ঘুরে দাঁড়ানোর ‘ফখর’

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রান খরার আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প শুনিয়েছন ফখর জামান৷ পাকিস্তানের এ ওপেনার নিজের ব্যাটিং ছন্দচ্যুতির কারণ হিসেবে শ্রীলঙ্কার অপরিচিত উইকেটকে দায়ী করেছেন।

বিশ্বকাপের আগে ব্যাট হাতে ছন্দ হারিয়েছিলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। যার দরুনে বিশ্বকাপের সব ম্যাচে সুযোগটাও হারান এ ব্যাটার। অথচ চলতি বছরেই ওয়ানডেতে শীর্ষ তিন ব্যাটারের মাঝে নিজেকে নিয়ে গিয়েছিলেন এ ওপেনার। নিজের হঠাতই এমন অবনমন আবার কাটিয়ে উঠেছিলেন বিশ্বকাপের মঞ্চেই। শেষ দিকে খেলেছিলেন দুর্দান্ত কয়েকটি ইনিংস। 

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রান খরার আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প শুনিয়েছন ফখর জামান৷ পাকিস্তানের এ ওপেনার নিজের ব্যাটিং ছন্দচ্যুতির কারণ হিসেবে শ্রীলঙ্কার অপরিচিত উইকেটকে দায়ী করেছেন।

তিনি বলেন, ‘দেখুন, আমাদের একটি স্বাভাবিক রুটিন আছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করি। কিন্তু শ্রীলঙ্কার যেমন উইকেট, তা আমার ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল না।’

তিনি আরে যুক্ত করে বলেন, ‘আমার প্রচেষ্টা ছিল দীর্ঘ সময় ধরে ব্যাট করার। এ জন্য আমি ট্রেনিং করেছি। আর এটাই স্বাভাবিক প্রক্রিয়া আমাদের। তবে উইকেটের দায় না দিয়েই দিনশেষে সেটির সাথে মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার।’

পাকিস্তানের এই ওপেনার আরও জানান, তাঁর ব্যাটিং ফর্মহীনতার পেছনে কোনো টেকনিক্যাল ত্রুটি ছিল না। এ নিয়ে তিনি বলেন, ‘আমি আগে যেভাবে খেলতাম এখনও সেভাবে খেলছি। কোনো পরিবর্তন নেই। তবে মানসিকভাবে কখনও কখনও এটি আপনার উপর চাপ হয়ে আসতে পারে।’

একদিনের ক্রিকেটে নিজের লক্ষ্য নিয়ে ফখর জামান আরো বলেন, ‘আমার লক্ষ্যই থাকে বড় ইনিংস খেলার। ২০০ টা বল খেললে রান যেন তার চেয়ে বেশি হয়, সেটির দিকেই আমি নিজেকে ফোকাস রাখি। এ জন্য আমি নিজেকে প্রস্তুতও রাখি।’

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...