আল নাসেরের জন্য রোনালদোই এখন সমস্যা

রোনালদোকেও আল নাসের বরণ করে নিয়েছে রাজার মতই। কিন্তু রোনালদো আসায় আল নাসেরের কাজ আরো কঠিন হয়েছে বলে মনে করেন রোনালদোর সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস গুস্তাভো।

ইউরোপীয় ফুটবলেরর ইতিহাসে অন্যতম সফল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগকে মানদণ্ড ধরলে তো ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে তাকে স্বীকৃতি দেয়া যায় অনায়াসেই। সেই রোনালদো ইউরোপের ক্যারিয়ারের ইতি টেনে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।

রোনালদোকেও আল নাসের বরণ করে নিয়েছে রাজার মতই। কিন্তু রোনালদো আসায় আল নাসেরের কাজ আরো কঠিন হয়েছে বলে মনে করেন রোনালদোর সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস গুস্তাভো।

আল নাসেরের জার্সিতে তৃতীয় ম্যাচে এসে প্র‍থম গোলের দেখা পেলেন রোনালদো। পেনাল্টি থেকে আল নাসেরের হয়ে নিজের গোলের খাতা খুললেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। আল ফাতেহ ক্লাবের বিরুদ্ধে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শিরোপা প্রত্যাশি আল নাসেরকে। রোনালদো দলে যোগ দেবার পর থেকে মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না আল নাসেরের।

সাবেক বায়ার্ন মিডফিল্ডার লুইস গুস্তাভো ২০১৪ সালে ব্রাজিলের হয়ে খেলেছেন বিশ্বকাপ। এখন খেলছেন আল নাসেরে। তিনি অবশ্য আল নাসেরের খারাপ সময়ের একটা ব্যাখ্যা খুজে পেয়েছেন।সংবাদমাধ্যম আরটি অ্যারাবিকের কাছে এক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।

গুস্তাভো বলেছেন, ‘রোনালদোর জন্য প্রতিপক্ষ দলগুলো আরও উজ্জীবিত হয়ে খেলছে। আমাদের বিরুদ্ধে খেলতে নামার আগে দারুণ প্রস্তুতি নিচ্ছে। খেলতে নেমে নিজেদের দু’ইশ শতাংশ উজাড় করে দিচ্ছে। এর ফলে আমাদের কাজ আরও কঠিন হচ্ছে।’

আল নাসেরে যোগ দেবার পর থেকেই ক্লাবের ভেতরে বাইরে আলোচনার কেন্দ্রে রোনালদো। অনেকেই মনে করে আল নাসেরের সাথে এখনো নিজেকে খাপ খাওয়াতে পারেননি তিনি। আল নাসর ক্লাবের এক কর্তা বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘দুশো মিলিয়ন খরচ করে ওকে কি কেবল সিউউ বলার জন্য আনা হয়েছে?’

লুইস গুস্তাভোর এমন দাবি অবশ্য হেলা করা যাচ্ছে না আল নাসেরের মাঠের পারফরম্যান্সের কারণেই। যদিও গুস্তাভো আশাবাদী এসব চ্যালেঞ্জ উতরে উঠবেন রোনালদো, ‘তাঁর উপস্থিতি আমাদের দলকে সাহায্য করছে কারণ তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...