আইপিএলের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

সাকিবের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানিয়েছেন ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ সকাল পৌনে ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সাকিব।

ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) ১৪ তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশ নিতে আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে সাত দিন কোয়ারেন্টাইনে থাকার পর দলের সাথে যোগ দিবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সাকিবের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানিয়েছেন ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ সকাল পৌনে ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সাকিব।

আইপিএলের এবারের আসর শুরু হবে ৯ এপ্রিল থেকে। এর আগেই মুম্বাইয়ে কলকাতা নাইট রাইডার্সের হোটেলে উঠে গেছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগারকোটি, সন্দিপ ওয়ারিয়ার, ভৈভব আরোরা এবং কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার এবং সহকারী বোলিং কোচ ওমকার সালভি।

এর আগে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়ে গত মাসের ২২ তারিখে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে এক ফেসবুক লাইভে বিসিবির পরিচালকদের নিয়ে সমালোচনা করার পর নানা বিতর্কের মাঝেই গত ২২ মার্চ দেশে ফেরেন এই অলরাউন্ডার।

দেশে ফিরে পরের দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং নিজের ক্রিকেট একাডেমি মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেন সাকিব। এরপর গতকাল দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখাও করেন এই ক্রিকেটার।

আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজেও খেলবেন না সাকিব। দল পাওয়ার পরই আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার। সাকিব ছুটি চাওয়ার পর ছুটি মঞ্জুর করে সাকিবের এমন সিদ্বান্তের সমালোচনা করেছিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশের ক্রিকেটারদের ভিতর সাকিবই সবচেয়ে বেশি আইপিএল খেলেছেন। আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ১২৬.৬৬ স্টাইকরেটে ৭৪৬ রান করেছেন সাকিব। আইপিএলে বল হাতেও সফল ছিলেন এই অলরাউন্ডার। বল হাতে ৬৩ ম্যাচে শিকার করেছেন ৫৯ উইকেট।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই বার শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। দুই বারই শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

সাকিবের সাথে এবারের আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। এই পেসারকে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। তবে দলের সাথে নিউজিল্যান্ড সফরে থাকায় মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা এখনো নিশ্চিত নয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...