উচ্ছ্বসিত ভারতের চোখ পরের ম্যাচে

হারলেই বাড়ির পথ আর জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা। ভার‍তের জন্য জয়ের কোনো বিকল্প ছিলো না। স্কটল্যান্ডের জন্য কোনো রকম প্রতিরোধ গড়াই যে বড় ব্যাপার ছিলো সেটাই স্পষ্ট ম্যাচের পারফরম্যান্সে। ফুঁসে থাকা ভারতের সামনে পাত্তাই পায়নি স্কটল্যান্ড। ৮ উইকেটের বড় জয় রান রেটে আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে টপকে গেছে ভার‍ত।

এই জয়ে বেশ খুশি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। জানালেন প্রত্যাশা অনুযায়ী খেলতে পেরে সবাই বেশ খুশি। বিরাট বলেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স। আমরা এমন পারফরম্যান্সের প্রত্যাশাই করছিলাম। আমি আজকের ম্যাচ নিয়ে খুব বেশি কিছু বলবো না কারণ আমরা জানি আমরা কিভাবে খেলেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে টস, কন্ডিশন খুব প্রভাব ফেলে। আমরা ১০০-১২০ এর মধ্যেই রাখতে পরিকল্পনা করেছিলাম। তবে আমরা তাদেরকে আরো কমে অলআউট করতে পেরেছি। এখন সবকিছুই ৭ তারিখের ম্যাচের জন্য! দেখা যাক কি হয়।’

এদিকে টুর্নামেন্টে সুপার টুয়েলভে খেলা সব ম্যাচেই হেরেছে স্কটিশরা। ভারতের বিপক্ষে কোনো রকম পাত্তাই পায়নি কাইল কোয়েটজারের দল। তবে পুরো টুর্নামেন্টে মার্ক ওয়াটের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে ভুললেন না এই স্কটিশ অধিনায়ক।

তিনি বলেন, ‘খুব কঠিন একটা দিন গেলো। আমরা কোনো বিভাগেই ভালো খেলিনি। আমরা এভাবেই খেলতে খেলতে উন্নতি করতে পারি। মার্ক অসাধারণ খেলেছে। তার বেশ কিছু দিকে স্কিলের উন্নতি হয়েছে। অন্য স্পিনারদের কাছ থেকে সে অনেক কিছু শিখেছে এটা দেখে ভালো লাগছে। এজন্যই এই টুর্নামেন্ট এতো গুরুত্বপূর্ণ।’

বুমরাহ, শামিদের হাত ধরে স্কটল্যান্ডের উপর আক্রমণ শুরু হলেও গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরষ্কারটা রবীন্দ্র জাদেজার হাতে। জানালেন এমন উইকেটে বল করতে পেরে বেশ খুশি তিনি, একই সাথে উইকেটে টার্ন পেয়ে বেশ উচ্ছ্বসিত এই স্পিনার।

জাদেজা বলেন, ‘আমি এই উইকেটে বল করতে বেশ উপভোগ করেছি। বল টার্নও করেছে বেশ। আমি খুব উপভোগ করেছি। প্রথম উইকেটটা স্পেশাল ছিলো। যখন আপনি কোনো ব্যাটসম্যানকে টার্নে পরাস্থ করবেন সেটা অবশ্যই স্পেশাল। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছি।’

শুধু জয় নয়, রান রেটের দিকেও নজর রেখেছে ভারত। জাদেজা বলেন, ‘সবাই জানে আমাদেরকে বড় ব্যবধানে জিততে হবে রান রেট বাড়াতে হলে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি মাঠে। সবাই খুব খুশি, আরো একটা ম্যাচ আছে, আশা করছি আমরা এভাবেই সেরাটা দিবো। আমরা এভাবে খেললে কেউ আমাদের হারাতে পারবে না। টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদেরকে এভাবেই খেলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link