বাইশ গজের দাপুটে ‘ইঞ্জিনিয়ার’রা

ভারত-পাকিস্তানে ক্রিকেট নেহায়েত একটা খেলার চেয়েও বেশি কিছু, আর ক্রিকেটাররা ক্ষেত্রবিশেষে হয়ে দাঁড়ান প্রধানমন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতাধর। নিজেদের কাজে তো দক্ষতা তাই সেদেশে আবশ্যক। তবে কিছু কিছু ক্রিকেটার ছাপিয়ে যান এই আবশ্যকতার মানদণ্ডও। মাঠে দক্ষতা দেখানোর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাও থাকে এঁদের গড়পড়তা সাধারণের চেয়ে বেশি! শীর্ষ পর্যায়ে খেলে যাওয়া বেশ কিছু খ্যাতিমান ক্রিকেটারেরই আছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এমন কিছু ক্রিকেটারকে নিয়েই আমাদের এবারের আয়োজন।

  • অনিল কুম্বলে (ভারত) মেক্যানিকাল ইঞ্জিনিয়ার

সাবেক লেগস্পিনার ৬১৯ টেস্ট উইকেট নিয়ে ভারতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী হয়ে আছেন। ক্রিকেট ইতিহাসেই তার চেয়ে বেশি টেস্ট উইকেট আছে আর দুইজনের। এই তারকা ক্রিকেটারের আছে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও! ব্যাঙ্গালোরের রাষ্ট্রীয় বিদ্যালয় কলেজ থেকে মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের ঝুলিতে আছে তার।

  • সাইদ আনোয়ার (পাকিস্তান) কম্পিউটার ইঞ্জিনিয়ার    

পাকিস্তানের ইতিহাসের সেরা ওপেনার এই ব্যাটসম্যান দেশটির হয়ে ওয়ানডেতে ৮৮২৪ রান করেছেন ৩৯.২২ গড়ে। ফরম্যাটটির তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তবে এতোসব কীর্তি গড়ার আগে পড়াশোনার পাটটাও চুকিয়েছেন ভালো ভাবেই। করাচির এনইডি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ওপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।

  • রশিদ লতিফ (পাকিস্তান) – কম্পিউটার ইঞ্জিনিয়ার

পাকিস্তান জাতীয় দলের আগে বিশ্ববিদ্যালয় জীবনেও সাইদ আনওয়ারের সতীর্থ ছিলেন রশিদ লতিফ। করাচীর এনইডি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ওপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিলেন তিনিও। তবে একই জায়গা থেকে উঠে এলেও রশিদ ঠিক আলো ছড়াতে পারেননি সাইদের মতো করে। তবে পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সাবেক এই উইকেট রক্ষক।

  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ইনফরমেশন সায়েন্স ইঞ্জিনিয়ার

ডানহাতি অফব্রেক বোলার রবিচন্দন অশ্বিন এসএসএন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলেন। ইনফরমেশন সায়েন্স বিভাগ থেকে বি টেক ডিগ্রি নিয়ে কদিন কাজ করেছিলেন কগনিজেন্ট টেকনোলজি সলিউশন নামক এক প্রতিষ্ঠানেও কাজ করেছিলেন। টেস্টে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে তিনি ছুঁয়েছিলেন ১০০ উইকেটের মাইলফলক, ক্রিকেট ইতিহাসেরই পঞ্চম দ্রুততম বোলার হিসেবে গড়েছিলেন এই কীর্তি।

  • কৃষ্ণমাচারি শ্রীকান্ত (ভারত) ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার

সাবেক ভারতীয় অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একই ওয়ানডেতে অর্ধশতক আর পাঁচ উইকেটের বিরল কীর্তি গড়ে দেখিয়েছিলেন। এর বাইরে শ্রীকান্তের আরও একটা পরিচয় আছে, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার। চেন্নাইয়ের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, গুয়িন্ডি থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিলেন তিনি

  • সরফরাজ আহমেদ (পাকিস্তান) – ইলেকট্রনিকাল ইঞ্জিনিয়ার

পাকিস্তানের আট বছরের আইসিসি শিরোপা খরা কেটেছিল অধিনায়ক সরফরাজ আহমেদের হাত ধরে। পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়কের আরও একটা পরিচয় হচ্ছে ইলেকট্রনিকাল ইঞ্জিনিয়ারও। দাউদ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।

  • জাভাগাল শ্রীনাথ (ভারত) আইটি ইঞ্জিনিয়ার

ওয়ানডে ক্যারিয়ারে ৩০০’র ও বেশি উইকেট নেয়া একমাত্র ভারতীয় খেলোয়াড় জাভাগাল শ্রীনাথ। তার ঝুলিতেও আছে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি বিষয়ে পড়াশোনা ছিলো তার। মহীশুরের জয়াচামারাজেন্দ্র কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছিলেন তিনি।

  • আভিষ্কার সালভি (ভারত) – অ্যাস্ট্রোফিজিক্স ডক্টরেট 

সম্ভবত এ তালিকার সবচেয়ে বেশি পড়ুয়া জন হচ্ছেন আবিষ্কার সালভি। ডানহাতি এ মিডিয়াম পেসার ইতোমধ্যেই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম। অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতি: পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি আছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link