সাকিবের ইনজুরি, বিশ্বকাপের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ

টাইগার শিবিরে হঠাতই দুঃসংবাদ। বিশ্বকাপকে সামনে রেখে গোহাটিতে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। আর সে কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম ম্যাচ থেকে ছিটকে গেছেন এ অলরাউন্ডার। 

টাইগার শিবিরে হঠাতই দুঃসংবাদ। বিশ্বকাপকে সামনে রেখে গোহাটিতে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। আর সে কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম ম্যাচ থেকে ছিটকে গেছেন এ অলরাউন্ডার।

জানা গেছে, গোহাটিতে আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পান সাকিব। শুধু তাই নয়, পা ফুলেও গেছে অনেকটা। সাকিবের ইনজুরি কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। মেডিকেল ইউনিটের পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে।

তবে গ্রেড-১ ইনজুরি থেকে একজন ক্রিকেটারের সেরে উঠতে প্রায় এক থেকে তিন সপ্তাহ সময় লাগে। গ্রেড-২ এর জন্য সেই সময়কালটা ৩ থেকে ৪ সপ্তাহ অবধি গড়ায়। টিম ম্যানেজমেন্ট অবশ্য এমন গুরুতর কোনো কিছু আশা করছে না। তবে বিশ্বকাপ শুরুর ১ সপ্তাহ আগে সাকিবের এমন ইনজুরির খবর টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়ার মতোই।

সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে এ ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। সাকিব ছাড়াও এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

তবে ওয়ার্ম আপ ম্যাচ হওয়ায় ম্যাচের অংশ হতে পারবেন সবাই। অর্থাৎ ম্যাচ চলাকালীন যে কোনো ক্রিকেটারের স্থলে মাঠে নামতে পারবেন তাঁরা।

বিশ্বকাপের দামামা বাজতে শুরু করলেও বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা নিয়ে এই মুহূর্তে দেশজুড়েই চলছে তোলপাড়। তামিমের ভিডিও বার্তার পর সাকিবের একটি সাক্ষাৎকার যেন আরো উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

সব মিলিয়ে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের ঘটনাতেই আলোচিত হচ্ছে দেশের ক্রিকেট। তবে এর মধ্যেই বিশ্বকাপ মঞ্চের জন্য প্রস্তুতি সারতে হচ্ছে টাইগারদের।

এবারের বিশ্বকাপ শুরুর আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি।  প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শ্রীলঙ্কার পর আগামী ২ অক্টোবর নিজেদের শেষ ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...