অভিজ্ঞতা বনাম তারুণ্য

সেই লক্ষ্যেই আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভার‍ত। আইপিএলে নজরকাড়া পারফরম করা অভিজ্ঞদের সাথে সুযোগ পেয়েছেন কিছু তরুণ সম্ভাবনাময় তারকা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাখেরও বেশি সমর্থকের সামনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের শিরোপা জিতেছে গুজরাট টাইটান্স। বেশ বরাবরের মতই বেশ কিছু তরুণ ভারতীয় ক্রিকেটার এই আসরে নজর কেড়েছেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গোছাতে ব্যস্ত ভারত।

সেই লক্ষ্যেই আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভার‍ত। আইপিএলে নজরকাড়া পারফরম করা অভিজ্ঞদের সাথে সুযোগ পেয়েছেন কিছু তরুণ সম্ভাবনাময় তারকা।

  • হার্দিক পান্ডিয়া

পঞ্চদশ আসরের আইপিএলে দলকে শিরোপা জিতিয়ে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গেল আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে ফর্ম, ইনজুরি – সব মিলিয়ে ছিলেন সমালোচনার বৃত্তে। সেখান থেকে ব্যাটে-বলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ভারতীয় এই অলরাউন্ডার।

৪৪.২৭ গড়ে ১৫ ম্যাচে ৪৮৭ রান করেন তিনি। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে জাতীয় দলের জার্সি গায়েও নিজের সেরাটা দিতে প্রস্তুত এই তারকা।

  • লোকেশ রাহুল

আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে যেমন ছিলেন দুর্দান্ত, তেমনি অধিনায়ক হিসেবেও সেরাটা দেন লখনৌ সুপার জায়েন্টসের ওপেনার লোকেশ রাহুল। দল এলিমিনেটরে বাদ পড়লে ব্যাট হাতে বরাবরের মতই দুর্দান্ত ছিলেন এই ভারতীয় ওপেনার। ৫১.৩৩ গড়ে করেছেন ৬১৬ রান; টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে টপ অর্ডারে দলের অন্যতম ভরসা হতে পারেন তিনি। আইপিএলের উড়ন্ত ফর্মটা দেখা যেতে পারে টি-টোয়েন্টি সিরিজেও।

  • দীনেশ কার্তিক

ক্যারিয়ারের শুরু থেকেই পারফরম করেও বার বার উপেক্ষিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। তবে পূর্বের সব পরিসংখ্যান ছাপিয়ে এবারের আসরের আইপিএলে ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করেন কার্তিক। টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইকধারীও ছিলেন তিনি। ১৮৩ স্ট্রাইক রেটে করেন ২২০ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও তাই ডাক পেয়েছেন। যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেটি তিনি পেয়েছেন; একাদশেও থাকার সম্ভাবনা প্রবল। সেদিক থেকে এই সিরিজটা কার্তিকের জন্য প্রত্যাবর্তনের সেরা মঞ্চ। ডেথ ওভারে তিনি হতে পারেন দলের অন্যতম সেরা ফিনিশার।

  • উমরান মালিক

ব্যাট হাতে অনেকে দাপট দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কিন্তু বল হাতে নজরকাঁড়া পারফরম্যান্সে আইপিএলের মঞ্চ থেকে জাতীয় দলে উঠে আসা এক সম্ভাবনাময় তারকা উমরান মালিক। সবশেষ আইপিএলের আসরে গতির ঝড় তুলে ক্রিকেট পাড়ায় হৈচৈ ফেলে দেন এই তরুণ তুর্কি। পুরো টুর্নামেন্ট জুড়ে গতির ঝড় তুলে শিকার করেন ২২ উইকেট।

কাশ্মীরের এই তরুণ পেসার দাপট দেখিয়ে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন জাতীয় দলে। আপাতত একাদশে সুযোগের অপেক্ষা। দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের সেরাটা দিতে পারলে আসন্ন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও দেখা যেতে পারে এই সানরাইজার্স হায়দ্রাবাদের এই পেসারকে।

  • আর্শদ্বীপ সিং

উমরান মালিকের মতই আইপিএল মাতিয়ে জাতীয় দলে উঠে আসা আরেক পেসার আর্শদ্বীপ সিং। ডেথ ওভারে রান আটকে দিতে সক্ষম এই পেসার ইতিমধ্যেই গেল দুই আসরে নিজেকে প্রমাণ করেছেন। স্লোয়ার, ওয়াইড ইয়র্কারে ডেথ ওভারে প্রতিপক্ষের রান আটকে দিয়েছেন প্রায় ম্যাচেই। মাত্র ৭.৫৪ ইকনমিতে এবারের আসরে শিকার করেছেন ১০ উইকেট।

২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চাইবেন পাঞ্জাব কিংসের এই পেসার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...