২০২১ আইপিএল ঠিকুজি

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার আগের রেকর্ডটা ছিল ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংসের-১৬ কোটি রুপি। তাকেও ছাপিয়ে গেলেন মরিস। গত আসরে নামের প্রতি সুবিচার করতে পারেননি ম্যাক্সওয়েল। ১৩ ম্যাচে করেছিলেন মাত্র ১০৮ রান।

অবশেষে হয়ে গেল আইপিএলের ১৪তম আসরের নিলাম।  ফ্র্যাঞ্চাইজি গুলো তাদের পছন্দ মতো দল সাজিয়েছেন। অনেক পুরনো খেলোয়াড়কে ছেড়েছেন। আবার নতুন কেউকে কিনেছেন।

এবার সর্বোচ্চ দাম পেয়েছেন  আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। রেকর্ড ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়েলস। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার আগের রেকর্ডটা ছিল ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংসের-১৬ কোটি রুপি। তাকেও ছাপিয়ে গেলেন মরিস। গত আসরে নামের প্রতি সুবিচার করতে পারেননি ম্যাক্সওয়েল। ১৩ ম্যাচে করেছিলেন মাত্র ১০৮ রান। সর্বোচ্চ ইনিংসটা ৩২ রানের। অথচ এবারো তাঁর দাম উঠলো আকাশ ছোঁয়া। কোহলীর বেঙ্গালুরু তাঁকে কিনে নিল ১৪ কোটি ২৫ লাখ  রুপিতে।

যে সাকিব আল হাসানকে নিয়ে এতো টানাটানি হওয়ার কথা ছিল  তাঁর দাম উঠলে মোট ৩ কোটি ২০ লাখ রুপি। তাঁর চেয়ে বেশি দাম পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও!

চলুন দেখে নেওয়া যাক, এবারের আইপিএলে দেশি ও বিদেশী খেলোয়াড়দের মধ্যে কে কোন দলে খেলছেন-

চেন্নাই সুপার কিংস

ভারতীয় খেলোয়াড়:  মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক) ,  রবীন্দ্র জাদেজা, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, শার্দূল ঠাকুর,  দিপক চাহার,  রবিন উথাপ্পা, কারন শর্মা,  আসিফ, ঋতুরাজ, সাই কিশোর, জাগাদেশান এবং নতুন যুক্ত হয়েছেন চেতেশ্বার পুজারা, ক্রিসনাপ্পা গৌতম, হারিসংকর রেড্ডি,  ভাগাথ ভার্মা ও নিশান্থ।

বিদেশী: ইমরান তাহির,  ফাফ ডু প্লেসি,  ডোয়াইন ব্রাভো, স্যান্টনার,  লুঙ্গি, মঈন আলী, সাম কোরান ও হ্যাজলউড।

দিল্লী ক্যাপিটালস

ভারতীয় খেলোয়াড়: শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক),  অমিত মিশ্রা, অশ্বিন, এক্সার প্যাটেল, রাহানে,  পৃথ্বী শাহ,  রিশাভ পান্ট, ইশান্থ শর্মা, উমেশ যাদব, প্রভিন ডুবে, লালিথ যাদব, রিপাল প্যাটেল,  লুকমান মেরিওয়ালা,  আভেশ খান,  ভিশনো বিনোদ ও সিদ্ধার্থ।

বিদেশি: কাগিসো রাবাদা, মার্কোস স্টোইনিস,  স্টিভ স্মিথ,  এনরিশ নর্থজে, হেটমায়ার,  সাম বিলিংস, টম কোরান ও ক্রিস ওকস।

কলকাতা নাইট রাইডার্স

ভারতীয় খেলোয়াড়: সুবমান গিল,  নিতিশ রানা, রাহুল ত্রিপাটি,  করুন নায়ার,  দিনেশ কার্তিক,   সেলডন জ্যাকসন, নাগরকুটি,  হরভজন,  কুলদিপ,  শিভম মাভি, বরুন চক্রবর্তী,  পাওয়ান নেগী,  রিংকু সিং,  প্রসাধ ক্রিসনা,  সন্দীপ,  ভাইভাব অরোরা,  ভেনকাটাস।

