ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪ তম আসরের নিলামে যুবরাজ সিংকে টপকে রেকর্ড মূল্যে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। আগের আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেললেও এ আসরে মাঠ মাতাবেন রাজস্থান রয়েলসের হয়ে। ২০১৫ সালে ১৬ কোটি রুপিতে দিল্লীর ডেয়ারডেভিলস কিনে নিয়েছিলো যুবরাজ সিংকে। সেটিই ছিলো আইপিএল ইতিহাসের নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড। আজ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হয়ে সেই রেকর্ড গুড়িয়ে দিলেন মরিস।
৭৫ লাখ টাকা ভিত্তিমূল্য দিয়ে শুরু হওয়া বিডে প্রথমেই ডাক শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। পরে যোগ দেয় ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়েলস। তিন দলের লড়াইয়ে মরিসের প্রাইস বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ১৬ কোটি ২৫ লাখ রুপিতে গিয়ে থামে। তিন দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মরিসকে শেষ পর্যন্ত কিনে নেয় রাজস্থান রয়্যালস। গত আসরে ১০ কোটি রুপিতে ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি, সে আসরে ব্যাঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ দাম পাওয়া খেলোয়াড়ও ছিলে মরিস।
ক্রিস মরিস ছাড়াও চড়া মূল্য দল পেয়েছেন কিউই পেস বোলিং সেনসেশন কাইল জেমিসন। ১৫ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১৪ কোটি রুপিতে বিগ ব্যাশে দূর্দান্ত পার্ফরমেন্স করা অজি পেসার ঝাই রিচার্ডসনকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এছাড়া নিলামে বড় লাফ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের পরিসংখ্যান বিচারে পারফরম্যান্স একদম সাদামাটা হলেও সাম্প্রতিক আন্তজার্তিক ক্রিকেটে দূর্দান্ত ফর্মের কারণে বড় দামই পেয়েছেন তিনি। ১৪ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিস মরিস রেকর্ড মূল্য বিক্রি হলেও দল পাননি সদ্য সমাপ্ত বিগ ব্যাশের এবারের আসরের অন্যতম সেরা ব্যাটম্যান অ্যালেক্স হেলস! মাত্র ৩ কোটি ২০ লাখ মূল্যে বিক্রি হয়েছেন স্টিভ স্মিথ, টি-টোয়েন্টি র্যাঙ্কিয়ে এক নম্বরে থাকা ব্যাটসম্যান ডেভিড মালান বিক্রি হয়েছেন মাত্র দেড় কোটি রুপি ভিত্তিমূল্য! গত আসরে পার্ফম না করায় বেশ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন ম্যাক্সওয়েল, ধারণা করা হচ্ছিলো এ আসরে হয়তো তিনি চড়া মূল্য পাবেন না। কিন্তু সবকিছু ছাপিয়ে আইপিএল ইতিহাসে নিজের সর্বোচ্চ দামেই বিক্রি হলেন তিনি।
দল পাননি মুশফিক, রিয়াদ কিংবা মোহাম্মদ সাইফউদ্দিনের কেউই! নিলামের ঠিক আগ মূহুর্তে এক প্রকার চমক দেখিয়ে ড্রাফটে নাম তুলেন মুশফিকুর রহিম। ধারণা করা হচ্ছিলো কোনো ফ্র্যাঞ্চাইজির ইচ্ছাতেই তিনি নাম দিয়েছেন, তবে এবারো ভাগ্য সহায় হলো না। টানা ১৪ বারের মতো আইপিএলের নিলামে আনসোল্ড থাকলেন মুশফিক। গতবার অবিক্রিত থাকার পর তিনি বলেছিলেন আর কখনোই আইপিএলে নাম দিবেন না! আশায় বুক বেধে ক্ষোভ টা একপাশে রেখে এ আসরেও শেষ মূহুর্তে নাম দিলেন তিনি, কিন্তু এবার যে নিলামে নামই উঠলো না তার৷
সাকিব-মুস্তাফিজ ছাড়া কোনো বাংলাদেশি খেলোয়াড়ের নাম ওঠেনি এ আসরের নিলামে। সাকিব চড়া মূল্যে দাম পাবেন বলে ধারনা করা হলেও সাকিবকে নিয়ে খুব সাড়া দেয়নি পাঞ্জাব-কলকাতা ছাড়া কোনো দলই। ভিত্তিমূল্য ২ কোটি হলেও সাকিব বিক্রি হন ৩ কোটি ২০ লাখ রুপিতে। অপরদিকে আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান বিক্রি হয়েছেন ১ কোটি রুপিতে। রাজস্তান রয়েলস দলে ভিড়িয়েছে তাঁকে।
প্রথম ধাপে স্যাম বিলিংস, বেন কাটিং, মুজিব উর রহমানরা দল না পেলেও শেষ দিকে দ্বিতীয় ডাকে দল পান তারা। ২ কোটি রুপিতে হায়দ্রাবাদ দলে ভিড়িয়েছে মুজিবকে। হায়দ্রাবাদের স্কোয়াডে একসাথে দেখা যাবে তিন আফগান তারকা নাবী, রাশিদ খান ও মুজিব উর রহমানকে একসাথে। এছাড়া স্যান বিলিংস ১.৫ কোটি রুপিতে দিল্লি এবং হরভজন ও বেন কাটিং দুজনেই নিজেদের ভিত্তিমূল্যতে বিক্রি হয়েছেন কলকাতা নাইট রাইডার্সে।
সবমিলিয়ে প্রতিটা দলই এবার বেশ গুছিয়েই দল গঠন করেছে। করোনা পরিস্থিতিতে গত আসরের আইপিএল আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও এবারের আসরের খেলা হবে ভারতেই। চূড়ান্ত তারিখ নির্ধারিত না হলেও এপ্রিলের শুরু দিকে পর্দা উঠবে এবারের আসরের আইপিএলের। বাংলাদেশের হয়ে মাঠ মাতাবেন দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
এবারের নিলামের আরো কিছু চমক আছে। এখানে প্রথমেই আসবে গ্লেন ম্যাক্সওয়েলের নাম। গত আসরে পাঞ্জাবের হয়ে বাজে একটা আসর কাটালেও এবার তাঁকে বড় অংকে দলে নিয়েছে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নিলামের দর ১৪.২৫ কোটি রুপি। তবে, দল পাননি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।
ভারতীয়দের মধ্যে এবারের চমক কৃষ্ণাপ্পা গৌতম। তাঁকে ৯.২৫ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। এর আগে কেউই কোনো অনভিষিক্ত ক্রিকেটারের পেছনে এত বেশি অর্থ খরচ করেনি। অন্যদিকে, আলোচিত ক্রিকেটার শিভাম দুবেকে ৪.৪ কোটি রুপি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস।
সৈয়দ মুশতাক আলী ট্রফির তারকা মোহাম্মদ আজহারউদ্দিনকে ভিত্তিমূল্য ২০ লাখ রূপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবারের আসরে খেলবেন শাহরুখ খানও। তাঁকে কিনে নিয়েছেন প্রীতি জিনতা। না, যা ভাবছেন তা নয়। এই শাহরুখ ফিল্ম স্টার নন, ক্রিকেটার। তাকে ৫.২৫ কোটি রুপি দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস।
এবারের আসরে প্রথমবারের মত দেখা যাবে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে। বাবার মত তিনিও খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। তাঁকে দলটি কিনেছে ভিত্তিমূল্য ২০ লাখ রুপির বিনিময়ে। দেখা যাক, শচীনের নামের ওজন তিনি রাখতে পারেন কি না!