এক ওভারে হাসারাঙ্গার হাসি কেড়ে নিয়েছেন যারা

চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ব্যাটার হাসারাঙ্গার বিপক্ষে এক ওভারে সর্বোচ্চ রান নিয়েছেন। 

ওয়ানিন্দু হাসারাঙ্গা কি ঘুনাক্ষরে টের পেয়েছিলেন এমন দিনের কথা? সম্ভবত না। তাকে এমন বেধরক প্রহার হজম করতে হবে তিনি হয়ত কল্পনাও করেননি। তার বিপক্ষে বাঘা-বাঘা ব্যাটাররা খাবি খেয়েছেন সর্বদাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও যে তার জালে ধরা দিয়েছেন অভিজ্ঞ সব ক্রিকেটার।

তবে তরুণ এক ক্রিকেটার এক লহমায় ভেঙে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গার সমস্ত দম্ভকে। এক ওভারে সর্বোচ্চ রান হজম করবার মত দুঃখস্মৃতি সঙ্গী হল লঙ্কান এই স্পিনারের। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ব্যাটার হাসারাঙ্গার বিপক্ষে এক ওভারে সর্বোচ্চ রান নিয়েছেন।

  • রিশাদ হোসেন (বাংলাদেশ)- ২০২৪ 

পুরোদস্তুর ব্যাটার রিশাদ হোসেন নন। সবে মাত্র শুরু করেছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। তাও আবার লেগ স্পিনার হিসেবে। বাংলাদেশের জার্সি গায়ে নিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই করেছেন বাজিমাত। তবে তা ব্যাট হাতে। আর ব্যাট হাতে তার তাণ্ডবের শিকার হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ম্যাচের ৪০ তম ওভারে রিশাদ হাসারাঙ্গার এক ওভারে তোলেন ২৪ রান। রীতিমত অসহায় বানিয়ে ফেলেন তিনি লঙ্কান স্পিনারকে। একটি বল বাদে বাকি পাঁচটি বলেই রিশাদ বাউন্ডারি হাঁকিয়েছেন। তিনটি চার ও দুইটি ছক্কার মার এসেছে তার ব্যাট থেকে। তাতেই পরাজয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।

  • ক্রিস গ্রিভস (স্কটল্যান্ড)- ২০২৩ 

হাসারাঙ্গার বিরুদ্ধে যেন লেগ স্পিন বোলাররাই ব্যাট হাতে সবচেয়ে বেশি আগ্রাসী হয়ে ওঠেন। রিশাদের পর ক্রিস গ্রিভসের আক্রোশের শিকার হন হাসারাঙ্গা। ২০২৩ সালে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। সেই ম্যাচে ক্রিস গ্রিভস হাসারাঙ্গার বলে তোলেন ১৬ রান।

ম্যাচের ২৩ তম ওভারে বোলিং প্রান্তে আসেন হাসারাঙ্গা। ততক্ষণে ম্যাচ শ্রীলঙ্কার হাতে। তবুও হাসারাঙ্গাকে ছক্কা দিয়ে আমন্ত্রণ জানান গ্রিভস। এরপর সেই ওভারে আরও দুইটি চার মারেন স্কটিশ সেই লেগ স্পিনার। মাঝে দৌড়ে দু’টো রানও নিয়েছিলেন তিনি।

  • রিশাদ হোসেন (বাংলাদেশ)- ২০২৪

একই ম্যাচে দুইবার রিশাদ হোসেনের মারকাটারি ব্যাটিংয়ের ভুক্তভুগি হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচের তখন ৩৭ ওভার চলমান। নিজের ওভারের প্রথম বলেই হাসারাঙ্গা তুলে নেন উইকেট। সেখানে ম্যাচের মোমেন্টাম শ্রীলঙ্কার পক্ষে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

তবে মুহূর্তের মধ্যেই তা ধূলিসাৎ করে দেন রিশাদ। ক্রিজে এসেই প্রথম বলে স্লগ সুইপ করেন তিনি। স্কোয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা। হতভম্ব হাসারাঙ্গা সে ওভারে রিশাদের কাছ থেকে আরও দুইটি চার হজম করেন। মাঠে নেমে প্রথম ওভারেই হাসারাঙ্গার এক ওভারে ১৬ রান তুলে নেন রিশাদ। তাতে করে বেড়ে যায় তার আত্মবিশ্বাস।

  • কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)- ২০২৩ 

বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচগুলোতে আধিপত্য দেখিয়েছিল শ্রীলঙ্কা। সেসব ম্যাচে জয় নিশ্চিত জেনেই যেন খানিকটা নির্ভার হতে চেয়েছিলেন। আর তাইতো সেই সুযোগে ক্রিস গ্রিভসের মত আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারও সর্বোচ্চ রান তোলার মিশনে নামেন হাসারাঙ্গার এক ওভারে।

হাসারাঙ্গার এক ওভারে ১৫ রান নিতে সক্ষম হন কার্টিস ক্যাম্ফার। ম্যাচের ১৯ তম ওভারের প্রথম দুই বলে চার মেরে শুরু করেন তিনি। এরপর চতুর্থ বলে একটি ছক্কা। সেই সাথে শেষ বলে একটা সিঙ্গেলস নিয়ে নিজের কাছেই স্ট্রাইক রেখেছিলেন ক্যাম্ফার। তবে তাতে পরাজয় এড়াতে পারেননি তিনি।

হাসারাঙ্গার বিপক্ষে এক ওভারে ২০ রান নিয়েছেন আফগানিস্তানের দুই ব্যাটার মোহাম্মদ নবী ও আজমতওল্লাহ ওমরজাই। তাছাড়া বেশ কয়েকবার তিনি এক ওভারে ১৭ রানও হজম করেছেন দুই ভিন্ন ব্যাটারের কাছ থেকে। তবে রিশাদ যে আতঙ্কের সৃষ্টি করেছে তার বিপক্ষে- সেটা নিশ্চয়ই বেশ ভোগাবে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...