এশিয়া কাপের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এর মধ্যেই অধিকাংশ দল নিজেদের গুছিয়ে নিয়েছে। পরিকল্পনার ছক আঁকছে। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল নিজেদের স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে ইতোমধ্যেই। ছয় দলের বাকি তিন দল এখনও তাদের স্কোয়াড ঘোষণা করতে পারেনি।
টুর্নামেন্টের অন্য তিন দল ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তাদের এশিয়া কাপ স্কোয়াড নিয়ে এখনও সন্দিহান। বিশেষ করে ভারত। ভারত এশিয়া কাপের সফল দল। এমনকি এবারের বিশ্বকাপেও ভারত শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। সেই ধারায় এশিয়া কাপে পূর্ণ শক্তির দলকেই বাজিয়ে দেখতে চাওয়ার কথা বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
কিন্তু এখনও ভারতের ক্রিকেট বোর্ড অপেক্ষমান। ভারতের নির্বাচক মন্ডলী অপেক্ষায় রয়েছেন দুইজন ক্রিকেটারের। একজন লোকেশ রাহুল, আরেকজন শ্রেয়াস আইয়ার। এই দুইজনই সাম্প্রতিক সময়ে অস্ত্রপচার করিয়েছেন। রাহুল তার কোমড়ের ইনজুরি থেকে পরিত্রাণ পেতে অস্ত্রপচার করিয়েছেন। অন্যদিকে শ্রেয়াস করিয়েছেন উরুর জন্যে।
এই দুইজন ক্রিকেটার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্যস্ত রয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখান থেকে এখন অবধি ছাড়পত্র আসেনি তাদের। শ্রীলঙ্কার উষ্ণ আবহাওয়ায় খেলার মত ম্যাচ ফিটনেস এখনও অর্জন করতে পারেননি শ্রেয়াস ও রাহুল। তাইতো তাদের জন্যে শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করছে নির্বাচকরা।
কেননা ভারতের বিশ্বকাপ ভাবনায় এই দুই ক্রিকেটার রয়েছেন। তাদেরকে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ করে দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের মত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট নিশ্চয়ই প্রস্তুতির শ্রেষ্ঠ মঞ্চ। ঠিক সে কারণেই ভারত এখন অবধি নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি।
অন্যদিকে স্বাগতিক শ্রীলঙ্কাও নিজেদের স্কোয়াড ঘোষণায় করছে বিলম্ব। কেননা দেশটিতে বর্তমানে চলছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। এই টুর্নামেন্টে পারফরম করা খেলোয়াড়দের সুযোগ দিতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ঠিক সে কারণেই এখন অবধি শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড জানা যায়নি।
এই দুই শিরোপা প্রত্যাশি দল ছাড়াও আফগানিস্তানের স্কোয়াড সম্পর্কে নেই কোন স্পষ্ট ধারণা। এই মাসের ২২, ২৪ ও ২৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। সেই সিরিজের দলটাই হতে পারে তাদের এশিয়া কাপ দল। হয়ত খানিক কাটাছেড়া হবে সেখান থেকে। কিন্তু সেই সিরিজের উপর ভিত্তি করেই আফগানিস্তান চাইছে নিজেদের এশিয়া কাপের দল সাঁজাতে।
এসব ভিন্ন সব কারণেই এশিয়া কাপের দল এখনও ঘোষণা করতে পারেনি ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে ইতোমধ্যেই বেশ জোড়েসোরে এশিয়া কাপের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশ। ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাদের নিয়ে চলছে রুদ্ধদ্বার অনুশীলন। অন্যদিকে পাকিস্তানও ১৭ সদস্যের দল ঘোষণা করেছে।
তারাও নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে। এমনকি নবাগত নেপালও এশিয়া কাপে অঘটন ঘটানোর প্রস্তুতিতে মশগুল। এখন দেখবার পালা, ঠিক কবে নাগাদ বাকি দলগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করে। আগামী ২৩ আগস্ট ভারত তাদের এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করতে চাইছে। এর আগেই হয়ত মিলে যাবে ১৭ জনের নাম। একই চিত্র বাকিদের ক্ষেত্রেও।