বায়ার্ন-বার্সা: বারবার লাগাতার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ সিজনের গ্রুপ পর্বের ড্র।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ। নব্বই কিংবা একশ বিশ মিনিটের দ্বৈরথে বুঁদ হয়ে থাকা দর্শক-সমর্থকেরা। মাঠের খেলার পাশাপাশি কোন দলের বিপক্ষে কে খেলবে তা নিয়েও আগ্রহের কমতি নেই। তাই চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান নিয়েও দেখা যায় উৎসাহ।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ মৌসুমের গ্রুপ পর্বের ড্র। এবারের আসরে সুযোগ পাওয়া ৩২ টি দলকে ৮ টি গ্রুপে ভাগ করা হয়েছে। গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে ড্রয়ের জন্য ক্লাবগুলোকে চারটি ভিন্ন ভিন্ন পটে ভাগ করা হয়েছে। এরপর প্রতি পট থেকে একটি করে দল নিয়ে তৈরি করা হয়েছে একেকটি গ্রুপ।

    ● গ্রুপ এ

চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আসরের রানার আপ লিভারপুল আছে গ্রুপ এ-তে। এছাড়া এই গ্রুপে আছে নেদারল্যান্ডসের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন আয়াক্স। লিভারপুল এবং আয়াক্সের সঙ্গী হয়েছে একসময়ের দুর্দান্ত দল নাপোলি এবং রেঞ্জার্স। এই গ্রুপে লিভারপুলকে ফেভারিট বলা যায়। তবে আয়াক্স এবং নাপোলির মধ্যে কোন দল নক আউটে কোয়ালিফাই করবে সেটি নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়।

    ● গ্রুপ বি

গ্রুপ বি-তে জায়গা পেয়েছে পর্তুগালের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন পোর্তো। পর্তুগিজ প্রতিনিধিদের সাথে একই গ্রুপে আছে অ্যাটলেটিকে মাদ্রিদ এবং বেয়ার লেভারকুসেন। গ্রুপের চার নম্বর সদস্য ক্লাব ব্রুজ। গ্রুপ বি থেকে রাউন্ড অব সিক্সটিনে যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আবার পোর্তো এবং লেভারকুসনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

    ● গ্রুপ সি

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে রাখা হয়েছে গ্রুপ সি-তে। এই গ্রুপের আরেকটি দল বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এর আগের মৌসুমেও গ্রুপ পর্বে এই দুই দলের দেখা হয়েছিল। তাদের গ্রুপ পর্বে দেখা হওয়াটা যেন এখন রীতিমত অবধারিত ঘটনা। দুই দেশের দুই শক্তিশালী দলের সাথে আছে ইন্টার মিলান। বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান – তিন পরাশক্তির গ্রুপ সি-কে ‘গ্রুপ অব ডেথ’ বলাই যায়। আর এই গ্রুপ অব ডেথের চতুর্থ দলটি ভিক্টোরিয়া প্লাজেন।

    ● গ্রুপ ডি 

গত মৌসুমের ইউরোপা কাপ জয়ী আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট স্থান পেয়েছে গ্রুপ ডি-তে। বিরতি কাটিয়ে ইউরোপীয় আসরে ফেরা টটেনহ্যাম হটস্পারও আছে এই গ্রুপে। গ্রুপ ডি এর অন্য দুই দল স্পোর্টিং সিপি এবং অলিম্পিক মার্শেই। টটেনহ্যাম ছাড়া বাকি তিনদলের শক্তিমত্তা কাছাকাছি হওয়ায় এই গ্রুপেও দারুণ লড়াই হবে তা আন্দাজ করে নেওয়াই যায়।

    ● গ্রুপ ই 

রিয়াল মাদ্রিদের পরেই চ্যাম্পিয়ন্স লিগে সফলতম দল এসি মিলান। দীর্ঘ সময় পর ইতালিয়ান জায়ান্টরা এবার ফিরেছে নিজদের কাঙ্ক্ষিত টুর্নামেন্টে। গ্রুপ ই-তে জায়গা পেয়েছে তাঁরা। এই গ্রুপে এসি মিলানের সঙ্গী হয়েছে আরেক পরাশক্তি চেলসি। গ্রুপের বাকি দুই দল এফসি সালজবার্গ এবং ডায়নামো জাগ্রেভ। প্রতিপক্ষ বিবেচনায় বলাই যায়, নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই এসি মিলান এবং চেলসির নক আউট পর্ব নিশ্চিত।

    ● গ্রুপ এফ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার স্থান পেয়েছে গ্রুপ এফ-তে। এই গ্রুপে স্প্যানিশ ক্লাবটির সঙ্গী হয়েছে আরো তিন দল। দলগুলো হল জার্মানির আর.বি লাইপজিগ, ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ক এবং স্কটল্যান্ডের সেল্টিক। গ্রুপ এফ থেকে রাউন্ড অব সিক্সটিনে উঠার ক্ষেত্রে সবচেয়ে ফেভারিট রিয়াল মাদ্রিদ, এবং দ্বিতীয় দলটি হতে পারে আর.বি লাইপজিগ। মজার ব্যাপার, এই নিয়ে একটানা তৃতীয়বার একই গ্রুপে রিয়াল মাদ্রিদের সঙ্গী হয়েছে শাখতার ডোনেস্ক ।

    ● গ্রুপ জি

২০২১/২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ম্যানচেস্টার সিটিকে রয়েছে জি-তে। পেপ গার্দিওলার দলের সাথে এই গ্রুপে আছে স্পেনের সেভিয়া এবং জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। এই তিনদলের মাঝেই মূলত নক আউটে কোয়ালিফাই করার লড়াই হবে। যদিও কোন অঘটন না ঘটলে ম্যানচেস্টার সিটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এক রকমের নিশ্চিতই বটে। এই গ্রুপের শেষ সদস্য ডেনমার্কের কোপেনহেগেন ক্লাব।

  ● গ্রুপ এইচ

লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের দল প্যারিস সেন্ট জার্মেই আছে গ্রুপ এইচ-তে। ফরাসি জায়ান্টদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার জন্য এই গ্রুপে আছে ‘তুরিনের বুড়ি’ খ্যাত জুভেন্টাস। এদের পাশাপাশি আছে পর্তুগালের ক্লাব বেনফিকা। অন্যদিকে অনেক বছর পর চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাওয়া মাক্কাবি হাইফা ক্লাব রয়েছে গ্রুপ এইচে। এটা নিশ্চিত যে, এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে ফেভারিট পিএসজি এবং জুভেন্টাস।

আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২০২২/২৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। ২০২৩ সালে ইস্তানবুলে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। সারাবিশ্বের ফুটবল প্রেমীদের অপেক্ষা এখন চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...