ভারতের বিকল্প অলরাউন্ডার একাদশ

ভারতের ক্রিকেটের পাইপলাইন নিয়ে ইদানিং বেশ আলোচনা হচ্ছে। দেশটির ক্রিকেটে এখন তরুণ ক্রিকেটারের ছড়াছড়ি। দলটি কাকে রেখে কাকে খেলাবে তা নিয়ে এক মধুর সমস্যা। তরুণ এই প্রতিভাদের মধ্যে বেশ কিছু অলরাউন্ডারও আছেন। যারা সাহায্য করছেন ভারত দলকে ব্যালেন্স করতে। তবে এই তরুণ অলরাউন্ডারদের নিয়েই যদি একটি একাদশ করা হয়, তাহলে কেমন হয়? – চলুন দেখে নেওয়া যাক।

  • ওয়াশিংটন সুন্দর

আমাদের এই একাদশের ওপেনার ওয়াশিংটন সুন্দর। ঘরোয়া ক্রিকেটে তামিল নাড়ুর হয়ে ওপেন করার অভিজ্ঞতা আছে এই ব্যাটসম্যানের। এখন পর্যন্ত ভারতের হয়ে ৩১ টি টি-টোয়েনটি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট করার খুব বেশি সুযোগ না হলেও বল হাতে নিয়েছেন ২৫ উইকেট।

  • নিতিশ রানা

আমাদের একাদশের আরেক ওপেনার হচ্ছেন নিতিশ রানা। তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও ওপেন করেছেন। এই টপ অর্ডার ব্যাটসম্যানের অফ-স্পিনও বেশ কার্যকর।

  • বিজয় শঙ্কর

তিন নম্বরে আছেন ডানহাতি এই অলরাউন্ডার। এখন পর্যন্ত ভারতের হয়ে ১২টি ওয়ানডে ম্যাচে প্রায় ৩২ গড়ে করেছেন ২২৩ রান। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট প্রায় ১৪০।

  • কেদার যাদব

মিডল অর্ডারে আছেন ব্যাটিং অলরাউন্ডার কেদার জাদভ। ভারতের হয়ে ব্যাট করার খুব বেশি সুযোগ না পেলেও ৪২ গড়ে তাঁর আছে ১৩৮৯ রান। ওয়ানডে ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট ১০০ এরও বেশি। বল হাতেও এই ফরম্যাটে নিয়েছেন ২৭ উইকেট।

  • হার্দিক পান্ডিয়া

ব্যাট-বল দুই বিভাগেই সমান দায়িত্ব এই অলরাউন্ডারের। পাঁচ নাম্বারে ব্যাট করার পাশাপাশি পেস বোলিং এট্যাকেরও নেতৃত্বে থাকবেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে ভারতের হয়ে হাজারের বেশি রান করেছেন প্রায় ১১৫ স্ট্রাইকরেটে। বল হাতেও নিয়েছেন ৫৫ উইকেট।

  • রবীন্দ্র জাদেজা

এই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবং দলের অধিনায়ক হলেন রবীন্দ্র জাদেজা। তিনি ব্যাট ও বল দুই ডিপার্টমেন্টেই সমান ভূমিকা পালন করবেন। দলের পাশাপাশি স্পিন এট্যাকেরও নেতৃত্ব দিবেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তাঁর ব্যাট হাতে আছে ২৪১১ রান এবং বল হাতে নিয়েছেন ১৮৮ উইকেট।

  • শিভাম দুবে

ভালো মিডিয়াম পেসার হওয়ার পাশাপাশা ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন এই ক্রিকেটার। সে স্ট্রাইক বোলার না হলেও তাঁর মিডিয়াম পেস ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারে। তাছাড়া দ্রুত উইকেট পড়ে গেলেও তিনি ইনিংস বিল্ড আপ করতে পারেন।

  • ক্রুনাল পান্ডিয়া

বোলার হিসেবে বেশ কার্যকর তিনি। তবে শেষদিকে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন এই অলরাউন্ডার। তাই আমাদের একাদশের ৮ নাম্বারে আছেন এই অলরাউন্ডার।

  • অক্ষর প্যাটেল

ব্যাটিংটা পারলেও তিনি মূলত থাকবেন তাঁর অসাধারণ স্পিন বোলিং এর জন্য। ওয়ানডে ফরম্যাটে বল হাতে নিয়েছেন মোট ৪৫ উইকেট।

  • কে গৌতম

বোলিং আক্রমণের দায়িত্বে থাকবেন এই অর্থোডক্স স্পিনার। এছাড়া ব্যাট হাতেও বেশ কিছু রান করতে পারেন এই অলরাউন্ডার।

  • রাহুল তেওয়াতিয়া

আমাদের এই তরুণ একাদশের শেষ ক্রিকেটার হিসেবে থাকবেন রাহুল। তিনি থাকবেন দলের লেগ স্পিনার হিসেবে। আর শেষের দিকে তাঁর ঝড় তোলার ক্ষমতার কথা কে না জানে। সর্বশেষ আইপিএলে ব্যাট হাতে মিডল অর্ডারে তাঁর দাপুটে ব্যাটিং বেশ প্রশংসা কুড়িয়েছে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link