ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ পাল্টাবে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী ১৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। তবে হঠাৎ-ই শুরু হয়েছে গুঞ্জন, বদলে যেতে পারে বহুল আকাঙ্খিত ম্যাচের সূচি।

‘Kohli goes down the ground, Kohli goes out of the ground’ – নিঁখাদ ক্রিকেটপ্রেমী হলে এই লাইন দুটি আপনার ভোলার কথা নয়; সম্ভবত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আইকনিক মুহুর্তগুলোর একটিকে মনে করিয়ে দেয়। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো রোমাঞ্চকর কিছু, তবে প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছিল মেলবোর্নের সেই ম্যাচ।

আরো একটা বিশ্বকাপ, আরো একবার মাঠে নামতে যাচ্ছে ভারত আর পাকিস্তান। গত বিশ্বকাপের মতই আরো একটি টান টান উত্তেজনাময় ম্যাচ দেখার অপেক্ষায় তাই দিন গুনছে ভক্ত-সমর্থকেরা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী ১৫  অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। তবে হঠাৎ-ই শুরু হয়েছে গুঞ্জন, বদলে যেতে পারে বহুল আকাঙ্খিত ম্যাচের সূচি।

ভারত বনাম পাকিস্তান ম্যাচের সঙ্গে মিলে গিয়েছে ‘নবরাত্রি’ উৎসবের দিনক্ষণ। মূলত গুজরাট রাজ্যে রাত ব্যাপী গরবা নাচের সাথে উদযাপন করা হয় এই ‘নবরাত্রি’ উৎসব। তাই তো নিরাপত্তা ইস্যুতে ইন্দো-পাক লড়াইয়ের সূচি পরিবর্তন করতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) পরামর্শ দেয়া হয়েছে।

বিসিসিআই এর এক কর্তা বলেন, ‘আমরা যে বিকল্পগুলো আছে তা নিয়ে আলোচনা করছি এবং শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের নিরাপত্তা সংস্থাগুলো বলেছে যে ভারত-পাকিস্তানের মতো একটি হাই-প্রোফাইল ম্যাচ দেখতে অনেক দর্শক আহমেদাবাদে আসার পরিকল্পনা করেছেন। কিন্তু নবরাত্রির কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’

কিন্তু হুট করে বিশ্বকাপের কোন ম্যাচের দিনতারিখ বদলে ফেলা সহজ কিছু নয়। কেননা অনেক ক্রিকেটপ্রেমী ইতোমধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে তাঁদের ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করেছে, এবং হোটেল বুকিং সহ ভ্রমণের আনুষঙ্গিক অনেক কাজ করে ফেলেছে। তাই তো ১৫ তারিখের ম্যাচ স্থগিত করা হলে সাধারণ দর্শক এবং হোটেল মালিকদের।

বিশ্বকাপ শুরু হতে মাত্র তিন মাসেরও কম সময় বাকি আছে। অথচ এখনো টিকিট বিক্রি শুরু করেনি বিসিসিআই, সেটা নিয়েও অসন্তোষ রয়েছে অনেকের মনে। এখন বাবর-বিরাট দ্বৈরথ পেছানো হলে বিসিসিআইয়ের উপর নিশ্চিতভাবেই সমালোচনার চাপ বাড়বে। কেউ কেউ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে প্রশ্ন করেছেন সূচি তৈরির সময় কেন স্থানীয় উৎসবের কথা মাথায় রাখা হয়নি।

সবমিলিয়ে তাই বেকায়দায় আছে জয় শাহের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। এখান থেকে বেরুতে আপাতত রাজ্য ক্রিকেট বোর্ডের সাথে সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

জয় শাহের পক্ষ থেকে পাঠানো চিঠিতে লেখা ছিল, ‘আমি মনে করি এটি সংশ্লিষ্ট সকলের জন্য ভাল হবে যে আমরা আবার দেখা করবো এবং সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এমন যেকোন বিষয়ে আলোচনা করবো। এজন্য, আপনাকে এতদ্বারা বিশ্বকাপ হোস্টিং অ্যাসোসিয়েশনগুলোর একটি সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’

২৭ জুলাই বৃহস্পতিবার বিসিসিআই এবং বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে যাওয়া রাজ্য ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাগুলো আলোচনার টেবিলে বসতে যাচ্ছে। এরপরেই জানা যাবে পাক-ভারত ম্যাচের ভবিষ্যত সম্পর্কে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...