যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার দানি আলভেজ!

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলের ফুটবলার দানি আলভেজ। বছরের শুরুতে বার্সেলোনার এক নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য দিতে গেলে স্পেনে আটক হন বার্সেলোনার সাবেক এ ফুটবলার। 

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলের ফুটবলার দানি আলভেজ। বছরের শুরুতে বার্সেলোনার এক নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য দিতে গেলে স্পেনে আটক হন বার্সেলোনার সাবেক এ ফুটবলার।

 

দানি আলভেজের বিপক্ষে সেই নারীর অভিযোগ ছিল, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার এক নাইট ক্লাবে দানি আলভেজ তাঁকে যৌন হয়রানি করেছিল।

তিনি দাবি করেন, এই ফুটবলার কোনো অনুমতি না নিয়েই তাঁর শরীর স্পর্শ করেছিলেন। আর এমন অভিযোগের পর থেকেই নড়েচড়ে বসে বার্সেলোনা পুলিশ। তদন্ত সাপেক্ষে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। আর দানি আলভেজকে জিজ্ঞাসাবাদ করার পরপরই তাঁকে আটক করা হয়।

স্পেনের গণমাধ্যম বলছে, আলভেজকে এখন আদালতে নেওয়া হবে। আপাতত তদন্ত চলাকালীন তিনি পুলিশি হেফাজতেই থাকবেন।

দানি আলভেজ অবশ্য শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। এ নিয়ে গত সপ্তাহে তিনি এক সংবাদ মাধ্যমে নাইট ক্লাবে যাওয়ার কথা স্বীকার করলেও ঐ নারীর অভিযোগ পুরোপুরিই অস্বীকার করেন। তিনি বলেছিলেন, ‘আমি জানি না এই নারী কে। একজন নারীর সঙ্গে আমি এমনটা কখনোই করতে পারি না।’

 

৩৯ বছর বয়সী দানি আলভেজ ক্লাব ফুটবলের ক্যারিয়ারে সিংহভাগ সময়েই বার্সেলোনার হয়ে খেলেছেন। ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত খেলার পর গত মৌসুমেও তিনি বার্সার হয়ে খেলেছিলেন। ব্রাজিলের হয়ে খেলেছেন কাতার বিশ্বকাপেও। এই মুহূর্তে মেক্সিকোর ক্লাব ইউএনএএমের হয়ে চুক্তিবদ্ধ আছেন তিনি।

বিশ্বকাপ শেষেই তাঁর চুক্তি নবায়ন করার কথা ছিল। কিন্তু নারী কেলেঙ্কারিতে আপাতত তা আটকে গেলে। অবশ্য এর মধ্যে খবর চাউর হয়েছে যে, দানি আলভেজের সাথে আর চুক্তি নবায়ন করবে না ক্লাবটি। এমন গুঞ্জন সত্যি হলে, দানি আলভেজের ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ারই পরবর্তীতে শঙ্কার মুখে পড়ে যেতে পারে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...