রয়েছেন বোনার। বোনারের ব্যাটেই দ্বিতীয় দিনে বড় কিছুর স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া উইকেটে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট, ব্ল্যাকউড ও সিলভারা। স্পিন সহায়ক উইকেটেও বাড়তি সুবিধা পায়নি স্পিনাররা। রাহি জানিয়েছেন উইকেট এখনো ফ্ল্যাট আছে; টার্ন পেতে অপেক্ষা করতে হবে তৃতীয় দিন পর্যন্ত।

রাহি বলেন, ‘যেরকম আশা করেছিলাম, ওরকম ছিল না। উইকেট এখনও ফ্ল্যাট আছে। আমার কাছে মনে হয় আমরা যেরকম আশা করেছিলাম উইকেট ওই রকম না। উইকেটটা আরও ফ্ল্যাট এবং আরও সময় লাগবে উইকেটে টার্ন এবং আমরা যেটা আশা করছি সেটা পেতে।’

দ্বিতীয় টেস্টের একাদশে একমাত্র পেসার আবু জায়েদ চৌধুরি রাহি; প্রথম দিন দলের সেরা বোলারও তিনিই। ১৮ ওভার বোলিং করে ৫ মেইডেন সহ ৪৬ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। রাহি জানিয়েছেন ভালো বোলিং করতে তাকে সাহায্য করেছেন অধিনায়ক মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

এই পেসার বলেন, ‘প্রথমেই এজন্য ধন্যবাদ জানাবো সৌরভ ভাই, শান্ত। কারণ ওরা বলটা খুব ভালো মেইনটেইন করেছে। এছাড়া আমাদের স্পিনারদের কারণ ওদের বলগুলায় বল খুব কমই পড়েছে শাইন পার্টে। আমার কাছে মনে হয় উনারা খুব ভালো মেইনটেইন করেছে বল উনারা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link