নিষিদ্ধ হাসনাইনের বোলিং

রিপোর্ট পরবর্তীতে রিভিউ করেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশেষজ্ঞদের দক্ষ একটি টিম। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানানো হয় হাসনাইনের কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকানোর প্রমাণ মেলায় তাঁর বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে ঘোষণা করা হলো।

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন। চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলাকালীন মাঝপথেই বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আপাতত খেলার বাইরে থাকবেন তিনি। পিএসএল, বিগ ব্যাশ ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না এই পেসার।

সবশেষ অস্ট্রেলিয়ার ফ্র‍্যাঞ্চাইজি লিগে (বিগব্যাশ) সিডনি থান্ডার্সের হয়ে সাকিব মাহমুদের জায়গায় অভিষিক্ত হন হাসনাইন। অভিষেক ম্যাচেই নজরকাঁড়া বোলিংয়ে সবাইকে মুগ্ধ করেন এই পেসার। মাত্র ২০ রানে ৩ উইকেট শিকার করে প্রমাণ দেন নিজের সামর্থ্যের। এরপর গেলো ২ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের পর আম্পায়ার জেরার্ড এবুড সন্দেহবশত হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন।

চলতি পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলছিলেন হাসনাইন। আইসিসি স্বীকৃত লাহোরের এক বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বোলিং টেস্ট দেন হাসনাইন। সেই রিপোর্ট পরবর্তীতে রিভিউ করেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশেষজ্ঞদের দক্ষ একটি টিম। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানানো হয় হাসনাইনের কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকানোর প্রমাণ মেলায় তাঁর বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে ঘোষণা করা হলো।

পিসিবি চাইলেই ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের জন্য অনুমতি দিতে পারতো হাসনাইনকে। তবে আপাতত পিসিবির ভাবনা হাসনাইনের জন্য পরামর্শক নিয়োগ দিয়ে অ্যাকশন ঠিক করে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর। একই সাথে পরামর্শকের ভাষ্যমতে হাসনাইনের সমস্যা খুব বেশি জটিল নয়, এটি সহজেই ঠিক করা সম্ভব। তাই ২১ বছর বয়সী হাসনাইন আপাতত কাজ করবেন পিসিবি থেকে নিয়োগকৃত পরামর্শকের সাথে।

পিসিবি থেকে বলা হয়, পিসিবির পক্ষ থেকে হাসনাইনের রিপোর্ট বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী যে এই সমস্যার সমাধান সম্ভব। হাসনাইনের জন্য একজন বোলিং পরামর্শদাতা নিয়োগ করা হবে, যিনি হাসনাইনের সঙ্গে কাজ করে ওর অ্যাকশন শুধরে দেওয়ার চেষ্টা করবে, যাতে ও পরবর্তী পরীক্ষায় পাস করতে পারে। ওর এবং পাকিস্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে পিএসএল টেকনিকাল কমিটির পরামর্শে ও পিএসএলে অংশগ্রহণ করতে পারবে না। এই সময়টুকু বোলিং পরামর্শদাতার সঙ্গে মিলে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে ও কাজ চালিয়ে যাবে। ‘

প্রসঙ্গত, গেলো বিগ ব্যাশে ৫ ম্যাচে ৭ উইকেট শিকারের পর তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় পাকিস্তান ফিরে যান হাসনাইন। এরপর চলতি পিএসএলে খেলেছিলেন প্রথম তিন ম্যাচেই। এই তিন ম্যাচে তাঁর দল কোয়েটা গ্লাডিয়েটরস জয়ের দেখা পায় মাত্র একটিতে। ৮.৪৪ ইকোনমিতে তিন ম্যাচে তিনি শিকার করেছেন তিন উইকেট। অপরদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৮ ওয়ানডেতে ১২ ও ১৮ টি-টোয়েন্টিতে ১৭ উইকেট নিয়েছেন এই তরুন পেসার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...