বিশ্বকাপের সেরা দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের  মাসব্যাপী মহাযজ্ঞ মেলবোর্নের ফাইনালে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শেষ হয়েছে। ফাইনালে বেন স্টোকসের ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানের দেয়া ১৩৮ রানের টার্গেটে ৫ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ইংলিশরা। টুর্নামেন্ট শেষ হওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই টুর্নামেন্টের সেরা পারফরমারদের নিয়ে আইসিসি তাদের বিশ্বকাপের সেরা দল ঘোষণঅ করেছে।

প্রত্যেক আইসিসি টুর্নামেন্ট শেষেই আইসিসি তাদের নিজস্ব জুরি, ধারাভাষ্যকার ও নির্বাচিত সাংবাদিকদের দিয়ে টুর্নামেন্টের সেরা পারফরমারদের সাধারণত নির্বাচিত করে থাকে। এবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপেও সেই রীতি অনুযায়ী এবারের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে।

নি:সন্দেহে দলে আছে ইংলিশ ক্রিকেটারদের ছড়াছড়ি। একাদশে আছেন চারজন ইংলিশ। সেখানে দুই ওপেনার জশ বাটলার ও অ্যালেক্স হেলস ছাড়াও জায়গা পেয়েছেন দুই পেসার মার্ক উড ও স্যাম কারেন। এর মধ্যে স্যাম কারেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পাকিস্তান থেকে আছেন দু’জন – শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি।

ভারত থেকে তাদের দুই ব্যাটিং তারকা বিরাট কোহলি এবং সুরিয়াকুমার যাদব এই দলে জায়গা পেয়েছেন। কোহলি এই বিশ্বকাপে ৬ ম্যাচে  ৪ টি ফিফটি সহ  একশোর কাছাকাছি গড়ে ২৯৬ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। আরেক সদস্য সুরিয়াকুমার যাদব  ৬ ম্যাচে প্রায় ১৯০ স্ট্রাইক রেটে  ২৩৯ রান সংগ্রহ করেন। যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। আর সুপার টুয়েলভ থেকে ধরলে দ্বিতীয় সর্বোচ্চ।

দ্বাদশ ব্যক্তিও ভারতের। তিনি হার্দিক পান্ডিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে থেকে আছেন একজন করে ক্রিকেটার।

  • আইসিসির টিম অব দ্য টুর্নামেন্ট: জশ বাটলার (ইংল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সুরিয়াকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শাদাব খান (পাকিস্তান), স্যাম কারেন (ইংল্যান্ড), এররিচ নরকিয়ে (দক্ষিণ আফ্রিকা), মার্ক উড (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
  • দ্বাদশ ব্যক্তি: হার্দিক পান্ডিয়া (ভারত)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link