টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি দলের মাথাব্যথার আরেকটি বড় কারণ ‘শিশির’। সবশেষ ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের ওই আসরেও শিশিরের কারণে বিপাকে পড়েছিলো দলগুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরেও রাতের খেলার শিশিরের আধিক্য থাকায় পড়ে ফিল্ডিং করা দলগুলোকে পড়তে হচ্ছে চরম বিপাকে। অবশ্য ইতিমধ্যেই বালতির পানিতে বল ভিজিয়ে অনুশীলন করতে শুরু করেছে ভারত, ইংল্যান্ড সহ বেশ কয়েকটি দল। ভেজা বলে অনুশীলনের মাধ্যমে মূল ম্যাচে শিশির পড়লেও যাতে সমস্যা না হয় তাই এই পন্থা অবলম্বন করছে দলগুলো।
পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দশ উইকেটে হারে ভারত। সেই ম্যাচের পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন পরে শিশির পড়াতেই বোলাররা বল গ্রিপ করতে পারেননি। যার কারণে পাকিস্তানি ওপেনাররা বেশ স্বাচ্ছন্দ্যেই খেলতে পেরেছে। তবে আরব আমিরাতের আর্দ্র আবহাওয়ায় রাতের ম্যাচে শিশির যে প্রভাব ফেলবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আগামি ৩১ অক্টোবর, রোববার দুবাইতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেও বাগড়া দিবে শিশির সেটা নিশ্চিত। শিশিরের কারণে পরে বোলিং করলে সবচেয়ে বিপাকে পড়তে পারেন বোলাররা। আর ভারত দলের এক অভিজ্ঞ কর্মী (যিনি দলের সাথেই কাজ করেন) জানিয়েছেন কিভাবে শিশিরের মাঝেও ভারত ভালো করতে পারবে।
- ফুলার লেন্থে বল হতে পারে বিপদ
পেসাররা ফুল লেন্থে কিংবা ইয়োর্কার বল করলে পড়তে পারেন বিপদে। শিশিরের কারণে ফুল লেন্থের কিংবা ইয়োর্কারের বল হাত থেকে ছুটে গিয়ে লো ফুলটস কিংবা ফুলটস হিসেবে ডেলিভারি হতে পারে। এক্ষেত্রে ব্যাটার সুবিধা পাবেন শট মারার জন্য।
শিশিরের প্রভাব থাকায় পেসারদের অবশ্যই হার্ড লেন্থে বোলিং করতে হবে। আর এটাই হতে পারে সেরা অপশন। এছাড়া শর্ট পিচ কিংবা ব্যাক অফ লেন্থের বলেও মার খেতে পারেন বোলার। কারণ শিশিরের কারণে বলে গ্রিপ হওয়াটাই যে দুষ্কর।
- রিস্ট স্পিনারদেরই সম্ভাবনা বেশি
এই ধরনের উইকেটে ফিঙ্গার স্পিনারের চেয়ে রিস্ট স্পিনাররাই বেশি ভালো করবে। শিশিরের কারণে ফিঙ্গার স্পিনারদের বল খেলা ব্যাটারদের জন্য অনেকটাই সহজ হবে। তবে রিস্ট স্পিনাররা ফ্লিপার, টপ স্পিনের মতো অস্ত্র ব্যবহার করলে তাদের বিপক্ষে খেলাটা ব্যাটারদের জন্য দূরুহ হবে।
একই সাথে তারা অতিরিক্ত বাউন্স দিতে পারলে সেটা রান আটকে দিতে আরো সাহায্য করবে। এবং এই ধরনের উইকেটে রিস্ট স্পিনারদের সফল হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
- ভারতের যে ক’জন অপশন
ভারতীয় দলে রিস্ট স্পিনার হিসেবে আছেন রাহুল চাহার; যিনি নিজের সেরা ছন্দে নেই। এছাড়া রবীন্দ্র জাদেজা আছেন। তবে জাদেজার উপর স্পিন বিভাগের দায়িত্বভার দেওয়াটা যে এই উইকেটে মোটেও শুভকর হবে না।
আছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও। অপরদিকে, আগের ম্যাচে দুবাইর উইকেটে বরুন চক্রবর্তী মোটেও সুবিধা করতে পারেননি। তবে ‘ব্যাক অফ লেন্থে’ বল দিয়ে ব্যাটারকে চাপে রাখতে পারেন তিনি
পেস বিভাগে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি হার্ড লেন্থে বল করার জন্য নি:সন্দেহে সেরা অপশন। অপরদিকে, শার্দুল ঠাকুর ও ভুবনেশ্বর কুমারদের মূল অস্ত্র স্যুইং ও স্লোয়ার ডেলিভারি।