বিদেশী: প্যাট কামিন্স, সাকিব আল হাসান,  মরগান (অধি),  নারাইন, আন্দ্রে রাসেল, লুকি ফার্গুসন,  বেন কাটিং ও টিম সেইফার্ট।

মুম্বাই ইন্ডিয়ান্স

ভারতীয় খেলোয়াড়:  রোহিত শর্মা (অধি),  হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, পিয়ুষ চাওলা,  সূর্যকুমার, ইশান কিশান,  বুমরাহ, অনুকুল রয়,  মহসিন খান,  রাহুল চাহার,  আদিটিয়া, সৌরভ তিওয়ারি, অর্জুন টেন্ডুলকার, কুলকার্নি, জায়ান্ত যাদব, অনমলপ্রিট সিং ও চারাক।

বিদেশি: কাইরন পোলার্ড, ট্রেন্ট  বোল্ট,  এডাম মিলনে, ডি কক, ক্রিস লিন, জেমি নিশাম, মার্কো জানসেন ও নাথান নাইল।

পাঞ্জাব কিংস

ভারতীয় খেলোয়াড়: লোকেশ রাহুল (অধি),  মোহাম্মদ শামি, রবি বিসনই,  সরফরাজ, দীপক হুদা, মায়াঙ্ক আগাওয়াল,  মানদিপ সিং,  সেক্সসেনা, সৌরভ কুমার,  শাহরুখ খান, প্রাভসিমরান সিং, উটকারাশ সিং,  মরগান অশ্বিন,  হারপ্রিট, আশদীপ সিং,  দার্শান নালকান্দ ও ইশান পুরেল।

বিদেশি: ক্রিস গেইল,  ডেভিড মালান,  নিকোলাস পুরান,  ফেবিয়ান অ্যালেন,  ঝাই রিচার্ডসন, মইজেস হেনরিক্স,  ক্রিস জর্ডান ও রিলে মেরেডিথ।

রাজস্থান রয়ালস

ভারতীয় খেলোয়াড়: সানজু সামসন (অধি),  রাহুল তেওটিয়া, মানন ভোহরা, জাইসওয়াল,  রিয়ান পরাগ,  শিভাম ডুবে, মাহিপাল, শ্রেয়াস গোপাল, আনুজ রাওয়াট,  মায়াঙ্ক মারকান্দ, উদানকাট,  আকাশ সিং, কুলদিপ যাদব,  চেতন সাকারিয়া,  কার্তিক তিয়াগি ও কারিয়াপ্পা।

বিদেশি: জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজুর রহমান, ডেভিড মিলার, জফরা আর্চার, লিয়াম  লিভিংস্টোন, ক্রিস মরিস ও আন্দ্রে টাই।

বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স

ভারতীয় খেলোয়াড়: বিরাট কোহলি (অধি),  দেবদূত পাডিক্কাল,  শচীন বেবি, পাভন দেশপান্ডে,  ওয়াশিংটন সুন্দর,  সিরাজ, রাজাট পাটিডার,  হার্শাল প্যাটেল,  আজহারউদ্দীন,  চাহাল, নাদিপ সাইনি,  শাহবাজ আহমেদ,  প্রাভুদেশাই,  কেএস ভারত,

বিদেশি: এবি ডি ভিলিয়ার্স,  গ্লেন ম্যাক্সওয়েল,  জস ফিলিপ,  এডাম জামপা,  কেন রিচার্ডসন,  ড্যানিয়েল ক্রিশ্চিয়ান,  কাইল জেমিসন ও ড্যানিয়েল সামস।

সানরাইজার্স হায়দরাবাদ

ভারতীয় খেলোয়াড়: মনীষ পান্ডে, কেদার যাদব,  গোস্বামী,  ঋদ্ধিমান সাহা,বিজয় সংকর, অভিষেক শর্মা, আবদুল সামাদ, শাহবাজ নাদেম,  সুচিথ, ভুবনেশ্বর কুমার, নাটারজান, সন্দীপ শর্মা,  খালেদ আহমেদ,  সিন্ধার্থ কুল,বাসিল থামপি  প্রিয়াম ও ভিরাট সিং।

 বিদেশি: ডেভিড ওয়ার্নার (অধি), রশিদ খান, মুজিব উর রহমান, জনি রেয়ারস্টো, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার,  মোহাম্মদ নবী ও মিশেল মার্শ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...