শততম টেস্টের শূন্যতা

টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের রাজকীয় ফরম্যাট। এই ফরম্যাটে শততম ম্যাচ খেলা তাই বিশেষ কিছু যেকোনো ক্রিকেটারের কাছে। তবে উল্টো ঘটনাও আছে, শততম টেস্টে শূন্য রানে আউট হয়ে ব্যাটসম্যানরা গড়েছেন লজ্জার এক রেকর্ড।

টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের রাজকীয় ফরম্যাট। এই ফরম্যাটে শততম ম্যাচ খেলা তাই বিশেষ কিছু যেকোনো ক্রিকেটারের কাছে। তবে উল্টো ঘটনাও আছে, শততম টেস্টে শূন্য রানে আউট হয়ে ব্যাটসম্যানরা গড়েছেন লজ্জার এক রেকর্ড। জীবনের সবচেয়ে সুন্দর এক মূহুর্ত পরিণত হয়েছে দু:স্বপ্নে। আসুন দেখে নেয়া যাক শততম টেস্টে শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানদের। 

  • দিলীপ ভেঙসরকার – ভারত

ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান দিলীপ ভেঙসরকার বিখ্যাত ছিলেন তাঁর দুর্দান্ত টেকনিকের সুবাদে। নিয়মিত পারফর্ম করার সুবাদে বেশ কয়েক বছর জাতীয় দলের অধিনায়কত্ব করেন তিনি।

নিজের শততম টেস্টে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন এই তারকা। প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে জন ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের ১০০তম টেস্টে শূন্য রানে আউট হন তিনি। তাঁর ব্যর্থতার দিনে ভারতও ম্যাচ হেরেছিল ১৩৬ রানে। 

  • অ্যালান বোর্ডার – অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যালান বোর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি জনপ্রিয় ছিলেন তাঁর আক্রমণাত্নক অধিনায়কত্বের জন্য। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডও তাঁর দখলেই। 

যদিও নিজের শততম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জার এক রেকর্ডের অংশীদার হন এই তারকা। ১৯৯১ সালে বার্বাডোসের সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন এই তারকা। ৩৪৩ রানে ম্যাচ হেরে যাওয়া অজিরা সিরিজ হারে ৩-১ ব্যবধানে। 

  • কোর্টনি ওয়ালশ – ওয়েস্ট ইন্ডিজ

বোলার হিসেবে কোর্টনি ওয়ালশ যতটা ভয়ংকর, ব্যাটসম্যান হিসেবে ততটাই নির্বিষ। গায়ানায় ইংল্যান্ডের বিপক্ষে তাঁর শততম টেস্টের কথাই স্মরণে আনা যাক। 

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে স্মরণীয় করে রাখলেও ব্যাটিংয়ের পরিসংখ্যান সম্ভবত ভুলেই যেতে চাইবেন এই তারকা। প্রথম ইনিংসে তিন রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় ইনিংসে কোনো রানই করতে পারেননি তিনি। যদিও প্রথম ইনিংসে শিবনারায়ণ চন্দরপলের দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে ম্যাচ জিতে নিয়েছিল ক্যারিবিয়ানরা। 

  • মার্ক টেলর – অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলরও নিজের শততম টেস্টে শূন্য রানে আউট হয়েছিলেন। ১৯৯৮ সালের অ্যাশেজে সেবার গ্যাবাতে নিজের ১০০তম টেস্ট খেলতে নামেন তিনি। 

প্রথম ইনিংসে ৪৫ রানে ফিরলেও বাকিদের নৈপুণ্যে ৪৮৫ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ডমিনিক কর্কের বলে বোল্ড হয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন অজি এই অধিনায়ক। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিল। 

  • স্টিফেন ফ্লেমিং – নিউজিল্যান্ড

সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং বর্ণাঢ্য এক ক্রিকেট ক্যারিয়ার কাটিয়েছেন। নিজের শততম টেস্টে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেন তিনি। তিনি ছাড়াও দুই প্রোটিয়া কিংবদন্তি শন পোলক এবং জ্যাক ক্যালিসের শততম টেস্ট ছিল এটি। 

কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয় ফ্লেমিংকে। কিউইরা ম্যাচটা হেরেছিল ১২৮ রানে। 

  • অ্যালিস্টেয়ার কুক – ইংল্যান্ড

 সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টেয়ার কুকের এই তালিকায় নাম থাকাটা খানিকটা বিস্ময়ের জন্ম দেয়। ২০১৩ সালের অ্যাশেজে নিজের ১০০তম টেস্ট খেলতে নামেন কুক। 

প্রথম ইনিংসে ৭২ রানের চমৎকার এক ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে রায়ান হ্যারিসের বলে সাজঘরে ফেরেন কোনো রান না করেই। ইংল্যান্ডও দ্বিতীয় টেস্টে করেছিল অসহায় আত্নসমর্পন। সেবারের অ্যাশেজটা স্মরণীয় হয়ে আছে মিচেল জনসনের অবিস্মরণীয় বোলিং পারফরম্যান্সের জন্য। 

  • ব্রেন্ডন ম্যাককালাম – নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে মারকুটে ব্যাটিংয়ের বেশ সুনাম ছিল ব্রেন্ডন ম্যাককালামের। অথচ ওয়েলিংটনে নিজের শততম টেস্টে ম্যাককুলাম আউট হন শূন্য রানেই। 

সেবার দুই অজি পেসার জশ হ্যাজলউড এবং পিটার সিডলের সামনে দাঁড়াতেই পারেননি কোনো কিউই ব্যাটার। ম্যাককুলাম বায়ট করতে নেমেছিলেন ছয় নম্বরে। কিন্তু হ্যাজলউডের বলে স্লিপে ডেভিড ওয়ার্নারের সহজ এক ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন কোনো রান না করেই। 

  • চেতেশ্বর পূজারা – ভারত 

এই তালিকার সর্বশেষ সংযোজন ভারতের তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করেন তিনি। যদিও শততম টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। 

বোর্ডার – গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে দিল্লিতে এই কৃতিত্ব গড়েন পূজারা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নাথান লায়নের বলে আউট হয়ে যান শূন্য রানেই। যদিও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই তারকা। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...