আইসিসির উল্টোরথ ও বাংলাদেশের সমীকরণ

বুধবার সকালে আইসিসি ঠিক উল্টে দিকে ঘুরে গেল। হঠাৎ করেই আইসিসির নিয়মে দেখা গেলো বিরাট পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগে সমর্থকদের চিন্তাই কিনা বাস্তবে রূপ নিলো বিশ্ব আসর শুরুর পর। প্রথম রাউন্ডে রানারআপ হলে বাংলাদেশকে মূল পর্বে ‘এ’ গ্রুপে খেলতে হবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে। অপরদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হলে ভারত, পাকিস্তানের ‘বি’ গ্রুপে থাকবে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে জয় নিয়ে কিছুটা স্বস্তিতে আছে বাংলাদেশ দল। ব্যাকফুটে থাকার পরও শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ২৩ রানের জয় নিয়ে টুর্নামেন্টে টিকে রইলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ওমানের বিপক্ষে জিতলেও এখনো সমীকরণের মারপ্যাঁচে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

অবশ্য সমীকরণটা খুব কঠিন নয়। পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেলেই বাংলাদেশ পৌঁছে যাবে মূল পর্বে। ওমান, স্কটল্যান্ড ও বাংলাদেশের নেট রান রেট খুব কাছাকাছি হওয়ায় বাংলাদেশের সামনে লক্ষ্য শুধু পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়। নেট রান রেটের হিসাব বলছে, খুব সামান্য ব্যবধানে পাপুয়া নিউ গিনির সাথে জিতলেই মূল পর্বে চলে যাবে বাংলাদেশ দল। তবে, একটা কথা ঠিক যে – নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেললে নিশ্চিন্তভাবেই বড় ব্যবধানে জেতার কথা বাংলাদেশ দলের।

পাপুয়া নিউগিনির বিপক্ষে তিন রানে জয় কিংবা তিন বল হাতে রেখে জয় পেলেই প্রথম পর্বে উতরে বাংলাদেশ পৌঁছে যাবে মূল পর্বে। অপরদিকে, ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী দল পৌঁছে যাবে পরের রাউন্ডে। স্কটল্যান্ডের বর্তমান রান রেট . ৫৭৫, ওমানের . ৬১৩ ও বাংলাদেশের . ৫০০। গত ম্যাচে ওমানকে আর মাত্র ৬ রান বেশি ব্যবধানে হারাতে পারলে সুবিধেই হতো বাংলাদেশের। তাহলে পাপুয়া নিউগিনির বিপক্ষে স্রেফ জয় পেলেই উঠে যেতো পরের রাউন্ডে।

তবে, এখানেই শেষ নয়। নতুন খবর হল – বিশ্বকাপ শুরুর তিন দিন পর হঠাৎ করেই পালটে গেলো আইসিসির নিয়ম। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশি সমর্থকসহ সবারই ধারণা ছিলো নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ মূল পর্বে খেলবে ‘বি’ গ্রুপের হয়ে। আর যদি রানার আপ হয় সেক্ষেত্রে খেলতে হবে ‘এ’ গ্রুপে। তবে, বিশ্বকাপ শুরুর পর আইসিসির নিয়ম অনুযায়ী দেখা গেলো বাংলাদেশ গ্রুপ পর্বে রানারআপ কিংবা চ্যাম্পিয়ন যাই হোক না কেনো মূল পর্বে গ্রুপ ‘বি’ তেই থাকবে তারা।

র‌্যাংকিংয়ের ১০-এর মধ্যে থাকাদের গ্রুপিং আগে থেকেই ঠিক করে রেখেছিল আইসিসি। তবে, বুধবার সকালে আইসিসি ঠিক উল্টে দিকে ঘুরে গেল। হঠাৎ করেই আইসিসির নিয়মে দেখা গেলো বিরাট পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগে সমর্থকদের চিন্তাই কিনা বাস্তবে রূপ নিলো বিশ্ব আসর শুরুর পর। প্রথম রাউন্ডে রানারআপ হলে বাংলাদেশকে মূল পর্বে ‘এ’ গ্রুপে খেলতে হবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে। অপরদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হলে ভারত, পাকিস্তানের ‘বি’ গ্রুপে থাকবে বাংলাদেশ।

তবে, পাপুয়া নিউগিনির বিপক্ষে হারলে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে পরের ম্যাচের জন্য। সেখানে ওমান বা স্কটল্যান্ড যদি বড় ব্যবধানে হারে তবেই বাংলাদেশের সুযোগ থাকবে মূল পর্বে যাওয়ার। তবে সবকিছুই নির্ভর করছে বাংলাদেশের ম্যাচের উপর। তবে পাপুয়া নিউগিনির বিপক্ষে সহজ জয় নিয়ে পরের রাউন্ডে যাবে এমনটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের। অপেক্ষা মাত্র এক ম্যাচের! একটা জয় বদলে দিতে পারে সকল সমীকরণ।

গ্রুপিং-এর নিয়ম পরিবর্তনে সবচেয়ে বেশি বিপাকে পড়লেন সেই সব দর্শকরা যারা আগাম বিভিন্ন ম্যাচের টিকেট কেটে রেখেছিলেন!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...