আইসিসির কাঠগড়ায় বিশ্বকাপ ফাইনালের পিচ

পুরো বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত খেলেও অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারতে হয়েছে ভারতকে। আর এরপর থেকেই কাঠগড়ায় তোলা হয়েছে ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটকে। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় তো ম্যাচ হারের জন্য আহমেদাবাদের পিচকে দায়ী করেছেন। এবার একই সুর মিলল আইসিসির বিবৃতিতেও।

বিশ্বকাপ শেষ হয়েছে, তা প্রায় দিন বিশেক গড়িয়েছে। তবুও বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনা যেন থামছেই না।

পুরো বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত খেলেও অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারতে হয়েছে ভারতকে। আর এরপর থেকেই কাঠগড়ায় তোলা হয়েছে ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটকে। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় তো ম্যাচ হারের জন্য আহমেদাবাদের পিচকে দায়ী করেছেন। এবার একই সুর মিলল আইসিসির বিবৃতিতেও।

প্রায় ২০ দিন বাদে বিশ্বকাপের পিচকে রেটিং দিয়েছে আইসিসি। আর তাতে সেমিফাইনাল কিংবা ফাইনাল, কোনো ম্যাচের উইকেটকেই ‘ভাল’-র স্বীকৃতি দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফাইনাল হওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়াম ও সেমিফাইনালে ইডেনের উইকেটকে গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। 

ফাইনাল ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফট সম্প্রতি এ রেটিং দিয়েছেন। এ দিকে সেমিফাইনালে ইডেন ম্যাচের রেফারি ছিলেন জাভাগাল শ্রীনাথ। তাঁর মতেও, এ পিচের আচরণ আশানুরূপ ছিল না।

এ ছাড়া, রাউন্ড রবিন লিগের পাকিস্তান-ভারত ও দক্ষিণ আফ্রিকা-ভারত— এ দুটি ম্যাচের পিচকে বাজে রেটিং দেওয়া হয়েছে। তবে এখানেই উঠেছে প্রশ্ন। ম্যাচ রেফারির রিপোর্টের পরও কেন কিউরেটররা সেমি ও ফাইনাল ম্যাচের পিচ বদলাননি? 

অবশ্য এখন প্রশ্ন তুলেও খুব একটা লাভ নেই। কেননা, বিশ্বকাপের পর্দা নেমেছে তা প্রায় দিন বিশেক গড়িয়েছে। আর ভারতের মাটিতে সেই বিশ্বকাপে ভারতকেই হারিয়ে শিরোপার উল্লাস করেছে অস্ট্রেলিয়া। যে ইতিহাস আর কখনোই বদলানো যাবে না।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...