হরণ-গীতিকার হারিস রউফ

আক্রমণে এসেই এক ওভারে জোড়া আঘাত রউফের। টানা দুই আঘাতেই কার্যত অজিদের রানের চাকার লাগামটা টেনে ধরতে পারে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার মাটিতেই তবে ক্রিকেট ক্যারিয়ারে নিজের পুনরুত্থান দেখলেন হারিস রউফ। ওয়ানডে সিরিজের পরও এবার টি-টোয়েন্টিতেও তিনি অজিদের মাথাব্যাথার কারণ হচ্ছেন।

প্রথম টি-টোয়েন্টিতে এই ফাস্ট বোলারই তো অস্ট্রেলিয়ার পার্টিতে পানি ঢেলে দিলেন। কি দারুণ শুরুই করেছিল অজিরা। নিজেদের রেকর্ড সংখ্যক টি-টোয়েন্টি সংগ্রহ গড়ার পথেই ছিল। কিন্তু, সব হিসাব নিকাশ পাল্টে দিল হারিস রউফের বোলিং।

অস্ট্রেলিয়া থেকে পাওয়ার দিক্ষাটা ভালই কাজে লাগাচ্ছেন হারিস। বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের প্রোডাকশন তিনি। সেই বিদ্যাটা পুরো অস্ট্রেলিয়া সফরজুড়েই কাজে লাগাচ্ছেন, খাঁদের কিনারায় চলে যাওয়া ক্যারিয়ারটা নতুন করে গড়ছেন।

তবে, প্রক্রিয়াটা সহজ ছিল না। মাত্র তিন ওভার এক বলেই বিনা উইকেটে ৫০ রান ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গার্ডেনে তখন ম্যাথু শর্ট আর জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক শটের পসরা সাজিয়ে বসেছেন।

তখন আক্রমণে এসেই এক ওভারে জোড়া আঘাত রউফের। টানা দুই আঘাতেই কার্যত অজিদের রানের চাকার লাগামটা টেনে ধরতে পারে পাকিস্তান।

জরুরী ছিল এর মধ্যে ম্যাকগার্কের উইকেট। তিনি ওই সময় ২২২.২২ স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন। রউফের এই আগ্রাসী বোলিংয়েই শেষ অবধি অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ জমা করার স্বপ্ন নস্যাৎ হয়ে যায়।

অস্ট্রেলিয়ার বোর্ডে জমা করে মাত্র ১৪৭ রান। শুরুটা যেভাবে করেছিল স্বাগতিকরা, তাতে আরও ১০০ টা রান আসলেও অবাক হওয়ার কিছু ছিল না।

পরে আরও দু’টি উইকেট পেয়েছেন রউফ। চার ওভারের কোটায় রান দিয়েছেন গুণে গুণে। ইকোনমি রেট মাত্র ৫.৮!

Share via
Copy link